মিক্সড ডবলসে জয় দিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে অভিযান শুরু করলেন লিয়েন্ডার পেজ
অস্ট্রেলিয়ান ওপেনে মিক্সড ডবলসে জয় দিয়ে অভিযান শুরু করলেন লিয়েন্ডার পেজ। জিলিনা ওস্টাপেঙ্কোর সঙ্গে জুটিতে মিক্সড ডবলসের দ্বিতীয় রাউন্ডে উঠলেন লিয়েন্ডার। এর আগে ২০১৭ সালে ওস্টাপেঙ্কোর সঙ্গে জুটিতে ফরাসি ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন।

এদিন এই জুটি ২৭ মিনিটের লড়াই শেষে অস্ট্রেলিয়ার স্যান্ডার্স ও পোলমানস জুটির বিরুদ্ধে ৬-৭, ৬-৩. ১০-৬ ব্যবধানে লিয়েন্ডার-ওস্টাপেঙ্কা ম্যাচ জেতে। উল্লেখ্য টেনিস সার্কিটে এটাই লিয়েন্ডারের শেষ বছর বলে তিনি উল্লেখ করেছেন। প্রো সার্কিটে ২০২০ সালে তিনি অবসর নেমেন বলে জানিয়েছেন। সেক্ষেত্রে কেরিয়ারে এটাই তাঁর শেষ অস্ট্রেলিয়ান ওপেন। শেষ প্রথম রাউন্ডের গাঁট টপকে দ্বিতীয় রাউন্ডে উঠলেন। শেষ পর্যন্ত কেরিয়ারের শেষ অস্ট্রেলিয়ান ওপেন জিতে, তা স্মরণীয় করে রাখতে পারেন কিনা, সেটাই এখন দেখার।
<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">Leander Paes: 46-year-old <br><br>Jelena Ostapenko: 22-year-old<br><br>But still winning their R1 match 10-6 in the deciding tiebreak 😄💪🏻<a href="https://twitter.com/hashtag/AusOpen?src=hash&ref_src=twsrc%5Etfw">#AusOpen</a> <a href="https://t.co/lriHAsXnT5">pic.twitter.com/lriHAsXnT5</a></p>— Jelena Ostapenko Fan (@OstapenkoJ1997) <a href="https://twitter.com/OstapenkoJ1997/status/1221384421430956032?ref_src=twsrc%5Etfw">January 26, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>অন্যদিকে শনিবার অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডবলসে রোহান বোপান্না দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। ইউক্রেনের নাদিয়া কিচেনকের সঙ্গে জুটি বেঁধে এদিন প্রথম রাউন্ডের গাঁট পার করলেন বোপান্না। প্রথম রাউন্ডে ১ ঘন্টা ১৫ মিনিটের লড়াইয়ে ইউক্রেন- মার্কিন জুটিকে বোপান্না-কিচেনক জুটি হারিয়েছে। লেডমিলা-অস্টিন জুটির বিরুদ্ধে বোপান্নারার ৭-৫,৪-৬, ১০-৬ ব্যবধানে ম্যাচ জিতে অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে গিয়েছেন।