For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার বর্ধমান সফরে মুখ্যমন্ত্রী মমতা, ফেব্রুয়ারিতে মাটি উৎসব

এবার বর্ধমান সফরে মুখ্যমন্ত্রী মমতা, ফেব্রুয়ারিতে মাটি উৎসব

  • By অভীক
  • |
Google Oneindia Bengali News

এবার বর্ধমান সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাটি উৎসব। বর্ধমানের মাটিতীর্থ কৃষিকথা প্রাঙ্গনে আয়োজিত এই উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের মধ্যে এখানে প্রথম সরকারি উদ্যোগে গড়ে উঠেছে কৃষিযন্ত্র চালনা ও পর্যবেক্ষণ এবং রক্ষণাবেক্ষণের প্রশিক্ষণ কেন্দ্র। তারও উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রীর।

এবার বর্ধমান সফরে মুখ্যমন্ত্রী মমতা, ফেব্রুয়ারিতে মাটি উৎসব

তারই প্রস্তুতি বৈঠক করলেন রাজ্যের কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়। ছিলেন মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদারও। কৃষিমন্ত্রী জানান, 'প্রতিবারের মতো এবারও মাটি উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী। এছাড়াও তৃণমূল সূত্রে খবর, ওইদিন কালনাতেও মুখ্যমন্ত্রীর সভা করার কথা। মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার জানান, 'মুখ্যমন্ত্রী রাজ্যে যন্ত্রায়ণে গুরুত্ব দিয়ে কৃষকের চাষের খরচ কমিয়ে উৎপাদন বাড়িয়েছেন। কৃষকের আয় বৃদ্ধি করেছেন।

আধুনিক যন্ত্র চালনায় আগে ভিনরাজ্য থেকে চালকরা আসতেন। খরচ বেশি হত। এবার রাজ্য সরকারের উদ্যোগে সেই সব যন্ত্র চালনা ও রক্ষণাবেক্ষণের প্রশিক্ষণ কেন্দ্র গড়া হয়েছে। ভারতের মধ্যে প্রথম সরকারি উদ্যোগে এমন প্রশিক্ষণ কেন্দ্র গড়া হয়েছে মাটিতীর্থ কৃষিকথা প্রাঙ্গনে।'

তিনি আরও জানান, মাটি উৎসবের সূচনার আগে ওই প্রশিক্ষণ কেন্দ্রের দ্বারোদ্ঘাটন করবেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে সংলগ্ন কৃষি কলেজের নবনির্মিত ভবনেরও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।

মমতা ভাষণ শুরু করতেই পড়ল 'বাধা'! ফের লোক ঢুকিয়ে গণ্ডগোলের অভিযোগ মমতা ভাষণ শুরু করতেই পড়ল 'বাধা'! ফের লোক ঢুকিয়ে গণ্ডগোলের অভিযোগ

English summary
West Bengal CM Mamata Banerjee will vist Bardhaman in February
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X