For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির মোকাবিলায় কংগ্রেসই ভরকেন্দ্র, মমতার আবেদনে নৈতিক জয় দেখছেন অধীর

বিজেপির মোকাবিলায় কংগ্রেসই ভরকেন্দ্র, মমতার আবেদনে নৈতিক জয় দেখছেন অধীর

  • |
Google Oneindia Bengali News

একুশের বিধানসভা ভোট চলাকালীন তৃণমূলের বিরুদ্ধে নৈতিক জয়ের স্বাদ পেয়েছে কংগ্রেস। এমনটাই মনে করছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠির প্রসঙ্গ উত্থাপন করে অধীর চৌধুরী রাজ্যের তৃণমূল কংগ্রেস নেতা-কর্মীদের পাণ্ডা ছেড়ে সরাসরি মন্দির দেখার পরামর্শ দেন।

মন্দির দেখুন, কেউ পাণ্ডাদের দেখবেন না

মন্দির দেখুন, কেউ পাণ্ডাদের দেখবেন না

অধীর চৌধুরী বলেন, বাংলার নির্বাচনে এখনও যাঁরা তৃণমূল করছেন, তাঁদের বলব দেখতে হলে মন্দির দেখুন, কেউ পাণ্ডাদের দেখবেন না। অর্থাৎ তিনি সরাসরি কংগ্রেসকে সমর্থন করার বার্তা দেন বুধবার প্রেস ক্লাবের সাংবাদিক বৈঠকে এক প্রশ্নের উত্তরে। তিনি বলতে চাইলেন তৃণমূলকে সমর্থন নয়, কংগ্রেসকে সমর্থন করুন।

দিদির স্বপ্ন বাস্তায়িত করতে কংগ্রেস করুন

দিদির স্বপ্ন বাস্তায়িত করতে কংগ্রেস করুন

অধীর বলেন, দিদির স্বপ্ন বাস্তায়িত করতে কংগ্রেস করতে হবে সকল তৃণমূলীকে। কেননা দিদি সেটাই চান। কংগ্রেস সুপ্রিমোর কাছে চিঠি লিখে তৃণমূল সুপ্রিমো যে আর্জি জানিয়েছেন, তা কংগ্রেসকে সুপিরিয়র বলে মেনে নেওয়ারই সামিল। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আবেদনে কংগ্রেস নৈতিক জয় দেখছে।

মিউজিয়ামে পাঠিয়েছিলেন, সেই দিদিই কংগ্রেস-শরণে

মিউজিয়ামে পাঠিয়েছিলেন, সেই দিদিই কংগ্রেস-শরণে

সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ভোট পরিস্থিতি নিয়ে সোনিয়া গান্ধী-সহ বিজেপি বিরোধী সমস্ত দলকে চিঠি লিখেছেন। একজোট হয়ে লড়াইয়ের আর্জি জানিয়েছেন। এ প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন, তৃণমূল নেত্রী কথায় কথায় বলতেন, কংগ্রেসকে মিউজিয়ামে পাঠিয়ে দিয়েছি। এখন তিনিই কংগ্রেস সভানেত্রীকে চিঠি লিখছেন। কংগ্রেসের স্মরণে আসছেন।

‘কংগ্রেসের নেতৃত্ব বিজেপির মোকাবিলা, চাইছেন মমতাই’

‘কংগ্রেসের নেতৃত্ব বিজেপির মোকাবিলা, চাইছেন মমতাই’

কংগ্রেস এখনও বিজেপির মোকাবিলায় বিরোধীদের ভরকেন্দ্র। অধীর বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হার স্বীকার করে নিয়েছেন সোনিয়াকে চিঠি লিখে। তাঁর রাজনৈতিক হার হয়েছে কংগ্রেসের কাছে। তাঁর নৈতিক হারে প্রমাণ হল শুধু পশ্চিমবঙ্গেই নয়, সারা ভারতে সাম্প্রদায়িক বিজেপির মোকাবিলা করতে পারে কংগ্রেসই। তা স্বীকার করে নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রীও।

মমতার তৃণমূলকে সমর্থন করবেন অধীর চৌধুরী! জল্পনা জিইয়ে দিলেন তাৎপর্যপূর্ণ বার্তামমতার তৃণমূলকে সমর্থন করবেন অধীর চৌধুরী! জল্পনা জিইয়ে দিলেন তাৎপর্যপূর্ণ বার্তা

English summary
Adhir Chowdhury explains moral victory of Congress after Mamata Banerjee’s appeal to Sonia Gandhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X