For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তর দিনাজপুরে মহিলা ফুটবল লিগে ব্যাপক সাড়া, ফুটবলারদের উৎসাহিত করলেন দীপক

  • |
Google Oneindia Bengali News

উত্তর দিনাজপুর জেলা মহিলা ফুটবল লিগ কাম নক আউট প্রতিযোগিতা হয়ে গেল রায়গঞ্জের টাউন ক্লাবের মাঠে। উত্তর দিনাজপুর মহিলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ১২টি দল। ফাইনালে হাতিয়া হাই স্কুলকে ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নন্দঝার ছাত্র সমাজ।

উত্তর দিনাজপুরে মহিলা ফুটবল লিগে ব্যাপক সাড়া

টাউন ক্লাবের সম্পাদক অরিজিৎ ঘোষ জানিয়েছেন, কলকাতা ছাড়া অন্য কোনও জেলায় মেয়েদের ফুটবল লিগ হয় কিনা আমরা জানি না। জানুয়ারিতে রাজ্যস্তরে বিভিন্ন জেলাকে নিয়ে ফুটবল প্রতিযোগিতা হবে। আমাদের জেলার এই মহিলা ফুটবল লিগ থেকেই ফুটবলার বাছাই করে দল পাঠানো হচ্ছে। টাউন ক্লাবের আকাদেমিতে নানা বয়সের শতাধিক ফুটবলার নিয়মিত অনুশীলন করেন। তাঁদের মধ্যে অনেক মহিলা ফুটবলারও রয়েছেন। এখান থেকে কয়েকজন কলকাতায় কন্যাশ্রী কাপেও খেলেছেন, বাংলার অনূর্ধ্ব ১৭ দলেও খেলার সুযোগ পেয়েছেন। প্রদর্শনী ম্যাচ খেলে আখেরে লাভ হয় না। পুরো সময় যাতে তাঁরা মাঠে খেলতে পারেন তার জন্য পর্যাপ্ত প্রস্তুতি দরকার। সে কারণেই লিগ আয়োজনের এই ভাবনা। ১৮ ডিসেম্বর থেকে ৮৯তম কুলদাকান্ত শিল্ড শুরু হবে। ঐতিহ্যশালী এই টুর্নামেন্টে আটটি দলের মধ্যে কলকাতার দলও থাকে। তার আগেও মহিলাদের ফুটবল হয়।

উত্তর দিনাজপুরে মহিলা ফুটবল লিগে ব্যাপক সাড়া

টাউন ক্লাবের মাঠে উত্তর দিনাজপুর ভেটারেন্স প্লেয়ারস অ্যাসোসিয়েশনের অনেকেও প্রশিক্ষণ দিয়ে থাকেন। এখানে চলছে দীপক মণ্ডলের ফুটবল আকাদেমিও। উত্তরবঙ্গে মহিলাদের লিগ আয়োজনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে প্রাক্তন ভারতীয় ফুটবলার তথা অর্জুন দীপক মণ্ডল ফুটবলারদেরও উৎসাহিত করেন। রায়গঞ্জের আকাদেমিতে ফুটবলের প্রতি আবেগ দেখে খুশি দীপক। এখান থেকে ফুটবলার তুলে এনে কলকাতায় ক্লাবে খেলানোর বন্দোবস্ত করতে সবরকম সহযোগিতার বার্তাও দেন।

উত্তর দিনাজপুরে মহিলা ফুটবল লিগে ব্যাপক সাড়া

মহিলা ফুটবল লিগের ফাইনাল উপলক্ষে হাজির ছিলেন রায়গঞ্জের মহকুমাশাসক কিংশুক মাইতি, প্রাক্তন ফুটবলার তুষারকান্তি রায় প্রমুখ। ১৫টি গোল করে টুর্নামেন্টের সেরার পুরস্কারটি পেয়েছেন রাখী মণ্ডল। সেরা গোলকিপার নন্দঝারের নন্দিতা মণ্ডল, তিনি বাংলার অনূর্ধ্ব ১৭ দলে প্রতিনিধিত্বও করেছেন।

English summary
Uttar Dinajpur District Women's Football League Held In Raiganj. Former Indian Footballer Deepak Mondal Was Present In The Prize Distribution Ceremony.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X