For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোলাঁ গারোতেই মাউন্ট এভারেস্ট জয়ের স্বাদ, জকোভিচের অপেক্ষায় একাধিক নজির

Google Oneindia Bengali News

রোলাঁ গারোয় চার সেটের লড়াই চলল চার ঘণ্টা এগারো মিনিট! ফরাসি ওপেনের সেমিফাইনাল উপহার দিল টেনিসে আরও একটি ক্ল্যাসিক ম্যাচ। ১৩ বারের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন রাফায়েল নাদালকে ম্যারাথন লড়াইয়ে পরাস্ত করে ফরাসি ওপেনের ফাইনালে উঠে তাই মাউন্ট এভারেস্ট জয়ের অনুভূতি বিশ্বের এক নম্বর সার্বিয়ান তারকা নোভাক জকোভিচের।

সেরা তিন জয়ের অন্যতম

সেরা তিন জয়ের অন্যতম

ম্যাচের পর জকোভিচ সাংবাদিকদের বলেন, এই ম্যাচটি রোলাঁ গারোতে আমার খেলা সেরা ম্যাচ, এমনকী আমার কেরিয়ারে সেরা তিনটি জয়ের মধ্যেও এটি থাকবে। কোর্টে আমার সবচেয়ে বড় প্রতিপক্ষের বিরুদ্ধে, যেখানে ১৫ বছরের বেশি সময় ধরে তাঁর আধিপত্য ও সাফল্য রয়েছে, সেখানে যে মানের টেনিস খেলেছি আমরা দুজনেই এবং যে সমর্থন দুজনেই পেয়েছি এক কথায় তা অভাবনীয়।

মাউন্ট এভারেস্ট জয়ের সমতুল্য

মাউন্ট এভারেস্ট জয়ের সমতুল্য

১০৮টি ম্যাচ খেলে ফরাসি ওপেনে এই নিয়ে তৃতীয়বার পরাস্ত হলেন রাফা। ২০০৯ সালে চতুর্থ রাউন্ডে রবিন সডারলিংয়ের কাছে। আর জকোভিচের কাছে হারলেন দু-বার, ২০১৫ সালে কোয়ার্টার ফাইনালের পর গতকাল সেমিফাইনালে। জকোভিচ বলেন, এখানে রাফার যে সাফল্য রয়েছে তা ভাষায় বর্ণনা করতে সঠিক শব্দচয়ন করা কার্যত অসাধ্য ব্যাপার। ২০ বছরে তাঁর পারফরম্যান্সই প্রমাণ দেয় তিনি কতটা সফল। এখানে তিনি যত ম্যাচ জেতেন তা অবিশ্বাস্য। ফলে ফরাসি ওপেনে যখনই তাঁর বিরুদ্ধে কোর্টে নামি মনে হয় মাউন্ট এভারেস্ট জয় করার লক্ষ্যে নামছি। এর আগে এখানে আটবারের সাক্ষাতে মাত্র একটিতে জিতেছিলাম। ২০১৫ সালে তাঁকে যে ম্যাচে হারিয়েছিলাম সেই ম্যাচের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবং যথাযথ প্রয়োগ করে সাফল্য পেলাম। এখানকার পরিবেশ, পরিস্থিতির জন্যও ম্যাচটি আজীবন মনে রাখব।

রেকর্ডের হাতছানি

রেকর্ডের হাতছানি

এবারের ফরাসি ওপেন জিতলে ২০টি গ্র্যান্ড স্ল্যামজয়ী রজার ফেডেরার ও রাফায়েল নাদালের ঘাড়ে নিঃশ্বাস ফেলবেন জকোভিচ। শীর্ষবাছাই জকোভিচ যখন ২৮তম গ্র্যান্ড স্ল্যাম খেলবেন তখন প্রতিপক্ষ স্তেফানোস সিতসিপাসের কাছে প্রথম গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল। স্বাভাবিকভাবেই জকোভিচই নামবেন ফেভারিট হিসেবে। ফরাসি ওপেন খেতাব জিতলে তিনি বেশ কয়েকটি নজির গড়বেন। ওপেন এরাতে প্রথম টেনিস তারকা হিসেবে তাঁর সামনে এখন একই বছরে অস্ট্রেলীয় ও ফরাসি ওপেন খেতাব কেরিয়ারে দুইবার জেতার হাতছানি। আগে তিনি একই বছরে অস্ট্রেলিয়ান ওপেন ও ফরাসি ওপেন জিতেছিলেন ২০১৬ সালে। শুধু তাই নয়, ওপেন এরা-র প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে প্রতিটি গ্র্যান্ড স্ল্যাম ন্যূনতমপক্ষে দুইবার জেতার রেকর্ডও যোগ হবে তাঁর বর্ণময় কেরিয়ারে।

বিপক্ষকে সমীহ

বিপক্ষকে সমীহ

জকোভিচ ফাইনালের প্রতিপক্ষ সিতসিপাসকে নিয়ে বলেন, প্রথম গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে উঠে তিনি তা জিততে মরিয়া থাকবেন। দারুণ ফর্মেও আছেন। তাঁর খেলা দেখেছি। ক্লে কোর্টে তিনি বরাবরই ভালো খেলেন। গত বছর এখানেও তাঁর বিরুদ্ধে পাঁচ সেটের সেমিফাইনালে জিতেছিলাম। আমি নিশ্চিত ফাইনালের লড়াইও সহজ হবে না। ৪৮ ঘণ্টার মধ্যে ফাইনাল খেলতে হবে। ফিজিওদের তত্ত্বাবধানে আমি ফ্রেশ হয়েই নামব। এখনও বড় ম্যাচ খেলার পরও যথাসময়ে ক্লান্তি কাটিয়ে উঠতে পারি। আমার কেরিয়ারে এখনও এই সংক্রান্ত সমস্যা হয়নি। ফলে ব্যাটারিতে চার্জ দিয়ে নিজের পাওয়ার আর এনার্জি বাড়িয়ে ফাইনালে নামব।

English summary
Novak Djokovic Says Beating Rafael Nadal Like Climbing Mount Everest. Djokovic Can Become The First Player In The Open Era To Win The Australian Open-Roland Garros Double Twice.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X