For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাইভোল্টেজ নন্দীগ্রাম, একেবারে শেষলগ্নে বাম প্রার্থী মীনাক্ষীর নিরাপত্তা বাড়াল কমিশন

হাইভোল্টেজ ভোট! টানটান উত্তেজনা। কার্যত নজিরবিহীন নিরাপত্তার মোড়কে ভোট হবে নন্দীগ্রামে। সতর্ক নির্বাচন কমিশনও। যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জল, স্থল এবং আকাশপথেও নজরদারি চালাচ্ছে নির্বাচন কমিশন।

  • |
Google Oneindia Bengali News

হাইভোল্টেজ ভোট! টানটান উত্তেজনা। কার্যত নজিরবিহীন নিরাপত্তার মোড়কে ভোট হবে নন্দীগ্রামে। সতর্ক নির্বাচন কমিশনও। যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জল, স্থল এবং আকাশপথেও নজরদারি চালাচ্ছে নির্বাচন কমিশন।

ইতিমধ্যে নিরাপত্তা বাড়ানো হয়েছে শুভেন্দু অধিকারীর। ভোট গ্রহণের কয়েক ঘন্টা বাকি থাকতে এবার নিরাপত্তা বাড়ল বাম প্রার্থীরও। ভোট গ্রহণের আগের রাতে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

রাজ্যের ৪ সশস্ত্র পুলিশ মীনাক্ষীর নিরাপত্তায়

রাজ্যের ৪ সশস্ত্র পুলিশ মীনাক্ষীর নিরাপত্তায়

নন্দীগ্রামের সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ের মিছিলে হামলার অভিযোগে কমিশনের দ্বারস্থ হয় সিপিএম। এরপরই বাম প্রার্থীর নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। সেই সিদ্ধান্ত জানানো হয় রাজ্যকে। সেই নির্দেশিকা আসা মাত্র মীনাক্ষী মুখোপাধ্যায়ের নিরাপত্তা বাড়ানো হল। ইতিমধ্যে রাজ্যের ৪ সশস্ত্র পুলিশ তাঁর নিরাপত্তার জন্যে পৌঁছে গিয়েছেন। জানা যায়, মীনাক্ষীর নিরাপত্তায় ছিলেন একজন। কিন্তু গত কয়েকদিন আগেই আক্রান্ত হতে হয় বাম প্রার্থীকে। সবদিক ভেবেই আরও তিনজনকে যুক্ত করা হল মীনাক্ষীর নিরাপত্তায়।

আক্রান্ত হতে হয় মীনাক্ষীকে

আক্রান্ত হতে হয় মীনাক্ষীকে

এবার এপিসেন্টার নন্দীগ্রামে প্রার্থীকে করা হয়েছে মীবাক্ষী মুখোপাধ্যায়কে। একদিকে শুভেন্দু অধিকারী অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়। হেভিওয়েট দুই প্রার্থীর মাঝে একা লড়াই করছেন বামেদের মীনাক্ষী। প্রচারের শুরু থেকে বিজেপিকে আক্রমণ করেন মীনাক্ষী। এমনকি, বিজেপির প্রার্থীকে নিয়েও মানুষের কাছে যান তিনি। কিন্তু প্রচারে বেরিয়ে একাধিকবার তৃণমূলের হুমকি এবং হেনস্থার মুখে পড়তে হয় মীনাক্ষীকে। এমনটাই অভিযোগ। আর সেই অভিযোগে একাধিক প্রতিবাদ করতে দেখা গিয়েছে বাম প্রার্থীকে। এমনকি রাস্তা অবরোধও করেন মীনাক্ষী মুখোপাধ্যায়।

বাম প্রার্থীকে হুমকি তৃণমূল নেতার

বাম প্রার্থীকে হুমকি তৃণমূল নেতার

সিপিএমের অভিযোগ গত কয়েকদিন আগে দাউদপুরে তৃণমূলের বাধা ও হুমকির মুখে পড়তে হয় মীনাক্ষীকে। ওই এলাকায় সিপিএম প্রার্থী প্রচার করলে তৃণমূলের অসুবিধা হবে বলে জানিয়ে মীনাক্ষীকে হুঁশিয়ারি দেওয়া হয় বলে অভিযোগ। এমনকি 'মারাত্মক পরিস্থিতি' জন্যে বাম প্রার্থী দায়ি থাকবেন বলেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এরপরেই কার্যত গর্জে ওঠেন মীনাক্ষী। তিনি বলেন, ''পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও এক জন প্রার্থীকে হেনস্থা করা হচ্ছে। প্রচার তো সবাই করতে পারে। ঘটনার পরে কাউকে গ্রেফতার করা হয়নি। বোঝা যাচ্ছে, কোনও বাহিনী বা প্রশাসন কোনও কাজ করছে না।''

কমিশনের দ্বারস্থ হয় বামেরা

কমিশনের দ্বারস্থ হয় বামেরা

এই ঘটনাকে কেন্দ্র করে চড়তে থাকে উত্তাপ। এই ঘটণায় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় বামেরা কীভাবে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও এই ঘটনা কীভাবে ঘটল তা নিয়ে উঠতে থাকে প্রশ্ন। এরপরেই নড়েচড়ে বসে নির্বাচন কমিশন। বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হয়। এরপরেই মীনাক্ষীর নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় কমিশনের তরফে।

শুভেন্দুকে ঘিরে রাখবে ১৫ জন সিআরপিএফ

শুভেন্দুকে ঘিরে রাখবে ১৫ জন সিআরপিএফ

গত কয়েকদিনে লাগাতার নন্দীগ্রামে প্রচার সেরেছেন শুভেন্দু অধিকারী। সেখানে মাটি কামড়ে পড়ে থেকে প্রচার করেছেন। কিন্ত্রু প্রচারে বারবার মহিলাদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে বিজেপি প্রার্থীকে। কোথাও তাঁর গাড়ি ঘিরে ধরে চলেছে বিক্ষোভ। আবার কোথায় দেখানো হয়েছে কালো পতাকা। তবে বেশিরভাগ জায়গায় মহিলা কর্মীদের ক্ষোভের মুখে পড়তে দেখা গিয়েছে তাঁকে। জানা গিয়েছে সেই কারণেই কমিশনের তরফে নিরাপত্তা বাড়ানো হল নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর। মহিলা বিক্ষোভকারীদের কথা মাথায় রেখেই তাঁর নিরাপত্তায় নিয়োগ করা হল ১৫ জন মহিলা সিআরপিএফ। এতদিন যা নিরাপত্তা পেতেন তা পাবেনই। এবার তাঁর সঙ্গে থাকবে আরও ১৫ জন মহিলা ফোর্স।

English summary
ahead of west bengal assembly election 2021 cpm candidate minakshi mukherjee security high at nandigram
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X