For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাড়ছে উত্তাপ! মুখ্যমন্ত্রী মমতার প্রিন্সিপাল সেক্রেটারিকে তলব করল ইডি

মেট্রো ডেয়ারি মামলায় খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিন্সিপাল সেক্রেটারিকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। চলতি সপ্তাহেই তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভোটের মুখে একের পর এক সরকারি আধিকারিককে তলব

  • |
Google Oneindia Bengali News

সারদা-মামলায় ইতিমধ্যে মদন মিত্র সহ একাধিক তৃণমূল নেতাকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অন্যান্য চিটফান্ড-কাণ্ডেও তদন্তের গতি বাড়িয়েছে তদন্তকারী আধিকারিকরা। আর সে রকম আইকোর মামলায় পার্থ চট্টোপাধ্যায়, মানস ভুঁইয়া সহ একাধিক নেতাকে তলব করা হয়েছে। এবার তদন্তকারী আধিকারিকদের নজরে সরকারি আমলারাও। মেট্রো ডেয়ারি মামলাতে একাধিক সরকারি আমলাকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ভোটের আগে প্রার্থী থেকে আমলাদের তলবের মধ্যে রাজনৈতিক অভিসন্ধি দেখছে শাসকদল।

খোদ মমতার প্রিন্সিপাল সেক্রেটারিকে তলব

খোদ মমতার প্রিন্সিপাল সেক্রেটারিকে তলব

মেট্রো ডেয়ারি মামলার তদন্তে গতি বাড়িয়েছে ইডি। আর তা বাড়াতেই একের পর এক সরকারি আমলাকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সেই মতো খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিন্সিপাল সেক্রেটারিকে তলব করল ইডির আধিকারিকরা। বেশ কিছু বিষয়ে জানতে চেয়ে সচিব গৌতম সান্যালকে তলব করা হয়েছে। চলতি সপ্তাহেই তাঁকে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে।

তলব করা হয়েছে আরও এক সরকারি আধিকারিককে

তলব করা হয়েছে আরও এক সরকারি আধিকারিককে

তলব করা হয়েছে বিপি গোপালিকাকে। রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রকের সচিব পদে ছিলেন তিনি। সংশ্লিষ্ট দফতরের মাধ্যমেই মেট্রো ডেয়ারি হস্তান্তরের প্রক্রিয়া হয়েছিল। তাই এই মামলায় তাঁকে জেরা করতে চায় ইডি। আগামী ২৪ মার্চ তাঁকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এই বিষয়ে এখনও কিছু জানাননি তিনি। নিয়মের বাইরে গিয়ে কম দামে মেট্রো ডেয়ারির শেয়ার কিনে নেয় কেভেন্টার্স। সংশ্লিষ্ট দফতরের সচিব থাকার জন্য বিপি গোপালিকাকে জিজ্ঞাসাবাদ করবে ইডি। ইডি সূত্রে খবর, তাঁর কাছে জানতে চাওয়া হবে, কেন শেয়ার কেনার সময় একমাত্র কেভেন্টার্সই ছিল। সাধারণত, যে সংস্থা বেশি টাকা দেয় তাদেরকেই শেয়ার হস্তান্তর করা হয়। কিন্তু এ ক্ষেত্রে শুধুমাত্র কেভেন্টার্সই ছিল। এই হস্তান্তরের জন্য কোনও রাজনৈতিক চাপ বা কোনও প্রভাবশালী ব্যক্তির চাপ ছিল কিনা, তা খতিয়ে দেখা হবে।

ইডির নজরে আরও দুই আইএএস

ইডির নজরে আরও দুই আইএএস

একের পর এক সরকারি আধিকারিকদের তলব করছে। সেই তালিকায় রয়েছেন আরও দুই আইএএস। ইতিমধ্যে ওই আধিকারিককে হাজিরা দিতে বলে নোটিশ দিয়েছেন। জানা যাচ্ছে, আগামী ২২ মার্চ ইডি-র দফতরে হাজির হওয়ার নির্দেশ এইচপি দ্বিবেদীকে। ২২ মার্চ তলব আইএএস রাজীব কুমারকে।

ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

ক্রমশ ভোটের উত্তাপ বাড়ছে। এই অবস্থায় তদন্তের গতি বাড়াচ্ছে সিবিআই, ইডি। বিভিন্ন মামলায় সরকারি আধিকারিক, তৃণমূল প্রার্থীদের লাগাতার তলব করছে সিবিআই-ইডি। এতে ক্ষুন্ধ খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিন আগে রাজ্যের স্বরাষ্ট্রসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে নোটিশ পাঠায় ইডি। আর সেই ঘটনায় ক্ষোভ উগরে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বরাষ্ট্রসচিবকে ইডির নোটিশ পাঠানোর কথা জানান মমতাই। গত কয়েকদিন আগে বাঁকুড়ার শালতোড়ার সভায় তৃণমূল সুপ্রিমো বলেন, 'স্বরাষ্ট্রসচিবকে কিছুক্ষণ আগে নোটিশ পাঠানো হয়েছে। কেন সরকারি কর্মচারিদের হেনস্থা করা হবে, কেন রাজনৈতিক কর্মীদের হেনস্থা করা হবে?' মেট্রো ডেয়ারি মামলায় হরিকৃষ্ণ দ্বিবেদীকে নোটিশ পাঠানো হয়েছে বলে খবর। আর তাতেই ক্ষুব্ধ নেত্রী। তাঁর দাবি, শাহের অঙ্গুলি হেলনেই সমস্ত কিছু হচ্ছে।

এক নজরে মামলা

এক নজরে মামলা

২০১৭ থেকে এই মামলার তদন্ত করছে ইডি। কংগ্রেস নেতা অধীর চৌধুরীর করা মমালার ভিত্তিতেই তদন্ত শুরু হয়। তাঁর দাবি ছিল, সংস্থাটিকে সুবিধা করে দিতেই সরকারি প্রকল্পের বিপুল ক্ষতি করেছে রাজ্য সরকার। অভিযোগ ছিল, কেভেন্টার্স সংস্থাকে মেট্রো ডেয়ারি হস্তান্তর করার ক্ষেত্রে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছিল। নিয়মের বাইরে গিয়ে কম দামে মেট্রো ডেয়ারির শেয়ার কিনে নেয় কেভেন্টার্স। ভোটের মুখে সেই মামলাতেও গতি বাড়াল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

English summary
ahead of west bengal assembly election 2021 cm mamata banerjee principal secretary summoned by ed
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X