For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাংসদ দেবকে টুইট করতেই বাড়ি তৈরির জন্য আর্থিক সহায়তা পেলেন বৃদ্ধা

Google Oneindia Bengali News

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের পাশে যে দাঁড়ানো যায় তার বহু প্রমাণ আগেই মিলেছে। বিশেষ করে এই করোনা আবহে যেখানে সামাজিকভাবে দেখা সাক্ষাতের ওপর বিধি নিষেধ, সেখানে এই সোশ্যাল মিডিয়া তার কামাল দেখিয়ে দিয়েছে। করোনা সঙ্কটের সময় অসহায় বহু মানুষকে সাহায্য করতে পিছু পা হননি অভিনেতা তথা সাংসদ দেব। এবারও তার ব্যতিক্রম হল না। একটি টুইটেই মুশকিল আসান হল। অসহায় বৃদ্ধার ভাঙা বাড়ি নতুন করে তৈরি হচ্ছে দেবেরই উদ্যোগে।

বৃদ্ধাকে বাড়ি তৈরির জন্য সহায়তা করলেন দেব

চন্দ্রকোণায় যে বাড়িতে ওই বৃদ্ধা পরিচারিকার কাজ করেন, সেই বাড়ির এক সদস্যের টুইটে সাহায্যের হাত বাড়িয়ে দেন ঘাটালের সাংসদ দেব। এমনিতে পশ্চিম মেদিনীপুরে বহু মানুষের সমস্যার সমাধানে হাত বাড়িয়েছেন দেব। চন্দ্রকোণায় রামগঞ্জ গ্রামে উষা দলুইয়ের বাড়ি তৈরি হচ্ছে জোরকদমে। জানা গিয়েছে, দুই ছেলে ও বউমার ভরা পরিবারে একমাত্র তিনি ছিলেন অচল। পাশের গ্রামে তিনি পরিচারিকার কাজ করে দিন গুজরান করতে শুরু করেন। বার্ধক্য ভাতা ও রেশনে বিনামূল্যে চাল পাওয়ার মতো সরকারি সুবিধা পেলেও মাথা গোঁজার ঠাঁই ছিল একেবারেই ভঙ্গুর। চন্দ্রকোণা পুরসভার নয় নম্বর ওয়ার্ডে বৃদ্ধার বাড়ি দেখে কেঁদে ওঠেন যে বাড়িতে কাজ করেন সেই বাড়ির মেয়ে অনুসূয়া সরকার। সঙ্গে সঙ্গে বাড়ির ছবি সহ পরিচারিকার ছবি ও বাড়ির বিবরণ দিয়ে টুইটারে দেবকে ট্যাগ করে পোস্ট করেন। ওই পোস্ট দেখে দেব রিটুইট করে পুরো নাম, ঠিকানা জানতে চান। কিছুদিনের মধ্যেই আর্থিক সহায়তা পাঠিয়ে দেন সাংসদ দেব। আর এখন মাত্র কিছুদিনের অপেক্ষা এরপর পকা বাড়িতে নিশ্চিন্তে ঘুমোবেন উষা দেবী।

English summary
MP Deb sent money to build a house for the helpless old woman of Chandrakona
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X