For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কনভেনর মুকুল রায়কে বাড়তি গুরুত্ব অমিতের, রাজ্য বিজেপির রসায়ন নিয়ে জল্পনা

কলকাতা সফরে দলের নেতা মুকুল রায়কে গুরুত্ব দিলেন অমিত শাহ। শহিদ মিনারের সভার ভাষণেই তিনি উল্লেখ করেন, মুকুল রায়ের কনভেনর থাকার সময়েই ভারতীয় জনতা পার্টি রাজ্যে ২ থেকে বেড়ে ১৮ টি আসন পেয়েছে।

  • |
Google Oneindia Bengali News

কলকাতা সফরে দলের নেতা মুকুল রায়কে গুরুত্ব দিলেন অমিত শাহ। শহিদ মিনারের সভার ভাষণেই তিনি উল্লেখ করেন, মুকুল রায়ের কনভেনর থাকার সময়েই ভারতীয় জনতা পার্টি রাজ্যে ২ থেকে বেড়ে ১৮ টি আসন পেয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মত, লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপির আসন জয়ে মুকুল রায়ের অবদান অমিত শাহ এখানেই স্বীকার করে নিয়েছেন।

ভাগ মুকুল ভাগ এখন দলের সম্পদ

ভাগ মুকুল ভাগ এখন দলের সম্পদ

২০১৬-র নির্বাচনের আগে রাজ্যে বিজেপির পর্যবেক্ষক ছিলেন সিদ্ধার্থ নাথ সিং। সেই সময় তিনি স্লোগান তুলেছিলেন ভাগ মুকুল ভাগ। তারপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে। সিদ্ধার্থ নাথ সিং হয়েছেন উত্তর প্রদেশের গুরুত্বপূর্ণ মন্ত্রী আর কৈলাস বিজয়বর্গীয় হয়েছেন, পর্যবেক্ষক। আর মুকুল রায় হয়ে উঠেছেন দলের গুরুত্বপূর্ণ নেতা। খোদ সিদ্ধানর্থনাথ সিংই পরবর্তী সময়ে বলেছিলেন মুকুল রায় দলের সম্পদ।

এখনও বড় কোনও পদ নেই মুকুলের

এখনও বড় কোনও পদ নেই মুকুলের

২০১৭ সালে শেষে দিকে বিজেপিতে যোগ দিয়েছিলেন মুকুল রায়। কিন্তু এখনও কোনও বড় পদ পাননি তিনি। প্রথমে তাঁকে বিজেপির জাতীয় কর্ম সমিতির সদস্য করা হয়েছিল। লোকসভা নির্বাচনের আগে নির্বাচন কমিটির কনভেনর করা হয়েছিল।

মুকুল রায়ের জন্যই সাফল্য, বললেন অমিত

মুকুল রায়ের জন্যই সাফল্য, বললেন অমিত

রবিবার শহিদ মিনারের মঞ্চ থেকে একে একে অনেক নেতার নাম করেছেন অমিত শাহ। দিলীপ ঘোষর নাম দিয়ে শুরুও করেন। কৈলাস বিজয়বর্গীয়ের পাশাপাশি দুই কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং দেবশ্রী চৌধুরীর নাম করেন অমিত শাহ। এরপর আসে মুকুল রায়ের কথা। সব থেকে যদি কোনও বিশেষণ প্রয়োগ করা হয়ে থাকে, তবে তা মুকুল রায়ের নামে। অমিত শাহ বলেন, মুকুল রায় কনভেনর থাকার সময়েই ভারতীয় জনতা পার্টি রাজ্যে ৪২টির মধ্যে ১৮ টি আসন জিতে নিয়েছে।

মুকুল রায়ের হাতযশেই জয় অনেক আসনে

মুকুল রায়ের হাতযশেই জয় অনেক আসনে

২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি ২ থেকে বেড়ে হয়েছে ১৮। রাজ্য রাজনীতির অনেকেই বলে থাকেন এই জয় পিছনে মুকুল রায়ের অবদান রয়েছে অনেক। বিশেষ করে রাজ্যের পশ্চিমাঞ্চলের আসনগুলি, এছাড়াও কোচবিহার, উত্তর মালদহ, বনগাঁ আসনও রয়েছে সেই তালিকায়।

সাফল্যের ভাগীদার অনেকেই

সাফল্যের ভাগীদার অনেকেই

দলে মুকুল রায় ঘনিষ্ঠদের অভিযোগ, তাঁকে কোণঠাসা করার চেষ্টা করা হয়েছে বারবার।. কিন্তু মুকুল রায় পাশে পেয়েছেন কৈলাস বিজয়বর্গীয়কে। কান পাতলেই শোনা যায় লোকসভা নির্বাচনে বিজেপির সাফল্যের ভাগীদার অনেকে। সেই তালিকায় দিলীপ ঘোষ যেমন রয়েছেন, রয়েছেন সাধারণ সম্পাদক সংগঠন সুব্রত চট্টোপাধ্যায়ও।

English summary
Amit Shah specially mentions Mukul Roy's name from his Shahid Minar meeting
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X