For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বুথ কমিটিতে কাদের দরকার, কলকাতা পুরভোটের আগে দিক-নির্দেশ করবেন অমিত শাহ

বুথ কমিটিতে কোনও জল মেশানো চলবে না। স্পষ্ট নির্দেশ দিলেন বিজেপির প্রাক্তন সভাপতি অমিত শাহ। তিনি নিজে বুথ-স্তরে হাতেনাতে কাজ সামলেছেন।

Google Oneindia Bengali News

বুথ কমিটিতে কোনও জল মেশানো চলবে না। স্পষ্ট নির্দেশ দিলেন বিজেপির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি নিজে বুথ-স্তরে হাতেনাতে কাজ সামলেছেন। তাই খুব ভালো মতো বোঝেন বুথ-স্তরের হিসাব। সেই লক্ষ্যে তিনি রাজ্য স্তরের নেতাদের নির্দেশ দিলেন, সচক্ষে বুথ কমিটির সদস্যদের দেখতে হবে। তারপর বাছাই করতে হবে ডাকাবুকো নেতাদের।

দিল্লির হার থেকে শিক্ষা নিয়ে

দিল্লির হার থেকে শিক্ষা নিয়ে

সম্প্রতি অমিত শাহর হাত থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে জেপি নাড্ডাকে। তবুও অমিত শাহের হাতেই যে এখন রশি, তা স্পষ্টই বুঝিয়ে দিয়েছে বিজেপি। তাই বাংলায় পুরভোটের আগে অমিত শাহ আসছেন বঙ্গনেতৃত্বকে দায়িত্ব বুঝিয়ে দিতেই। দিল্লির হার থেকে শিক্ষা নিয়েই তিনি প্রচার পরিকল্পনাও প্রস্তুত করে যাবেন।

বাংলায় বুথভিত্তিক সংগঠনে নির্দেশ

বাংলায় বুথভিত্তিক সংগঠনে নির্দেশ

বাংলায় বুথভিত্তিক সংগঠন না থাকলে কী পরিণতি হতে পারে, তা ভালোমতোই বোঝেন প্রাক্তন সর্বভারতীয় সভাপতি। তাই তিনি রাজ্য নেতাদের বুথ স্তরের সংগঠন গড়ে তোলার দিকেই নজর দেন। বলেন, বুথ কমিটিতে কোনও জল মেশানো যাবে না। ডাকাবুকো নেতারা যেন থাকেন কমিটিতে।

বুথ কর্মীদের ছবিসহ তালিকা

বুথ কর্মীদের ছবিসহ তালিকা

তাঁর নির্দেশ, বুথ কর্মীদের ছবিসহ তালিকা পাঠাতে হবে। সেই কমিটি ঠিক কি না তা যাচাই করার পরই চূড়ান্ত হবে। কমিটি যাচাই করবে রাজ্য নেতৃত্ব। সমাজের সব অংশের মানুষকে সামিল করতে হবে। যুব ও মহিলাদের অগ্রাধিকার দিতে হবে। সংশ্লিষ্ট এলাকায় গিয়ে বুথ কমিটির সঙ্গে কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে বলে তাঁর নির্দেশ।

বিজেপির প্রচারের মূল বার্তা

বিজেপির প্রচারের মূল বার্তা

সেইসঙ্গে প্রচারেও অনেক লাগাম টানতে হবে বলে অভিমত বিজেপি নেতৃত্বের। সিএএ ও এনআরসি নিয়ে ঠিক কী অবস্থান নেওয়া হবে তাঁদের শিবিরে, বিজেপির প্রচারের মূল বার্তা কী হবে, তা নিরূপণ করে দেবেন অমিত শাহই। সেই লক্ষ্যেই এবার অমিত শাহের বঙ্গ সফর হতে চলেছে বিশেষ গুরুত্বপূর্ণ।

English summary
Amit Shah gives strong message to BJP’s Bengal leadership about booth committee. Amit Shah will come in Kolkata and give order to Bengal leadership.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X