For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘খেলা হবে’ নন্দীগ্রামেই, মমতার সমালোচনা করায় শুভেন্দু সমর্থকের তীব্র আক্রমণ আবিরের স্ত্রীর

‘খেলা হবে’ নন্দীগ্রামেই, মমতার সমালোচনা করায় শুভেন্দু সমর্থকের তীব্র আক্রমণ আবিরের স্ত্রীর

  • |
Google Oneindia Bengali News

সময় যত গড়াচ্ছে ততই নির্বাচনী হাওয়ায় তপ্ত হয়ে উঠছে বাংলার মাটি। এদিকে শুক্রবারই ২৯১টি বিধানসভা কেন্দ্রে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। অন্যদিকে এবারের নির্বাচনেই ঘাসফুল শিবিরের হাত ধরে নির্বাচনী ময়দানে নামতে চলেছেন টলিপাড়ার একঝাঁক তারকা মুখ। যদিও এবারের নির্বাচনে নন্দীগ্রামেই যে মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে তা একবাক্যে স্বীকার করে নিচ্ছেন সমস্ত রাজনৈতিক বিশ্লেষকরা।

খেলা হবে নন্দীগ্রামেই

খেলা হবে নন্দীগ্রামেই

এই আসন থেকে লড়ার কথা জানিয়েছেন মমতা। এবারতা নিয়েই সোশ্যাল মিডিয়া তরজায় জড়ালেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়ের স্ত্রী নন্দিনী চট্টোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য, নন্দীগ্রামের পাশাপাশি তৃণমূল নেত্রী টালিগঞ্জ থেকেও লড়তে পারেন বলেও ইঙ্গিত দিয়ে রেখেছেন। এদিকে রাজনীতির ময়দানে পালাবদেলের 'খেলার' ডাক দিয়ে ইতিমধ্যেই নন্দীগ্রাম থেকে বিপির হয়ে ভোটে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এমনকী তার ইচ্ছার কথাও ইতিমধ্যেই জানিয়েছেন সর্বোচ্চ দলীয় নেতৃত্বের কাছেও।

শুভেন্দুকে বিশেষ পাত্তা দিতে নারাজ নন্দিনী

শুভেন্দুকে বিশেষ পাত্তা দিতে নারাজ নন্দিনী

যদিও ৭ মার্চ মোদীর ব্রিগেড শেষ না হওয়া পর্যন্ত গেরুয়া শিবিরের প্রার্থী তালিকা না বেরোলে কিছুই চূড়ান্ত ভাবে জানা যাবে না বলে মনে করা হচ্ছে। এমতাবস্থায় শুভেন্দু যদি নন্দীগ্রাম থেকে বিজেপি প্রার্থী হন তবে লড়াই হবে ২০০৭-র জমি আন্দোলনের প্রধান মুখ বনাম অন্যতম মুখের। যদিও আবির চট্টোপাধ্যায়ের স্ত্রী নন্দিনী চট্টোপাধ্যায় শুভেন্দুকে বিশেষ পাত্তা দিতে নারাজ।

চাঁচাছোলা ভাষায় আক্রমণে শুভেন্দুর স্ত্রী

চাঁচাছোলা ভাষায় আক্রমণে শুভেন্দুর স্ত্রী

ভবানীপুরে হারের সম্ভাবনার আঁচ পেয়েই মমতা নন্দীগ্রামমুখী হয়েছেন বলেও অনেকেই ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তোপ দাগতে শুরু করেছেন। এমনকী গত লোকসভা নির্বাচনে রাহুল গান্ধী যেভাবে কংগ্রেসের টিকিটে আমেঠি এবং ওয়েনাড় থেকে লড়াই করেন সেই প্রসঙ্গও তুলে আনেন অনেকে। এবার সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই শুভেন্দু সমর্থকদের চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন নন্দিনী।

শুভেন্দু সমর্থকদের ‘আস্ত বোকা’ বলে কটাক্ষ

শুভেন্দু সমর্থকদের ‘আস্ত বোকা’ বলে কটাক্ষ

এমনকী যারা ভাবছেন মমতার বিপরীতে দাঁড়িয়ে জয় পাবেন শুভেন্দু তাদের 'আস্ত বোকা' বলেও কটাক্ষ করেন তিনি। তার সাফ জবাব মমতার ব্যক্তিত্বের সঙ্গে কোনও তুলনাই চলে না শুভেন্দু অধিকারীর। এদিকে শুক্রবার তৃণমূল কংগ্রেসের পাশাপাশি বাম-কংগ্রেস জোটও তাদের আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে।মূলত প্রথম দু দফার প্রার্থী ঘোষণা হয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে বিজেপি এখনও কোনোরকম প্রার্থী তালিকাই সামনে আনেনি। ফলেই ক্রমেই বাড়ছে জল্পনা।

'তোলাবাজ বিধায়ক' প্রার্থী হতেই সরব নেতা-কর্মীরা, মেদিনীপুরে বড় ভাঙন তৃণমূলে'তোলাবাজ বিধায়ক' প্রার্থী হতেই সরব নেতা-কর্মীরা, মেদিনীপুরে বড় ভাঙন তৃণমূলে

English summary
Abir's wife Nandini attacked Shuvendu's supporters for criticizing Mamata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X