For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Tokyo Olympics : পদকের জয়ের আশা শেষ হয়নি সিন্ধুর, কবে এবং কখন ফের লড়াইয়ে নামবেন হায়দরাবাদি

Tokyo Olympics : পদকের আশা শেষ হয়নি সিন্ধুর, কবে এবং কখন ব্রোঞ্জ পদকের লড়াইয়ে নামবেন হায়দরাবাদি

  • |
Google Oneindia Bengali News

টোকিও অলিম্পিকের সেমিফাইনালে হেরে গিয়েছেন পিভি সিন্ধু। তা বলে মেগা গেমস থেকে তাঁর পদক জয়ের আশা পুরোপুরি শেষ হয়ে যায়নি। টোকিও অলিম্পিকে রুপো বা সোনা জয়ের স্বপ্নে ইতি ঘটলেও, তিনি ব্রোঞ্জ এখনও জিততেই পারেন। আর এখানেই ২০১২ সালের সাইনা নেহওয়ালকে মনে পড়াচ্ছে সময়। সেই আবহে জেনে নিন কবে এবং কখন তৃতীয় স্থান নির্ধারক ম্যাচে খেলতে নামবেন সিন্ধু।

সেমিফাইনালে সিন্ধুর হার

সেমিফাইনালে সিন্ধুর হার

স্ট্রেট গেমে ম্যাচ হেরেছেন হায়দরাবাদি শাটলার। ভারতীয় শাটলারের বিরুদ্ধে চাইনিজ তাইপেইয়ের ২৭ বছরের খেলোয়াড় জিতেছেন ২১-১৮, ২১-১২ পয়েন্টের ব্যবধানে। প্রথম গেম এগিয়ে থেকেও হেরে যান ভারতীয় শাটলার। অভিজ্ঞতায় ভর করে সেখান থেকেই ম্যাচে ফিরতে শুরু করেন তাই জু। ১৪-১৪ হয়ে যাওয়ার পর প্রথম গেমে হাড্ডাহাড্ডি লড়াই হয়। ১৮-১৮ হওয়ার পর গেমে সিন্ধুকে আর ফিরতে দেননি তাই জু-ইং। ১৮-১৮ হওয়ার পর প্রথম গেমে সিন্ধুকে আর ফিরতে দেননি তাই জু-ইং। দ্বিতীয় গেমে কেবলই দাপট থাকে চাইনিজ তাইপেইয়ের শাটলারের। তবে এখানেই পদক জয়ের আশা শেষ হয়ে যায়নি ভারতীয় শাটলারের।

পদক জয়ের লড়াইয়ে নামবেন সিন্ধু

পদক জয়ের লড়াইয়ে নামবেন সিন্ধু

সোনা বা রূপো জয়ের স্বপ্নে ইতি ঘটলেও ব্রোঞ্জ এখনও জিততে পারেন পিভি সিন্ধু। রবিবারই পদক জয়ের যুদ্ধে নামবেন ভারতীয় শাটলার। চিনের হি বিংজিয়াওর বিরুদ্ধে তৃতীয় স্থান নির্ধারক মোকাবিলায় মুখোমুখি হবেন ভারতের প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন শাটলার। ভারতীয় সময় বিকেল পাঁচটা থেকে শুরু হবে ম্যাচ। অন্য সেমিফাইনালে চিনেরই চেন য়ুফেইয়ের কাছে হাড্ডাহাড্ডি ম্যাচ জিতেছেন বিশ্বের ৯ নম্বর শাটলার হি বিংজিয়াও।

মনে পড়ছে সাইনা নেহওয়াল

মনে পড়ছে সাইনা নেহওয়াল

২০১৬ সালের রিও অলিম্পিকে রূপো জিতেছিলেন পিভি সিন্ধু। এক চুলের জন্য সোনা হাতছাড়া হওয়া শাটলারের কপালে এবার সেরার শিরোপা জুটবে বলে মনে করেছিলেন দেশের ক্রীড়াপ্রেমীরা। সেই মতোই এগোচ্ছিলেন পিভি। কিন্তু শেষ চারের লড়াইয়ে বিশ্বের এক নম্বর তারকার বিরুদ্ধে তিনি এভাবে হেরে যাবেন, তা হয়তো অনেকে কল্পনার মধ্যেই আনেননি। যদিও টোকিও অলিম্পিক থেকে দেশের জন্য এখনও পদক জিততে পারেন পিভি। রবিবার সেই মোকাবিলায় নামছেন ভারতীয় তারকা। তিনি মনে করিয়ে দিচ্ছেন নিজের পূর্বসূরি সাইনা নেহওয়ালকে। যিনি ২০১২ সালের লন্ডন অলিম্পিকের সেমিফাইনালে হেরে গিয়েছিলেন। তৃতীয় স্থান নির্ধারক ম্যাচ জিতে ওই অলিম্পিক থেকে দেশকে ব্রোঞ্জ এনে দিয়েছিলেন সাইনা। রূপো কিংবা সোনা জিততে না পারলেও সিন্ধুর কাছ থেকে অন্তত ব্রোঞ্জ চাইছেন দেশের ক্রীড়াপ্রেমীরা।

কী বললেন সিন্ধু

কী বললেন সিন্ধু

সেমিফাইনাল হেরে স্বভাবতই হতাশ হয়েছেন পিভি সিন্ধু। তবে তিনি যে চেষ্টার ত্রুটি রাখেননি, তাও জানাতে ভোলেননি ভারতের বিশ্ব চ্যাম্পিয়ন শাটলার। শনিবারের ম্যাচে তাঁর কোনও কিছুই সফল হচ্ছিল না বলেও জানিয়েছেন পিভি। সোনা জয়ের আশায় টোকিও গিয়ে ব্রোঞ্জ পদকের জন্য লড়াই করা যে বেশ কষ্টকর, তা অকপটেই জানিয়েছেন পিভি। তবে এই ম্যাচ থেকে দেশের হাতে পদক তুলে দিতে তিনি বদ্ধপরিকর বলেও জানিয়েছেন ভারতীয় শাটলার।

English summary
Tokyo Olympics : India's PV Sindhu will play bronze medal match tomorrow
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X