For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শ্যামবাজার সহ শহরের একাধিক জায়গায় উপড়ে পড়েছে গাছ, নবান্নে কন্ট্রোলরুমে মুখ্যমন্ত্রী

শ্যামবাজার সহ শহরের একাধিক জায়গায় উপড়ে পড়েছে গাছ, নবান্নে কন্ট্রোলরুমে মুখ্যমন্ত্রী

Google Oneindia Bengali News

কাঁপতে শুরু করেছে কলকাতা। দুপুরেই ঘনীয়ে এসেছে অন্ধকার। মিনিটে মিনিটে বাড়ছে ঝড়ের তীব্রতা। শহরের বুকে ক্রমশ তীব্র হচ্ছে ঝড়ের গতিবেগ। ইতিমধ্যেই মানিকতলা, শ্যামবাজার সহ শহরের একাধিক রাস্তায় উপড়ে পড়েছে গাছ। উপড়ে পড়েছে বিদ্যুতের খুুটি। পরিস্থিতি পর্যবেক্ষনে নবান্নে কন্ট্রোলরুমে কড়া নজরদারি চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তাণ্ডব শুরু কলকাতা

তাণ্ডব শুরু কলকাতা

ভূমি ছোঁয়ার সঙ্গে সঙ্গে শহরে তাণ্ডব শুরু হয়ে গিয়েছে ঝড়ে। তীব্র হয়েছে ঝড়ে গতিবেগ। তীব্র তার গতি। অন্ধকার হয়ে গিয়েছে কলকাতার আকাশ। পূর্ব কলকাতা যেন কাঁপছে আতঙ্কে। ইতিমধ্যেই ঝড়ের দাপটে শহরের বেশ কিছু রাস্তায় গাছ উপড়ে পড়েছে। শ্যামবাজার, মানিকতলা, বেলেঘাটা, বাইপাস এই এলাকায় তান্ডব বেশি চালাবে ঘূর্ণিঝড় আম্ফান বা আমফান (থাইল্যান্ডের স্থানীয় ভাষায় উম্পুন)। আতঙ্কে ঘরে সিঁধিয়েছেন শহরবাসী।

কন্ট্রোলরুমে মমতা

কন্ট্রোলরুমে মমতা

ঝড়ের পরিস্থিতি আঁচ করতে ইতিমধ্যেই নবান্নে হাজির হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে কনট্রোল রুম থেকে রাজ্যের পরিস্থিতির খোঁজ খবর নিচ্ছেন তিনি। সকাল থেকেই শহরের রাস্তায় দেখা গিেয়ছে মুখ্যমন্ত্রীকে। দুপুরেই তিনি হাজির হন নবান্নে। েসখানে আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে চলেছেন তিনি।

সাগরদ্বীরে ভূমি ছুঁয়েছে আম্ফান

সাগরদ্বীরে ভূমি ছুঁয়েছে আম্ফান

সাগরদ্বীপে ভূমি ছুঁয়েছে আম্ফান। তাণ্ডব চালানো শুরু হয়ে গিয়েছে। হলদিয়া, দক্ষিণ ২৪ পরগানায় চলছে তাণ্ডব। চার ঘণ্টা ধরে ল্যান্ডফল প্রক্রিয়া চলবে আম্ফানের। সর্বোচ্চ ১৮৫ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে আম্ফান। হাওড়ার দাপটে বিধ্বস্ত হলদিয়া শহর। একাধিক বিদ্যুতের খুঁটি গাছ উপড়ে পড়েছে।

শহরে বন্ধ সব উড়ালপুল

শহরে বন্ধ সব উড়ালপুল

আম্ফান তাণ্ডব চালানোর আগেই বন্ধ করে দেওয়া হয়েছে শহরের সব উড়ালপুল। মা উড়ালপুল, এজেসিবোস উড়ালপুলের সামনে লোহার গার্ড বসানো হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে বিমানবন্দর। শহরের রাস্তা শুনশান হয়ে গিয়েছে। গঙ্গার জলস্তর বেড়ে গিয়েছে। রীতিমত ফুঁসছে গঙ্গা।

 আম্ফানের মারণ গ্রাস শুরু ভারতে! ঘূর্ণিঝড়ের 'ল্যান্ডফল'এর শুরুতেই প্রথম মৃত্যু সংবাদ উঠে এল আম্ফানের মারণ গ্রাস শুরু ভারতে! ঘূর্ণিঝড়ের 'ল্যান্ডফল'এর শুরুতেই প্রথম মৃত্যু সংবাদ উঠে এল

English summary
Super Cylcone Amphan start effect Kolkata, CM at Nabanna controllroom,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X