For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্ট্রেলিয়ান ওপেনে আগাসির রেকর্ডের আরও কাছে জকোভিচ, বিদায় নিলেন অ্যান্ডি মারে

অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডের ম্যাচে জয় পেলেন নোভাক জকোভিচ। এই নিয়ে টানা ২৪টি ম্যাচ জিতলেন মেলবোর্ন পার্কে। আন্দ্রে আগাসির টানা ২৫টি ম্যাচ জেতার রেকর্ড ছুঁয়ে ফেলার হাতছানি জোকারের সামনে।

  • |
Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়ান ওপেনে ষষ্ঠ দিনের খেলা শুরুর আগে পর্যন্ত পুরুষদের সিঙ্গলসে দুজনই অবশিষ্ট ছিলেন যাঁরা আগে গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতেছেন। আজ অ্যান্ডি মারে ছিটকে যেতেই সেই সংখ্যাটা কমে দাঁড়ায় একে। তৃতীয় রাউন্ডের বাধা টপকালেন নোভাক জকোভিচ। তবে জয় এলো তিন ঘণ্টা সাত মিনিট ধরে ম্যাচ চলার পর।

অস্ট্রেলিয়ান ওপেনে আগাসির রেকর্ডের আরও কাছে জকোভিচ

জকোভিচের সামনে এদিন ছিলেন বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভ। জকোভিচ জিতলেন ৭-৬ (৯-৭), ৬-৩, ৬-৪ ব্যবধানে। মেলবোর্ন পার্কে টানা ২৫টি ম্যাচ জেতার রেকর্ড রয়েছে আন্দ্রে আগাসির। সেই রেকর্ডের আরও কাছে পৌঁছে গেলেন জকোভিচ। রড লেভার অ্যারেনায় এদিন জকোভিচ টানা ২৪টি ম্যাচ জিতলেন। জকোভিচের সার্ভ ব্রেক হয় তিনবার। যদিও প্রতিপক্ষের পাঁচটি সার্ভ ব্রেক করেন তিনি। দিমিত্রভ ১৫টি এস মারেন, যা জকোভিচের চেয়ে পাঁচটি বেশি। কিন্তু দিমিত্রভ ৫০টি আনফোর্সড এরর করেন, জকোভিচের ক্ষেত্রে এই সংখ্যাটি ২২। চারটি ডাবল ফল্টও করেন দিমিত্রভ।

দিমিত্রভের খেলার প্রশংসা করেছেন জকোভিচ। অল্প বয়সি প্লেয়ারের বিরুদ্ধে ৩৫ বছরের জকোভিচ বেশি অভিজ্ঞতা বাড়তি প্রেরণা দেয় কিনা সঞ্চালকের সেই প্রশ্নের উত্তরে জকোভিচ জানান, ৩৫ নয়, তিনি নিজেকে ২৫ বছরের বলেই মনে করেন! জকোভিচ পরের রাউন্ডে খেলবেন অস্ট্রেলিয়ার আলেক্স ডি মিনাউরের বিরুদ্ধে। এই প্লেয়ার ইউনাইটেড কাপে বিশ্বের ২ নম্বর রাফায়েল নাদালকে হারিয়ে দিয়েছিলেন। ফের তিনি অঘটন ঘটালে অক্ষত থাকবে নাদালের সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড।

বিশ্বের ২৫ নম্বর খেলোয়াড় স্পেনের রবার্তো বাতিস্তা আগুতের কাছে পরাস্ত হয়েছেন অ্যান্ডি মারে। বাতিস্তা এবারের অস্ট্রেলিয়ান ওপেনের ২৪তম বাছাই। তিনি এদিন মারেকে হারিয়ে দেন ৬-১, ৬-৭ (৭-৯), ৬-৩, ৬-৪ সেটে। এই ম্যাচটি চলে ৩ ঘণ্টা ২৯ মিনিট। মহিলাদের সিঙ্গলসে চতুর্থ বাছাই ক্যারোলিন গার্সিয়া পৌঁছে গেলেন রাউন্ড অব সিক্সটিনে। তিনি হারান জার্মানির লরা সিগমুন্ডকে। খেলার ফল ১-৬, ৬-৩, ৬-৩। প্রথম সেট হেরে গেলেও ২ ঘণ্টা ১০ মিনিটের লড়াই জিতে শেষ হাসি তিনিই হাসেন। পুরুষদের সিঙ্গলসে পঞ্চম বাছাই আন্দ্রে রুবলেভ পৌঁছে গিয়েছেন চতুর্থ রাউন্ডে। তিনি ড্যান ইভান্সকে হারিয়ে দিয়েছেন। খেলার ফল ৬-৪, ৬-২, ৬-৩। রুবলেভ ১০টি এস-সহ ৬০টি উইনার মারেন। ড্যানিশ টিনএজার হোলগের রুনে চতুর্থ রাউন্ডে পৌঁছন উগো হাম্বার্টকে হারিয়ে। মহিলাদের সিঙ্গলসে পঞ্চম বাছাই আরিনা সাবালেঙ্কা রাউন্ড অব সিক্সটিনে গিয়েছেন এলিস মার্টেন্সকে ৬-২, ৬-৩ সেটে হারিয়ে। পরের রাউন্ডে তিনি খেলবেন বেলিন্ডা বেনসিচের বিরুদ্ধে, তিনি ৬-২, ৭-৫ সেটে হারান ক্যামিলা জিওর্জিকে।

English summary
Australian Open 2023: Novak Djokovic Wins 3rd Round Match Against Bulgaria’s Grigor Dimitrov. Andy Murray Has Been Knocked Out.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X