For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলার ট্যাবলো'কে অনুমতি দিন, মোদীকে অনুরোধ তথাগতর

বাংলার ট্যাবলো'কে অনুমতি দিন, মোদীকে অনুরোধ তথাগতর

  • |
Google Oneindia Bengali News

সোশ্যাল মিডিয়ার ব্যবহারকে যে কজন বঙ্গ-রাজনীতিবিদ অন্যমাত্রায় নিয়ে গিয়েছেন তাঁর একজন হলেন তথাগত রায়৷ প্রায় প্রতিদিনই তিনি টুইটার ফেসবুকে নিজের বিস্ফোরক বক্তব্য রেখে নতুন নতুন বিতর্কের জন্ম দেন৷ সোমবার একটি টুইটে তিনি রাজ্য সরকারের হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদকে অনুরোধ পাঠালেন। যদিও বিষয়টি রাজ্য সরকারের চেয়ে বেশি। তথাগত রায় এদিন টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করেন বাংলার সরকারের পাঠানো ট্যাবলোকে প্রজাতন্ত্র দিবসে পারফর্ম করার জন্য অনুমতি দিতে৷

বাংলার ট্যাবলোকে অনুমতি দিন, মোদীকে অনুরোধ তথাগতর

প্রসঙ্গত প্রতিবছর দেশের বিভিন্ন রাজ্য তাদের ট্যাবলো পাঠায় দেশের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে৷ যার মধ্যে থেকে বেশ কয়েকটিকে নির্বাচিত করে অনুষ্ঠানে পারফর্ম করার অনুমতি দেয় কেন্দ্র! গতবছর থেকে এবারে পরপর দু'বার বাংলার পাঠানো ট্যাবলোকে বাতিল করা হয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে৷ গতবছর বাংলার ট্যাবলোর থিম ছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অন্যতম বড় সফল প্রকল্প কন্যাশ্রী। সরকারি সূত্রের খবর এবারে পচিমবঙ্গের ট্যাবলোর বিষয় 'নেতাজী ও আজাদ হিন্দ ফৌজ'!

প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে রাজ্যের ট্যাবলোগুলিকে অনুমতি দেওয়ার কাজ করে দেশের প্রতিরক্ষা মন্ত্রক৷ এবারও সেই দফতর থেকেই মৌখিকভাবে পশ্চিমবঙ্গের ট্যাবলো বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে৷ এবার এই ট্যাবলো বাতিল করার ঘটনার পরই ক্ষুব্ধ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী মোদীকে একটি চিঠি লেখে৷ যেখানে তিনি চিত্তরঞ্জন দাশ, ঋষি অরবিন্দ, সুভাসচন্দ্র বোস সহ বাংলার বিপ্লবীদের নাও ও কাজ উল্লেখ করে লেখেন যে বাংলার সন্তানদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে দেশের স্বাধীনতা যুদ্ধে৷ তাই নেতাজী ও আজাদহিন্দ ফৌজের বিষয় নিয়ে তৈরি ট্যাবলো বাতিল করা মানে তা দেশের বিপ্লবী এবং সাধারণ মানুষের অসম্মান করা বলে লিখেছেন মমতা৷ একই সঙ্গে বঙ্গের ট্যাবলো বাতিলের সিদ্ধান্ত পূনরবিবেচনা করে বাংলার ট্যাবলোকে পারমিশন দেওয়ার কথা বলেছেন৷

প্রায় একই রকমের অনুরোধ এদিন বর্ষীয়ান বিজেপি নেতা ও তিনটি রাজ্যের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে৷ টুইটারে মোদীকে ট্যাগ করে তথাগত লেখেন, 'প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ বাংলার ট্যাবলোকে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের জন্য অনুমতি দিন৷ এটি সুভাসচন্দ্র এবং INA এর বিষয়কে তুলে ধরবে৷ পরাধীন ভারতে আইএনএ বৃটিশদের পায়ের তলার মাটি সরিয়ে দিয়েছিল৷' যতারীতি বঙ্গবিজেপির অবস্থানের অন্য মেরুতে গিয়ে মমতা সরকারের মতোই প্রধানমন্ত্রী মোদীকে তথাগতর টুইট বার্তা নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে!

English summary
Allow Bengal's tableau, Tathagata Roy request to Modi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X