For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Tokyo Olympics : ১০০ মিটার বাটারফ্লাইয়ের হিটে দ্বিতীয় হয়েও সেমিতে নেই ভারতের সজন

Tokyo Olympics : ১০০ মিটার বাটারফ্লাইয়ের হিটে দ্বিতীয় সজন প্রকাশ গড়লেন ইতিহাস

  • |
Google Oneindia Bengali News

টোকিও অলিম্পিকের সাঁতারের ১০০ মিটার বাটারফ্লাই ইভেন্টের হিটে দ্বিতীয় হলেন সজন প্রকাশ। একই সঙ্গে ভারতের হয়ে এক নতুন ইতিহাসও রচনা করলেন এই পুরুষ সাঁতারু। মুগ্ধ করলেন দেশের ক্রীড়াপ্রেমীদের। অন্যদিকে এত কাছে এসেও টোকিও গেমসের ওই সাঁতার ইভেন্টের সেমিফাইনালে সজনের না পৌঁছতে পারার আক্ষেপ থেকেই যাচ্ছে।

Tokyo Olympics : ১০০ মিটার বাটারফ্লাইয়ের হিটে দ্বিতীয় হয়েও সেমিতে নেই ভারতের সজন

২৭ বছরের ভারতীয় সাঁতারু বৃহস্পতিবার ১০০ মিটার বাটারফ্লাই ইভেন্টের দ্বিতীয় হিটে জলে নেমেছিলেন। এই মোকাবিলায় দ্বিতীয় স্থান দখল করেন সজন। প্রতিযোগিতা শেষ করতে তিনি ৫৩.৪৫ সেকেন্ড সময় নেন। ৫৩.৩৯ সেকেন্ড সময়ে প্রতিযোগিতা শেষ করে ওই হিটে প্রথম হন ঘানার আবেকু জ্যাকসন। তবে ইভেন্টের সেমিফাইনালে উঠতে পারেননি ভারতীয় সাঁতারু।

সাঁতারের ১০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে সজন প্রকাশের নিজের সেরা ৫৩.২৭ সেকেন্ড। এদিন সেই সময় ছুঁতে পারেননি দুই অলিম্পিকে অংশ নেওয়া দেশের একমাত্র সাঁতারু। টোকিও অলিম্পিকের ১০০ মিটার বাটারফ্লাই ইভেন্টের মোট আটটি হিট মিলিয়ে সময়ের নিরিখে ৫৫ জন সাঁতারুর মধ্যে ৪৬তম স্থানে পেয়েছেন ভারতীয় সাঁতারু। সেমিফাইনালে মোট ১৬ জন সাঁতারুর ওঠার কথা। তার প্রেক্ষিতে ইভেন্টের হিট থেকেই বিদায় নিয়েছেন সজন। প্রথম স্থান অধিকার করেছেন আমেরিকার সেলেব ড্রেসেল। ৫০.৩৯ সেকেন্ডে তিনি প্রতিযোগিতা শেষ করেছেন।

দ্বিতীয় ভারতীয় হিসেবে অলিম্পিকের ১০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে অংশ নেন সজন প্রকাশ। ২০০৮ সালের বেজিং অলিম্পিকের একই ইভেন্টে অংশ নিয়েছিলেন ভারতের অঙ্কুর পোসেরিয়া। হিটে ৫৭তম স্থান পেয়েছিলেন তিনি। সে নিরিখে সজনের হিটের ফলাফল অনেকটাই ভাল। এর আগে টোকিও অলিম্পিকের ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টের সেমিফাইনালেও পৌঁছতে ব্যর্থ হয়েছিলেন সজন। ১ মিনিট ৫৭.২২ সেকেন্ডে প্রতিযোগিতা শেষে ৩৮ জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে ২৪তম স্থান অর্জন করতে পেরেছিলেন ভারতীয় সাঁতারু।

English summary
Tokyo Olympics : Indian swimmer Sajan Prakash finished second in 100m butterfly heat 2
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X