For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টোকিও অলিম্পিকে ভারত টপকাতে পারে লন্ডনের সাফল্য, অদিতি-নীরজ-বজরং কখন নামবেন জানুন

Google Oneindia Bengali News

২০০৮ সালের পর টোকিও নিয়ে তিনটি অলিম্পিকে ভারতের ঘরে আসেনি অলিম্পিক সোনা। এবার একমাত্র সোনাটি আনতে পারেন নীরজ চোপড়া। জ্যাভলিনে দুটি গ্রুপ থেকে যাঁরা ফাইনালে উঠেছেন তাঁদের মধ্যে নীরজের পারফরম্যান্সই সবচেয়ে ভালো। বজরং পুনিয়া কাল নামবেন ব্রোঞ্জ জয়ের ম্যাচে। দুরন্ত ছন্দে থাকা অদিতি অশোক সবকিছু ঠিকঠাক চললেই গল্ফ থেকে আনতে পারেন ঐতিহাসিক পদক।

লন্ডনকে টপকানো যাবে?

লন্ডনকে টপকানো যাবে?

অলিম্পিকের ইতিহাসে ভারত সবচেয়ে বেশি পদক জিতেছিল ২০১২ সালের লন্ডন অলিম্পিকে। অংশ নিয়েছিলেন ৮৩জন প্রতিযোগী। ২টি রুপো, চারটি ব্রোঞ্জ-সহ ভারত সেবার জেতে ৬টি পদক। ২০১৬ সালে রিও অলিম্পিকে ভারতের প্রতিযোগীর সংখ্যা বেড়ে ১১৭ হলেও পদকের সংখ্যা কমে হয়েছিল ২। ১টি রুপো ও ১টি ব্রোঞ্জ এসেছিল। এবার টোকিও অলিম্পিক থেকে সকলেরই প্রত্যাশা ছিল ভারতের পদকের সংখ্যা দুই অঙ্কে পৌঁছাতে পারে। কিন্তু শুটিং, তিরন্দাজি, বক্সিং, কুস্তিতে কাঙ্ক্ষিত ও ফেভারিটদের হতাশাজনক পারফরম্যান্সে সেটি সম্ভব হবে না। এখনও অবধি ভারত জিতেছে দুটি রুপো ও তিনটি ব্রোঞ্জ। তবে কাল ভারত তিনটি পদক নিশ্চিত করতে পারে। একটি মহিলাদের গল্ফে, একটি কুস্তিতে আর একটি জ্যাভলিনে। সেটা সম্ভব হলে এবারের অলিম্পিকেই সবচেয়ে বেশি পদক ঘরে তুলবে ভারত। নীরজ যদি না পারেন সেক্ষেত্রে টানা তিন অলিম্পিকে অধরা থাকবে সোনা।

রুপোর কাছে অদিতি

রুপোর কাছে অদিতি

মহিলা গল্ফে ঐতিহাসিক পদক কাল নিশ্চিত করতে পারেন অদিতি অশোক। আজ তৃতীয় রাউন্ডের শেষে অদিতি এককভাবে দ্বিতীয় স্থান দখলে রেখেছেন। কাল টোকিওতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সে কারণে চতুর্থ তথা শেষ রাউন্ড এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। ভারতীয় সময় ভোর তিনটেয় অদিতিরা অভিযান শুরু করবেন। তবে এই রাউন্ড চলাকালীন যদি আবহাওয়ার কারণে ইভেন্ট চালানো না যায় তাহলে তৃতীয় রাউন্ডে গল্ফারদের অবস্থানের ভিত্তিতেই পদক নির্ধারিত হবে। তাহলে রুপো বাধা অদিতির। তৃতীয় রাউন্ডে অদিতি ৩ আন্ডার-৬৮ স্কোর করায় তাঁর কম্বাইন্ড স্কোর হয়েছে ১২-আন্ডার। বিশ্বের এক নম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নেলি কোর্দার চেয়ে তিন শট পিছনে। কোর্দা দখলে রেখেছেন শীর্ষস্থান। থ্রি-পার নিয়ে এদিন দিনের শুরু করার পরই অসাধারণ ছন্দে খেলতে থাকেন অদিতি। আগের দিনই তিনি জানিয়েছিলেন বেশিরভাগ বার্ডি মারাই তাঁর লক্ষ্য। দ্বিতীয় রাউন্ডের শেষে যুগ্ম দ্বিতীয় স্থানে থাকলেও তিনি এদিনের শেষে একাই রয়েছেন দুই নম্বরে। কাল তিনি চেনা ছন্দে থাকলে এবং আবহাওয়া খেলায় ব্যাঘাত ঘটালে ভারতের ঘরে আসবে গল্ফে প্রথম অলিম্পিক পদক। অপর মহিলা গল্ফার ২০ বছরের দীক্ষা ডাগর রয়েছেন ৫২তম স্থানে।

নজরে নীরজ

নজরে নীরজ

অলিম্পিকের আসরে ভারতের ট্র্যাক অ্যান্ড ফিল্ডের হতাশা কাটিয়ে ইতিহাস গড়তে পারেন নীরজ চোপড়াও। দুই গ্রুপ থেকে ওঠা পুরুষদের জ্যাভলিন ফাইনালে নীরজই এগিয়ে সকলের চেয়ে। যোগ্যতা অর্জন পর্ব থেকে তিনি অন্যতম সেরা পারফরম্যান্স দেখিয়ে আসছেন। এমনকী অলিম্পিক শুরুর আগে ২০১৭ সালের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির ইওহানেস ভেটেরকে সোনা জয়ের দাবিদার মনে করা হলেও গ্রুপ এ থেকে ফাইনালে ওঠার পথে তাঁকে পিছনে ফেলেছেন নীরজ। বছর ২৩-এর এই জ্যাভলিন থ্রোয়ার যেখানে বর্শা নিক্ষেপ করেছেন ৮৬.৬৫ মিটার, সেখানে ভেটের পেরেছেন ৮৫.৬৪ মিটার। ফাইনালে উঠেও নীরজ বলেছিলেন, নিজের পারফরম্যান্সকে আরও উন্নত করতে চান। গ্রুপ বি থেকে পাকিস্তানের আরশাদ নাদিমই একমাত্র ৮৫ মিটারের বেশি (৮৫.১৬ মিটার) বর্শা পাঠাতে পেরেছেন। দুই গ্রুপের বাকি কেউই ৮৪ মিটার পার করতে পারেননি। এই ছন্দ ধরে রাখতে পারলে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ১২১ বছর পর ভারতকে পদক জেতাতে পারেন নীরজ। মিলখা সিং, পিটি ঊষা, অঞ্জু ববি জর্জের মতো তারকারা আশা জাগিয়েও পোডিয়াম ফিনিশ করতে পারেননি। নরমান প্রিচার্ড ১৯০০ সালের অলিম্পিকে দুটো রুপো জিতেছিলেন। তারপর নীরজই অলিম্পিকের ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে পদক আনার আশা জাগিয়েছেন। আগামীকার ভারতীয় সময় বিকেল সাড়ে চারটের সময় শুরু হবে পুরুষদের জ্যাভলিন থ্রো ফাইনাল।

বজরং ব্রোঞ্জের লড়াইয়ে

বজরং ব্রোঞ্জের লড়াইয়ে

ভিনেশ ফোগাটের সঙ্গে কুস্তিতে প্রথম থেকেই সোনা বা রুপো জয়ের ফেভারিট মনে করা হচ্ছিল বজরং পুনিয়াকে। ভিনেশ টোকিওতে চূড়ান্ত হতাশ করে খালি হাতে ফিরছেন। তবে সেমিফাইনালে হেরে গেলেও বজরং পুনিয়া এখনও ব্রোঞ্জ জিততে পারেন। আজ প্রি কোয়ার্টার ফাইনালে তিনি হারান কিরগিজস্তানের এর্নাজার আকমাতালিয়েভকে। কোয়ার্টার ফাইনালে পরাস্ত করেন ইরানের মোর্তাজা ঘিয়াসিকেও। কিন্তু সেমিফাইনালে শেষরক্ষা হয়নি। তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আজারবাইজানের হাজি আলিয়েভ দাপটের সঙ্গে লড়াই চালিয়ে ১২-৫ ব্যবধানে বজরংকে পরাস্ত করে ছিটকে দেন সোনা-রুপোর লড়াই থেকে। কাল বজরং ব্রোঞ্জ ম্যাচ খেলবেন ভারতীয় সময় সাড়ে তিনটের আশেপাশে। অন্য কয়েকটি বাউট থাকায় সঠিক সময় এখনই বলা সম্ভব নয়।

English summary
Aditi Ashok, Bajrang Punia And Neeraj Chopra May Secure Olympic Medals In Tokyo On Saturday. India At 65th Spot After Winning 2 Silver And 3 Bronze Medals In Tokyo Olympics.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X