For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতা যা বলেন করে দেখান, বহিরাগতদের বাংলা ছাড়া করার লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান অভিষেকের

মমতা যা বলেন করে দেখান, বহিরাগতদের বাংলা ছাড়া করার লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান অভিষেকের

Google Oneindia Bengali News

ফুরিয়ে এলো সময়। হটস্পট নন্দীগ্রামে জোর কদমে চলছে প্রচার। একদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে বিজেপির শুভেন্দু অধিকারী। আরেক দিকে প্রচার চালিয়ে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নামখানার সভা থেকে ফের বিজেিপকে নিশানা করেছেন তিনি। তৃণমূলের শক্তিশালী গড় দক্ষিণ ২৪ পরগনায় দাঁড়িয়ে অভিষেক বহিরাগতদের বাংলা ছাড়া করার হুঙ্কার দিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন মোদী শুধু বলেন করেন না িকছুই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তা করে দেখান।

অভিষেকের সভা

অভিষেকের সভা

প্রচারে সরগরম বাংলা। তৃণমূল-বিজেপি-সিপিএম প্রচারে ঝাঁঝ বাড়িয়েছে। একদিকে যখন নন্দীগ্রামে শেষ বেলার প্রচারে কোমর কষেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে ঠিক একই ভাবে দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গায় প্রচারের পারদ চড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। নামখানায় সভা করেছেন তিনি।

বিজেপিকে নিশানা

বিজেপিকে নিশানা

নামখানার সভা থেকে বিজেপিকে নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন বহিরাগতদের বাংলা ছাড়া করার লড়াইয়ে সামিল হোন সকলে। যাঁরা ভাবছেন বাইরে থেকে এসে বাংলা দখল করবেন,তাঁদের বাংলা ছাড়া করবে মানুষ। ২০১৯ সালের লোকসভা ভোটে ১৮টা আসন পেয়ে বিজেপি ভেবেছে এবার গোটা বাংলাটাই তারা দখল করে নেবে। এবার এই নির্বাচন বহিরাগতদের বাংলা ছাড়া করার লড়াই বলে হুঙ্কার দিয়েছেন অভিষেক।

মোদীকে নিশানা অভিষেকের

মোদীকে নিশানা অভিষেকের

অভিষেক বন্দ্যোপাধ্যায় নামখানার সভা থেকে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তা করে দেখান। তার প্রমাণ গত ১০ বছরে বাংলার মানুষ পেয়েছে। আর মোদী কেবল মুখেই ভাষণ দেন। কাজে করেন না কিছুই। গত ৮ বছরে একটি প্রতিশ্রুতিও পূরণ করেননি প্রধানমন্ত্রী মোদী। সকলের অ্যাকাউন্টে ১৫ লক্ষ করে টাকা দেওয়া থেকে শুরু করে একাধিক প্রতিশ্রুতি দিেয়ছিল কিন্তু তার কোনওটাই পূরণ করেননি তিনি।

মমতার নিশানায় অমিত শাহ

মমতার নিশানায় অমিত শাহ

অমিত শাহকে নন্দীগ্রামে নিয়ে এসে প্রচারের ঝাঁঝ বাড়িয়েছেন শুভেন্দু অধিকারী। অমিত শাহের সভাস্থলের সামনে দিেয় প্রচারে যাওয়ারসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে জয় শ্রীরাম স্লোগান দেওআ হয় বলে অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন অমিত শাহকে প্রচারে ময়দানে এনে কোনও লাভ হবে না।

 দ্বিতীয় দফা ভোটে লোকসভা আসনের নিরিখে কারা এগিয়ে, একনজরে পরিসংখ্যান দ্বিতীয় দফা ভোটে লোকসভা আসনের নিরিখে কারা এগিয়ে, একনজরে পরিসংখ্যান

English summary
Abhishek Banerjee target BJP from Namkhana rally
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X