For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নার্ভাস রাহুল! ওবামাকে্ কুয়োর ব্যাঙের মানসিকতা ত্যাগের পরামর্শ দিলেন অধীর

রাহুল গান্ধীর নামে এলেবেলে মন্তব্য করারা আগে তাঁর সঙ্গে বারাক ওবামা কথা বলুন। শনিবার রাহুলের সমর্থনে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

  • |
Google Oneindia Bengali News

রাহুল গান্ধীর নামে এলেবেলে মন্তব্য করারা আগে তাঁর সঙ্গে বারাক ওবামা কথা বলুন। শনিবার রাহুলের সমর্থনে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী। তিনি টুইট করে ওবামাকে পরামর্শ দিয়েছেন রাহুল গান্ধীর সঙ্গে কথা বলে তাঁর ব্যক্তিত্বের পরিচয় নিতে।

ওবামাকে্ কুয়োর ব্যাঙের মানসিকতা ত্যাগের পরামর্শ দিলেন অধীর

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী লেখেন- রাহুলবাবুর মতো মানুষের ব্যক্তিত্ব না বুঝে তাঁর নামে কোনও মন্তব্য করা ছিট হয়নি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের। তাঁর মতো ব্যক্তির কাছ থেকে এটা আশাপ্রদ নয়। তিনি আগে খতিয়ে দেখতে পারতেন, যাঁর বিরুদ্ধে মন্তব্য করছেন, তাঁর ব্যক্তিত্ব জেনে নিতে।

অধীর বলেন, আমাদের নেতা সম্পর্কে মন্তব্য করার আগে দুবার ভাবা দরকার ছিল আপনার। অন্যথায় আপনাকে অজ্ঞাত বিশ্বেই থাকতে হবে। দয়া করে কৃত্রিম আলোয় বাস করবেন না। পরামর্শ দিলেন কুয়োর ব্যাঙের মানসিকতা থেকে বেরিয়ে আসতে। নিজের লেখা বই 'প্রমিসড ল্যান্ড'-এ প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি এই কথা লেখেন। সেখানে বাইডেন, পুতিন থেকে সোনিয়া-মনমোহনের কথাও উল্লেখ করেন ওবামা।

উল্লেখ্য, ওবামা রাহুল গান্ধীকে ক্লাসের এমন ছাত্রের সঙ্গে তুলনা করেছেন যিনি তাঁর পড়াশোনা করে এসেছেন শিক্ষকদের খুশি করতে। কিন্তু তাঁর মধ্যে বিষয়টি ঠিক করে রপ্ত করার দক্ষতা বা প্যাশনের অভাব রয়েছে। ওবামা রাহুল গান্ধীকে নার্ভাস ও অপরিণত ব্যক্তিত্ব বলে মনে করেন।

English summary
Adhir Chowdhury gives advice to Barak Obama on Nervous Rahul Gandhi in his book.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X