For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেসুরোদের বশে আনতে ময়দানে টিম পিকে, রাজ্য নেতৃত্বের ফোনের পরেই সুর নরম দুলাল সরকারের

বেসুরোদের বশে আনতে ময়দানে টিম পিকে, রাজ্য নেতৃত্বের ফোনের পরেই সুর নরম দুলাল সরকারের

Google Oneindia Bengali News

দলে বিরুদ্ধে মুখ খোলার ২৪ ঘণ্টার মধ্যে ফের সুর নরম মালদহের জেলা তৃণমূল কো অর্ডিনেটর দুলাল সরকার। বুধবার দলের বিরুদ্ধে বেসুরো গাইতে শুরু করে দিয়েছিলেন দুলাল সরকার। খবল হতেই নড়ে চড়ে বসে টিম পিকে। এক প্রকার আইপ্যাকের হস্তক্ষেপেই ফের সুরে ফিরলেন তৃণমূল কংগ্রেস নেতা। এক প্রকার টিম পিকের কৌশলেই মালদহে আরওএকটা ভাঙন রোধ করতে পেরেছে তৃণমূল কংগ্রেস।

বেসুরো মালদহের তৃণমূল নেতা

বেসুরো মালদহের তৃণমূল নেতা

রাজীবদের দলবলদের পরেই বিজেপিতে ভিঁড়েছেন ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক সরকার। তার মধ্যেই বেসুরো গাইতে শুরু করেছিলেন মালদহ জেলা তৃণমূল কংগ্রেস কো-অর্ডিনেটর দুলাল সরকার। প্রকাশ্যে দলের বিরদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। দলের বিরুদ্ধে একাধিত অভিযোগ নিয়ে প্রকাশ্য কথা বলতে শুরু করেন দুলাল সরকার। তারপরেই জল্পনা মাথা চারা দিতে শুরু করে। তাহলে মালদহেও কী এবার বিজেপিতে ভাঙন শুরু হচ্ছে।

সুর নরম দুলালের

সুর নরম দুলালের

দুলাল সরকার বিদ্রোহী হয়ে উঠছের খবর হতেই নড়ে চড়ে বসে তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব। তৎপর হয় টিম পিকেও। মঙ্গলবার রাতেই দুলাল সরকারের সঙ্গে বৈঠকে বসে আই প্যাক। রাত আটটা থেকে রাত ৯টা পর্যন্ত বৈঠক চলে। তারপরেই ধীরে ধীরে সুর নরম করতে শুরু করেন তিনি। সূত্রের খবর বৃহস্পতিবার রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলবেন দুলাল সরকার। সেই বৈঠকে কথা হতে পারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও।

বিদ্রোহীদের বার্তা

বিদ্রোহীদের বার্তা

আলিপুরদুয়ারের সভা থেকে দলের বিদ্রোহী নেতা কর্মীদের কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন যাঁরা যেতে চান চলে যান। ভোগীরা চলে যান। তৃণমূল কংগ্রেসের টিকিট টাকায় বিক্রি হয় না। তৃণমূল কংগ্রেসের টিকিট পেতে লবি করতে হয়না। প্রসঙ্গত উল্লেখ্য রাজীবদের বিজেপিতে যোগদানের পর মমতা বলেছিলেন, যাঁরা বিজেপিতে যাচ্ছেন তাঁদের কাউকে টিকিট দেওয়া হত না। পদের লোভে দল বদলেছে বলে আক্রমণ করেছিলেন মমতা।

রাজীবকে আক্রমণ

রাজীবকে আক্রমণ

আলিপুরদুয়ারের সভা থেকে নাম না করে রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাজীবকে ইঙ্গিত করে অভিযোগ করেছে বনদফতে একাধিক দুর্নীতি করে গিয়েছে সে। দুর্নীতি থেকে লোকাতেই দলবদল করেছে। কাজেই যাঁরা ভোগী তাঁরা আগে থেকে চলে যান দরজা খোলা আছে বলে আক্রমণ শানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী।

রাজীব চুরি করে বিজেপিতে চলে গিয়েছে! নাম না করেই অভিযোগের তির ছুঁড়লেন মমতারাজীব চুরি করে বিজেপিতে চলে গিয়েছে! নাম না করেই অভিযোগের তির ছুঁড়লেন মমতা

English summary
Maldha TMC leader Dulal Sarkar again change his voice for party
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X