For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিপিএমের মঞ্চে সিপিএমের জটিল নীতির সমালোচনা, একযোগে পথে নামার ডাক অধীরের

সিপিএমের মঞ্চে গিয়ে সিপিএমেরই সমালোচনা করে এলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী।

Google Oneindia Bengali News

সিপিএমের মঞ্চে গিয়ে সিপিএমেরই সমালোচনা করে এলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী। তিনি সিপিএম তথা বামফ্রন্ট নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, পলিটব্যুরো বা কেন্দ্রীয় কমিটিতে সময় নষ্ট না করে রাস্তায় নেমে লড়াই করতে হবে। স্লোগান তুললেন-'পথে এবার নামো সাথী।

সিপিএমের সমালোচনা, একযোগে পথে নামার ডাক অধীরের

উত্তর ২৪ পরগনার বারাকপুরে সুকান্ত সদনে প্রয়াত সিপিএম নেতা তথা রাজ্যের প্রাক্তন ক্রীড়া ও পরিবহণমন্ত্রী সুভাষ চক্রবর্তীর স্মরণসভায় উপস্থিত হয়ে অধীর চৌধুরী তৃণমূল কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে পথে নেমে লড়াইয়ের বার্তা দিলেন। তিনি বলেন, বাংলা তথা গোটা দেশে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে হবে। সে জন্যই বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে একযোগে পথে নামা জরুরি।

তিনি বলেন, রাজ্যে আমাদের যেটুকু শক্তি আছে, তা নিয়েই আমরা লড়াইয়ে নামতে চাই। মানুষের কাছে আমাদের আওয়াজ পৌঁছে দিতে চাই। তাই বামেদের উচিত জটিল কর্মপদ্ধতি থেকে বেরিয়ে এসে মানুষের কাছে যাওয়া।

অধীর বলেন, বাংলার মানুষের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আমরা ব্যর্থ হচ্ছি, কারণ আমরা আমাদের বার্তা পৌঁছে দিতে পারছি না মানুষের কাছে। মানুষকে বোঝাতে হবে, আমরাই প্রকৃত বন্ধু। আমরাই প্রকৃত অর্থে ভালো চাই দেশের ও দশের। অন্য রাজনৈতিক দলগুলির মতো স্বার্থন্বেষী নই, সাম্প্রদায়িক নই। আমরাই নিরপেক্ষ, উন্নয়নমুখী। এদিন স্মরণসভায় অধীর ছাড়াও উপস্থিত ছিলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম, তড়িৎ তোপদার, রমলা চক্রবর্তী, অভিনেতা বাদশা মৈত্র, কংগ্রেস নেতা অরুণাভ ঘোষ প্রমুখ।

English summary
Adhir Chowdhury criticizes CPM’s working process in CPM’s stage. He calls CPM to come in united movement with Congress.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X