For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২১ নির্বাচনে পোলিং এজেন্ট নিয়ে বড় রদবদল আসন্ন কমিশনের নয়া বিধির হাত ধরে

২০২১ নির্বাচনে পোলিং এজেন্ট নিয়ে বড় রদবদল আসতে পারে

  • |
Google Oneindia Bengali News

২০২১ নির্বাচনের মুখে এবার পোলিং এজেন্ট নিয়ে বড়সড় পরিবর্তন আনতে পারে কমিশন। কমিশন সূত্রের খবর পোলিং এজেন্ট নিয়ে সম্ভবত এবার নির্বাচনি ময়দানে বড় রদবদল আনতে পারে কমিশন।

 পোলিং এজেন্ট কারা হতে পারেন?

পোলিং এজেন্ট কারা হতে পারেন?

এর আগে, সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের ভোটদাতাই সেই কেন্দ্রের পোলিং এজেন্ট হতে পারতেন। তবে এবার থেকে সেই নিয়মে বড় রদবদল আসতে পারে বলে খবর। জানা যাচ্ছে এবার থেকে একটি বিধানসভা কেন্দ্রের যেকোনও ভোটার পোলিং এজেন্ট হতে পারেন ওই বিধানসভার যে কোনও বুথে। এই বড় রদবদল পোলিং এজেন্ট নির্বাচনের ক্ষেত্রে হতে পারে বলে খবর।

করোনা পরিস্থিতি নিয়ে কমিশনের নির্দেশ

করোনা পরিস্থিতি নিয়ে কমিশনের নির্দেশ

প্রসঙ্গত ভোটমুখী বাংলায় দেখা যাচ্ছে, করোনা পরিস্থিতি নিয়ে বহু রাজনৈতিক সভায় সচেতনার অভাব। মাস্ক পরা তো দূরের কথা জমায়েতের ক্ষেত্রেও সচেতনতার অভাব পরিলক্ষিত হচ্ছে। সেই দিকে নজর দিয়ে কোভিড বিধি নিয়ে কমিশন কড়া নির্দেশিকা জারি করেছে।

 কী কী বাধ্যতা মূলক রয়েছে?

কী কী বাধ্যতা মূলক রয়েছে?

কমিশন জানিয়েছে, ভোট কেন্দ্রে থার্মাল স্ক্রিনিং আবশ্যিক। ভোটারদের জন্য এই থার্মাল স্ক্রিনিং অবশ্যই প্রয়োজন। এদিকে, ভোটার ও বুথ কর্মীদের জন্য থার্মাল স্ক্রিনিং ছাড়াও মাস্ক ও স্যানিটাইজার আবশ্যিক করা হয়েছে। কোনও বিধি মানতে কেউ গড়রাজি হলে, তাঁকে ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না।

প্রচার বিধি

প্রচার বিধি

এর আগে কমিশন করোনা আবহে প্রচার বিধি নিয়েও একাধিক নিয়ম লাগু করেছে। সেখানে ৫ জন দলীয় কর্মী নিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচারের নির্দেশ রয়েছে। তার বেশি সংখ্যক সঙ্গী নিয়ে প্রার্থীরা যাতে বাড়ি বাড়ি প্রচার না করতে পারেন ,সেদিকে তাকিয়ে কমিশন।

 রোড শো প্রচারে কোন নিয়ম?

রোড শো প্রচারে কোন নিয়ম?

প্রসঙ্গত, রোড শো প্রচারের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়মে বলা হয়েছে, প্রতি ৫ টি গাড়ির অন্তর আধ ঘণ্টা ব্যবধান রাখতে হবে। জেলা নির্বাচনী আধিকারিকদের দ্বারা স্পষ্ট করা জায়গাতেই সভা করতে হবে। এছাড়াও প্রচারে মাস্ক থেকে স্যানিটাইজার নিয়েও একাধিক বিধি রয়েছে।

<strong>অভিনেত্রী শ্রীলেখা মিত্রর অদেখা ছবির গ্যালারি</strong>অভিনেত্রী শ্রীলেখা মিত্রর অদেখা ছবির গ্যালারি

মোর্চার গুরুংপন্থীরাও প্রার্থী দিল পাহাড়ের তিন আসনে, কাকে সমর্থন করবে তৃণমূলমোর্চার গুরুংপন্থীরাও প্রার্থী দিল পাহাড়ের তিন আসনে, কাকে সমর্থন করবে তৃণমূল

English summary
A new rule may come for Polling agents in 2021 Assembly Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X