For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার সরকারের বিরুদ্ধে পরপর দুর্নীতির অভিযোগ, ডিপিএল-এর জমি রক্ষার আন্দোলনে পাশে থাকার আশ্বাস শুভেন্দুর

দুর্গাপুরের দুর্গাপুর প্রোজেক্টস লিমিটেডের (dpl) জমি রক্ষার আন্দোলনে কর্মীদের পাশে থাকার আশ্বাস দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। এদিন তিনি দুর্গাপুরে সভা করেন। সেই সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়

  • |
Google Oneindia Bengali News

দুর্গাপুরের দুর্গাপুর প্রোজেক্টস লিমিটেডের (dpl) জমি রক্ষার আন্দোলনে কর্মীদের পাশে থাকার আশ্বাস দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। এদিন তিনি দুর্গাপুরে সভা করেন। সেই সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) সরকারের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির (corruption) অভিযোগ তোলেন।

 ডিপিএল-এর জমি বিক্রি বিতর্ক

ডিপিএল-এর জমি বিক্রি বিতর্ক

বাম আমলে তৈরি দুর্গাপুর প্রোজেক্টস লিমিটেড রুগণ হয়ে পড়েছে। সেই সংস্থায় সরাসরি টাকা ঢালতে না পেরে সংস্থাকে বাঁচাকেউদ্বৃত্ত জমি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যে প্রশাসনিক আধিকারিকরা জমি পরিদর্শনের পরে ৮ জুলাই নবান্নে বৈঠক হয়। যদিও সিপিএম এবং বিজেপির তরফে সরকারের পরিকল্পনা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক গোপনে জমি বিক্রির অভিযোগ তুলেছে। জমি বিক্রির বিরুদ্ধে কর্মীদের আন্দোলনে কর্মীদের পাশে থাকার কথা জানানো হয়েছিল বিজেপির তরফে।

কর্মীদের আন্দোলনের পাশে শুভেন্দু অধিকারী

কর্মীদের আন্দোলনের পাশে শুভেন্দু অধিকারী

এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুর্গাপুরে দিয়ে ডিপিএল-এর কর্মীদের সরকারি জমি বিক্রির বিরুদ্ধে আন্দোলনকারীদের পাশে দাঁড়ান। বলেন, এই জমি বিক্রির বিরুদ্ধে আন্দোলনে সবরকমের সাহায্য করবেন তিনি। কর্মীদের আইনি সাহায্য দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। শুভেন্দু অধিকারী বলেন, জমিরক্ষার আন্দোলনে তিনি ডক্টরেট। ২৩৫-এর দম্ভ তিনি চূর্ণ করেছেন। এব্যাপারে কলকাতার দু-একটি লোক ছড়ি ঘোরাচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

ঋণ নিয়ে সরকারকে তোপ

ঋণ নিয়ে সরকারকে তোপ

শুভেন্দ অধিকারী বলেন, বামফ্রন্ট সরকারের একলক্ষ ৮৪ হাজার কোটি টাকা ঋণের বোঝা নিয়ে আসা তৃণমূলের সরকারের ঋণের বোঝা সাড়ে চারলক্ষ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। এই সরকার এতটাই অপদার্থ যে রাজ্য সমবায় ব্যাঙ্ক থেকেও ২ হাজার কোটি টাকা ঋণ নিয়ে বসে আছে। কিন্তু তারা ডিপিএল-এর জন্য টাকার ব্যবস্থা করতে পারছে না।

দুর্নীতি নিয়ে মমতার সরকারকে তোপ

দুর্নীতি নিয়ে মমতার সরকারকে তোপ

এদিনের সভা থেকে শুভেন্দু অধিকারী মমতার সরকারের বিরুদ্ধে একের পর এক বিষয়ে দুর্নীতির অভিযোগ করেন। তিনি বলেন, সরকার মেট্রো ডেয়ারির শেয়ার ৮৫ কোটি টাকায় বিক্রি করে দিয়েছিল। ১৫ দিনের মধ্যে সেই শেযার যাঁদেরকে বিক্রি করা হয়েছিল, তাঁরা ৫০০ কোটি টাকা বেশি দামে বিক্রি করে দেয়। যা নিয়ে ইডি তদন্ত করছে। অনেক রাঘব-বোয়াল এতে ধরা পড়বেন বলে মন্তব্য করেন শুভেন্দু। তিনি বলেন হলদিয়া পেট্রোকেমিক্যালের শেয়ারও পূর্ণেন্দু চ্যাটার্জিকে বিক্রি করে দেওয়া হয়েছে। কলকাতায় ট্রাম কোম্পানির জমি বিভিন্ন সংস্থার কাথে লিজ দিয়ে তৃণমূল ইলেকশন ফান্ডে টাকা তুলেছে বলে অভিযোগ করেন তিনি। শুভএন্দু বলেন, এইসব জমির ব্যবস্থা করেছিলেন বিধান রায়। সভায় অন্ডাল বিমানবন্দর তৈরিতে দুর্নীতির অভিযোগ তুলেছেন।

করোনা রিপোর্ট পজেটিভ কম দেখাতে চাপ

করোনা রিপোর্ট পজেটিভ কম দেখাতে চাপ

শুভেন্দু অধিকারী এদিন যে চাঞ্চল্যকর অভিযোগটি করেন, তা হল রাজ্যে করোনা পজেটিভি রিপোর্ট কম দেখাতে সরকার থেকে চাপ দেওয়া হচ্ছে। কেননা রিপোর্ট কম করে দেখিয়ে তিনি রাজ্যে উপনির্বাচন করাতে চাইছেন। তিনি সেই নির্বাচন চাইলেও, ডিপিএল-এর কর্মী সমবায়ের নির্বাচন করানোর অনুমতি দেওয়া হচ্ছে না। রাজ্যে জাল আইপিএস, জাল আইএসএস, সবই ভুয়ো বলেও মন্তব্য করেন তিনি।

 পেট্রোলের কর কমানোর দাবি

পেট্রোলের কর কমানোর দাবি

শুভেন্দু অধিকারী এদিন বলেন, রাজ্যে পেট্রোলের দাম লিটার পিছু ১০০ টাকা পেরিয়ে গিয়েছে। কিন্তু প্রতি লিটার পেট্রোলে রাজ্য সরকার ৩৬ থেকে ৩৭ টাকা পেয়ে থাকে। সেই টাকা যদি রাজ্য সরকার ছেড়ে দেয়, তাহলে রাজ্যের মানুষ স্বস্তি পান। আর রাজ্য সরকার যদি দাম দমায় তাহলে তিনিও দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে দাম কমানোর দাবি তুলবেন। শুভেনব্দু অধিকারী অভিযোগ করেন, রাজ্যের অর্থমন্ত্রীর বাধাতেই পেট্রোল-ডিজেলকে জিএসটির আওতায় আনা যায়নি।


নিম্নচাপের কারণে তিনদিন ধরে চলতে পারে দুর্যোগ, বাংলার জেলাগুলির আবহাওয়া পূর্বাভাস একনজরেনিম্নচাপের কারণে তিনদিন ধরে চলতে পারে দুর্যোগ, বাংলার জেলাগুলির আবহাওয়া পূর্বাভাস একনজরে

English summary
Suvendu Adhikari assures help to DPL's land protection movement of employees
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X