For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুধু ভাষণ দিলেই হবে না, করোনা ভাইরাস মোকাবিলায় মোদীর কাছে যে দাবি তুললেন অনুব্রত

শুধু ভাষণ দিলেই হবে না, করোনা ভাইরাস মোকাবিলায় মোদীর কাছে যে দাবি তুললেন অনুব্রত

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাস মোকাবিলায় দেশবাসীর উদ্দেশে শুধু ভাষণ দিলেই হবে না, প্রধানমন্ত্রীকে রেশনের ব্যবস্থাও করতে হবে। এমনটাই মন্তব্য করেছেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। প্রসঙ্গত, সপ্তাহ দুয়েক আগে অনুব্রত মণ্ডল নরেন্দ্র মোদীকে করোনার থেকেও ভয়ঙ্কর ভাইরাস বলে বর্ণনা করেছিলেন।

প্রধানমন্ত্রীকে রেশনের ব্যবস্থা করতে হবে, দাবি অনুব্রত-র

প্রধানমন্ত্রীকে রেশনের ব্যবস্থা করতে হবে, দাবি অনুব্রত-র

করোনা ভাইরাসের মোকাবিলায় রাজ্যে রাজ্যে লকডাউন চলছে। পশ্চিমবঙ্গে তা শুরু হবে সোমবার বিকেল ৫ টা থেকে। এই লকডাউনে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন দিন আনি দিন খাই অর্থাৎ শ্রমিক শ্রেণি এবং সমাজের একেবারে নিচের অংশের মানুষজন। সেই সম মানুষজনের জন্য সব থেকে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে কেরল সরকার। বিপিএল তালিকাভুক্তদের মাসে ১০০০ টাকা করে দেওয়ার কথা বলেছেন তিনি। এরপরেই রয়েছে পশ্চিমবঙ্গ। সেপ্চেম্বর পর্যন্ত রেশনে প্রত্যের পরিবারের কাছে ৫ কেজি করে চাল,গম দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এপ্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেছেন প্রধানমন্ত্রীর শুধু ভাষণ দিলে হবে না, রেশনের ব্যবস্থাও করতে হবে।

বিরোধীদের নানা দাবি

বিরোধীদের নানা দাবি

দিন কয়েক আগে সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেছিলেন, দরকারে দেশের শস্যভাণ্ডার খুলে দিতে হবে দৈনিক উপার্জনকারী ও সমাজের অন্য ক্ষতিগ্রস্ত অংশের জন্য। সিপিএম বলেছে প্রধানমন্ত্রী চাইলে কেরলের পথ অনুসরণ করে আর্থিক প্যাকেজের কথাও ঘোষণা করতে পারেন। কংগ্রেসের মন্তব্য লক ডাউনের মধ্যেও কিছু সময় উপার্জনের সুযোগ খেটে খাওয়া মানুষকে দিতে হবে। আরএসপি-সহ অন্য বামদলগুলি গরিব ও অংসঠিত শ্রমিকদের জন্য স্বাস্থ্য পরিষেবা ও আর্থিক সহায়তার দাবি করেছিলেন।

করোনার থেকেও ভয়ঙ্কর ভাইরাস মোদী, বলেছিলেন অনুব্রত

করোনার থেকেও ভয়ঙ্কর ভাইরাস মোদী, বলেছিলেন অনুব্রত

সপ্তাহ দুয়েক আগে দলের এক সভায় অনুব্রত মণ্ডল বলেছিলেন, করোনা ভাইরাসের থেকেও ভয়ানক ভাইরাস হলেন নরেন্দ্র মোদী। তিনি বলেন করোনার থেকে ভয়ানক ভাইরাস ভারতেই আছে। ইয়েস ব্যাঙ্ক শেষ হয়ে গেল, অর্থনীতি শেষ হয়ে গেল। আট লক্ষ হাজার কোটি টাকা দেউলিয়া করে পালিয়ে গেল। এর থেকে বড় ভাইরাস আর কিছু আছে কি? অনুব্রত মণ্ডল নিজেই বলেন সেটা হল মোদী ভাইরাস।

 ২০১৯-এর ভোটের আগে ছাগল বলে আক্রমণ

২০১৯-এর ভোটের আগে ছাগল বলে আক্রমণ

২০১৯-এর লোকসভা ভোটের আগে নরেন্দ্র মোদী, অমিত শাহকে ছাগল বলেছিলেন অনুব্রত মণ্ডল। কেন্দ্রীয় বাহিনীকে বলেছিলেন হরিদাস। ময়ূরেশ্বরের দলীয় সভা থেকে বিজেপিকে আক্রমণ করেছিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি। কর্মী, সমর্থকদের আশ্বস্ত করে তিনি বলেছিলেন কেন্দ্রীয় বাহিনী অন্যায় করলে তিনি ছাড়বেন না।

English summary
Anubrata Mondal claims there should be ration from centre for coronavirus affected people. Several lower and lower medium class people are affected due to lockdown, through out the country॥
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X