For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হিন্দু মুসলমান করবেন না, পুরুলিয়া থেকে কড়া বার্তা মমতার

মঙ্গলবার মমতা প্রথম সভা করছেন পারা বিধানসভা কেন্দ্রের সগড়কা মাঠে। এরপর তিনি যাবেন কাশীপুর বিধানসভা কেন্দ্রের এসবি গ্রাউন্ডে। শেষে বেলা ১ টায় তাঁর তৃতীয় সভা রয়েছে রঘুনাথপুর বিধানসভা এলাকার গোবাগে।

  • |
Google Oneindia Bengali News

পায়ে চোট নিয়ে হুইল চেয়ারে বসেই একের পর এক সভা করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম ভোটের আগে একেবারে মাটি কামড়ে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়।

পুরুলিয়াতে একের পর এক সভা করে চলেছেন তিনি। তিনটি বিধানসভাতেই সভা করেন তিনি পারা বিধানসভার সগড়কা মাঠে প্রথম সভা করছেন নেত্রী। বিজেপিকে বিঁধতে বদ্ধপরিকর নেত্রী। দিচ্ছেন এক গুচ্ছ কর্মসংস্থান ও শিল্পে বিনিয়োগের প্রতিশ্রুতিও। একই সঙ্গে সাম্প্রদায়িক তাস না খেলার কথাও বলেন মুখ্যমন্ত্রী।

হিন্দু-মুসলিম করবেন না!

হিন্দু-মুসলিম করবেন না!

পুরুলিয়ার রাজনৈতিক সভামঞ্চ থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের মুখে যেভাবে সাম্প্রদায়িক তাস খেলা হচ্ছে সে বিষয়েও সতর্ক করে দেন তিনি। তৃণমূল নেত্রী বলেন, হিন্দু-মুসলিম করবেন না। উল্লেখ্য, নন্দীগ্রামে দাঁড়িয়ে গত কয়েকদিনে একাধিক ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন। এমনকি সম্প্রতি পাকিস্তান তাসও খেলেন তিনি। মমতা বলেন, আমি হিন্দু। সংখ্যালঘুদেরও আমি ভালোবাসি। কিন্তু তা বলে এভাবে নোংরা রাজনীতি করা উচিত নয় বলে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের।

একগুচ্ছ প্রতিশ্রুতি মমতার

একগুচ্ছ প্রতিশ্রুতি মমতার

পারার সভা থেকে নেত্রী বললেন, "আমরা ডবল টিচার রিক্র্যুট করব, যাতে আরও অনেক শিক্ষক নিয়োগ হয়। আমরা চিকিৎসক নেব. আমরা প্যারা মেডিক্যাল স্টাফ নেব, নার্স নেব, একশো দিনের কাজ বাড়াব। " মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মণ্ডল কমিশনের সবাইকে ওবিসি-তে তালিকাভুক্ত করা হবে আগামীদিনে। কমিটি করবে রাজ্য সরকার। আদিবাসীদের জমি কাড়া চলবে না। ৫ লক্ষ ছেলে মেয়েদের চাকরি হবে। ছৌ গিয়েছিল প্যারিসে, তাঁরা প্রথম হয়ে এসেছে। পলাশ ফুলে আবির তৈরির কারখানা হতে পারে, রং তৈরির কারখানা হতে পারে। অযোধ্যা পাহাড়ে চারিদিকে রাস্তা হয়েছে। ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া নিয়ে তৈরি হবে সার্কিট।

 ভোট লুঠের আশঙ্কা মমতার

ভোট লুঠের আশঙ্কা মমতার

পুরুলিয়াতে দাঁড়িয়ে ফের একবার ভীট লুঠের আশঙ্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, নিজের ভোট নিজেকে রক্ষা করতে হবে। খবারের মধ্যে কিছু মিশিয়ে খাইয়ে দিতে পারে, আশঙ্কা প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন। বিজেপি-র দেওয়া খাবার খাবেন না। ওদের সঙ্গে অনেক এজেন্সি আছে।

নির্বাচন সরকারের আওতায় থাকবে না

নির্বাচন সরকারের আওতায় থাকবে না

কেন এই পাঁচ রাজ্যে নির্বাচন সরকারের আওতায় থাকবে না। প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হুঁশিয়ারি, বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি ছাড়ব না। ফের একবার মমতার মুখে ষড়যন্ত্রের অভিযোগ। তৃণমূল নেত্রী বলেন, আমাকে অনেক মেরেছে। এ বার আমার পায়ে মেরে ভেবেছিল আমাকে আটকে দেওয়া যাবে! কিন্তু আমি মায়েদের পায়ে হাঁটব। বহিরাগত ইস্যুতেও মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, বাংলায় ভোটের আগে আসতে প্রে বহিরাগত গুন্ডারা। গুণ্ডারা এলেই বের করে দেবেন বাড়ি থেকে। বাইরের থেকে লোক এলে পুলিশকে খবর দিন। নির্বাচনের আগের দিন লোক পাঠিয়ে দেবে বলে আশঙ্কা। আর এই আশঙ্কা থেকেই মা বোনেদের হাতা, খুন্তি নিয়ে বের হওয়ার ডাক দেন মমতা।

English summary
mamata banerjee back to back meeting at purulia
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X