For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Hockey Men's World Cup 2023: হকি বিশ্বকাপের বর্ণাঢ্য উদ্বোধন কটকে, মোদীর প্রশংসায় নবীন

  • |
Google Oneindia Bengali News

পুরুষদের হকি বিশ্বকাপ এই নিয়ে টানা দ্বিতীয়বার আয়োজন করছে ওডিশা। ২০১৮ সালের পর ফের এবার। গতকাল কটকের বরাবাটি স্টেডিয়ামে হলো তারকাখচিত জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। দেশ-বিদেশের কয়েক হাজার ক্রীড়াপ্রেমী যার সাক্ষী থাকলেন। কাল থেকে শুরু হবে গ্রুপ পর্যায়ের খেলাগুলি।

হকি বিশ্বকাপের উদ্বোধন

হকি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর, ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, ইন্টারন্যাশনাল হকি ফেডারেশনের সভাপতি তাইব ইকরাম, হকি ইন্ডিয়ার চেয়ারম্যান দিলীপ তিরকে প্রমুখ। এবারের বিশ্বকাপে অংশ নিয়েছে ১৬টি দেশ। পরপর দুবার হকি বিশ্বকাপ আয়োজন করে দৃষ্টান্ত তৈরি করার জন্য ওডিশা সরকারের প্রশংসা করেন ইকরাম। তিনি বলেন, ওডিশা এখন 'ল্যান্ড অব হকি'।

ওডিশায় পরপর ২ বার

ওডিশায় পরপর ২ বার

অনুরাগ ঠাকুরও ওডিশার প্রশংসা করে বলেন, ওডিশা-সহ ভারতের ক্রীড়াপ্রেমীদের উন্মাদনাই বুঝিয়ে দিচ্ছে হকি তাঁদের কাছে কতটা প্রিয়, কতটা ভালোবাসার। নবীন পট্টনায়কের বক্তব্যে উঠে আসে এই রাজ্যের আতিথেয়তার কথা। তিনি আশাবাদী, সকলেই এই বিশ্বকাপের সাক্ষী থাকতে এসে ফিরবেন সুখস্মৃতি নিয়েই। পরপর দুবার হকি বিশ্বকাপ আয়োজনে সবরকম সহযোগিতা প্রদানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানান ওডিশার মুখ্যমন্ত্রী।

চোখধাঁধানো পারফরম্যান্স

চোখধাঁধানো পারফরম্যান্স

এক ঘণ্টা ধরে চলা সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল চোখধাঁধানো। ওডিশার ৬ রকমের আদিবাসী নৃত্যের ফিউশন দিয়ে যার শুরু। বিশিষ্ট নৃত্যগুরু অরুণা মোহান্তির কোরিওগ্রাফি মন জয় করে নেয় সকলের। ওডিশার সংগীতশিল্পী সুনীতি মিশ্র, ঋতুরাজ মোহান্তি, লিসা মিশ্র, অভিনেতা সব্যসাচী মিশ্র, অর্চিতা সাহু পারফর্ম করেন। বলিউডের কয়েকশো সংগীতশিল্পী মাতিয়ে দেন হকি বিশ্বকাপের থিম সং গেয়ে। থিম সংটি তৈরির দায়িত্বে থাকা প্রীতমও পারফর্ম করেন। সঙ্গে অবশ্যই ছিলেন দুউ বলিউড তারকা রণবীর সিং ও দিশা পাটানি। ছিল কে পপ গার্লের পারফরম্যান্স। বেনি দয়াল তাঁর বিখ্যাত বদতামিজ দিল গানটি পরিবেশন করেন। ছিল নীতি মোহনের সংগীতানুষ্ঠান।

দুটি স্টেডিয়ামে হবে খেলা

দুটি স্টেডিয়ামে হবে খেলা

ওডিশার বিভিন্ন জায়গায় জায়ান্ট স্ক্রিনে উদ্বোধনী অনুষ্ঠান দেখানোর বন্দোবস্ত করা হয়েছিল। বিশ্বকাপের জন্য রৌরকেল্লায় নতুন স্টেডিয়াম বানিয়েছে ওডিশা সরকার। সেখানকার পাশাপাশি ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামেও হবে হকি বিশ্বকাপের ম্যাচ। ২০টি ম্যাচ হবে রৌরকেল্লায়। ফাইনাল-সহ ২৪টি ম্যাট হবে ভুবনেশ্বরে। ১৩ জানুয়ারি থেকে খেলা শুরু, ফাইনাল ২৯ জানুয়ারি। কাল বেলা ১টায় ভুবনেশ্বরে প্রথম ম্যাচ আর্জেন্তিনা ও দক্ষিণ আফ্রিকার মধ্যে। সেখানেই বিকেল ৩টে থেকে অস্ট্রেলিয়া বনাম ফ্রান্স ম্যাচ। রৌরকেল্লায় বিকেল ৫টা থেকে ইংল্যান্ড বনাম ওয়েলস দ্বৈরথ। সন্ধ্য়া ৭টায় সেখানেই নামবে ভারত ও স্পেন।

English summary
Men's Hockey World Cup 2023 Got Underway With Spectacular Opening Ceremony In Cuttack. Odisha Is Hosting The International Event For The Second Consecutive Time.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X