For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফরাসি ওপেনের সেমিফাইনালে ক্লে-কোর্টের রাজা নাদাল, ছিটকে গেলেন থিয়েম

ফরাসি ওপেনের সেমিফাইনালে ক্লে-কোর্টের রাজা নাদাল, ছিটকে গেলেন থিয়েম

  • |
Google Oneindia Bengali News

কোয়ার্টার ফাইনালে সহজ জয় পেয়ে ফরাসি ওপেন ২০২০-এর সেমিফাইনালে পৌঁছলেন ক্লে-কোর্টের রাজা রাফায়েল নাদাল। অন্যদিকে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তৃতীয় বাছাই ডোমিনিক থিয়েম। আবার ফরাসি ওপেনের সেমিফাইনালে পৌঁছে ইতিহাস রচনা করলেন ২১ বছরের নাদিয়া পোদোরোস্কা।

ফরাসি ওপেনের সেমিফাইনালে ক্লে-কোর্টের রাজা নাদাল, ছিটকে গেলেন থিয়েম

নিজের পছন্দের কোর্টে ইতালির জানিক সিনেরের বিরুদ্ধে ফরাসি ওপেন ২০২০-র কোয়ার্টার ফাইনাল খেলতে নেমেছিলেন রাফায়েল নাদাল। ম্যাচের প্রথম সেটে হাড্ডাহাড্ডি লড়াই হয়। টাইব্রেকারে জেতে স্প্যানিশ তারকা। সেটের ফল ৭-৬। দ্বিতীয় এবং তৃতীয় সেটে প্রতিপক্ষকে দাঁড়াতে দেননি নাদাল। ৬-৪ ও ৬-১ গেমে দুটি সেট এবং ম্যাচ জেতেন টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই।

ফরাসি ওপেন ২০২০-এর অন্য কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার দিয়েগো স্কোয়ার্টজম্যানের কাছে হেরে গেলেন টুর্নামেন্টের তৃতীয় বাছাই ডোমিনিক থিয়েম। হাড্ডিহাড্ডি লড়াইয়ের ওই ম্যাচের প্রথম ৭-৬ ফলে হেরে যান থিয়েম। দ্বিতীয় এবং তৃতীয় সেট যথাক্রমে ৭-৫ ও ৭-৬ গেমে জেতেন অস্ট্রিয়ান তারকা। শেষ দুটি সেট ৬-৭ ও ২-৬ গেমে হেরে যান থিয়েম।

অন্যদিকে ফরাসি ওপেন ২০২০-এর মহিলা বিভাগের সেমিফাইনালে পৌঁছে ইতিহাস রচনা করেছেন আর্জেন্টিনার নাদিয়া পোদোরোস্কা। কোয়ার্টার ফাইনালে তৃতীয় বাছাই এলিনা ভিতোলিনাকে তিনি ৬-২, ৬-৪ সেটে হারিয়েছেন। ২১ বছরের প্রথম খেলোয়াড় হিসেবে এই নজির গড়েছেন নাদিয়া। আজ ফরাসি ওপেনের অতি গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনালে খেলতে নামছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচ। তাঁর প্রতিপক্ষ স্পেনের কারেনো বুস্তা।

English summary
French Open 2020 : Nadal enters into the semi-final, Thiem lost to Schwartzman
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X