For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডেনিস বিক্রমে উইম্বলডনের তৃতীয় রাউন্ড থেকেই মারের বিদায়, ১৬ বছরে প্রথম

উইম্বলডনে মারের দৌড় থামালেন শাপোভালভ, ব্রিটিশ ফ্যানদের হতাশা

  • |
Google Oneindia Bengali News

২০১৭-এর পর ফের উইম্বলডনে নামা প্রাক্তন চ্যাম্পিয়ন অ্যান্ডি মারে প্রতিযোগিতার তৃতীয় রাউন্ড থেকেই ছিটকে গেলেন। ইসরায়েলের ডেনিস শাপোভালভের বিরুদ্ধে হার স্বীকার করলেন দুই বারের উইম্বলডন খেতাব জয়ী তারকা। তাতে যারপরনাই হতাশ হয়েছেন ইংল্যান্ডের টেনিস প্রেমীরা। প্রত্যাবর্তনে মারের কাছ থেকে আরও ভাল ফলাফল আশা করেছিলেন তাঁরা।

ডেনিস বিক্রমে উইম্বলডনের তৃতীয় রাউন্ড থেকেই মারের বিদায়, ১৬ বছরে প্রথম

সেন্টার কোর্টে হওয়া তৃতীয় রাউন্ডের প্রতিযোগিতায় প্রথম থেকেই ব্যাকফুটে ছিলেন অ্যান্ডে মারে। ২২ বছরের ডেনিস শাপোভালভের আক্রমণে ক্রমশ পিছোতে থাকেন ৩৪ বছরের ব্রিটিশ টেনিস তারকা। উল্টে একের পর এক আনফোর্সড এরর করে নিজের কাজ আরও কঠিন করে দেন ২০১৩ ও ২০১৬ সালের উইম্বলডন চ্যাম্পিয়ন। কার্যত একপেশে ম্যাচে মারের বিরুদ্ধে সহজ জয় হাসিল করেন শাপোভালভ।

ম্যাচের প্রথম সেটে অ্যান্ডি মারের একটি সার্ভিস ভাঙেন ডেনিস শাপোভালভ। ৬-৪ গেমে মোকাবিলা জেতেন ইসরায়েল তারকা। দ্বিতীয় সেটে মারের হাল আরও খারাপ করে দেন ডেনিস। ওই সেট ৬-২ গেমের ব্যবধানে জেতেন উইম্বলডনের দশম বাছাই। মারের তিনটি সার্ভিস ব্রেক করেন শাপোভালভ। তৃতীয় সেটেও দাঁড়াতে পারেননি লোকাল বয়। ৬-২ গেমে ওই মোকাবিলাও জিতে নেন ডেনিস।

২০১৭ সালে শেষবার উইম্বলডনে খেলতে দেখা গিয়েছিল অ্যান্ডি মারেকে। চোট-আঘাতে জর্জরিত টেনিস তারকা চার বছর পর ফের অল ইংল্যান্ড টেনিস ক্লাবে খেলতে নেমেছিলেন। ফলে তাঁর কাছ থেকে ভাল কিছু আশা করেছিলেন টেনিস প্রেমীরা। চলতি উইম্বলডনের তৃতীয় রাউন্ড পর্যন্ত পৌঁছেও যান মারে। কিন্তু শাপোভালভের বিরুদ্ধে হেরে ৩৪ বছরের টেনিস তারকার স্বপ্নভঙ্গ হয়। মারেকে হারিয়ে আবেগতাড়িত হয়েছেন শাপোভালভ নিজে। জানিয়েছেন যে ব্রিটিশ টেনিস তারকাকে আদর্শ করেই তাঁর বেড়ে ওঠা। তাই এই দিনটি তাঁর কাছে চিরস্মরণীয় বলে জানিয়েছেন ইসরায়েল তারকা।

২০০৫ সালে মাত্র ১৮ বছর বয়সে আন্তর্জাতিক টেনিস সার্কিটে অ্যান্ড মারের অভিষেক হয়েছিল। সেবার উইম্বলডনের তৃতীয় রাউন্ড থেকে তিনি ছিটকে গিয়েছিলেন। ১৬ বছর পর সময় তাঁকে ফের একই মুহুর্তের সামবে দাঁড় করানোয় কিছুটা হলেও হতাশ তারকা নিজে।

English summary
Denis Shapovalov beat Andy Murray at the third round of Wimbledon
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X