For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এই বইতে রয়েছে শহরের দুর্গা পূজোর আসল দলিল

এই বইতে রয়েছে শহরের দুর্গা পূজোর আসল দলিল

Google Oneindia Bengali News

হাজারো ইতিহাসে উত্থান পতনের সাক্ষী এই শহর। রাজনীতির কচকচানিতে যখন বিদ্ধ তিলোত্তমা ঠিক সেই সময় কলকাতার এতিহ্য জানান দেয় যে এই শহর প্রায় দুই হাজার বছরেরও বেশি প্রাচীন।

উৎসব

উৎসব

শহর কলকাতার সমাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে উৎসব । আর সেই উৎসবগুলির অন্যতম দুর্গাপুজো। ইতোমধ্যেই আমরা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছি এই দুর্গাপুজোকে ঘিরেই কিন্তু কলকাতার দুর্গাপুজো বললেই যাঁদের নাম সর্বাগ্রে উচ্চারত হয় সেই সকল পরিবারের প্রাচীন ইতিহাস নিয়েই কাজ করেছেন গবেষক শুভদীপ রায় চৌধুরী । আর তাঁর এই কাজকে এগিয়ে নিয়ে গিয়েছে কলিখাতা প্রকাশনী ।

লেখকের প্রসঙ্গে

লেখকের প্রসঙ্গে

স্কটিশচার্চ কলেজে নাতক এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়
বা থেকে স্নাতকোত্তর পাশের পর একাধিক আঞ্চলিক বিষয়
৫৪ নিয়ে গবেষণা শুরু করেন তিনি। তবে তাঁর সবচেয়ে প্রিয় বিষয় বালির উৎসবের শিকড়কে খুঁজে বের করা।
আর কাজে বছরের পর বছর গবেষণা। তা নিয়েই তৈরি করলেন বনেদি কলকাতার দুর্গোৎসব নিয়ে এই বইটি।

বই

বই

আপাত দৃষ্টিতে বইটির নাম শুনে শুধু এ আজ ও মাত্র দুর্গাপুজোর রীতিনীতি রচিত হয়েছে বলে মনে করলেও বাস্তবিকই এই বইটি এক ঐতিহাসিক দলিল হিসাবে থেকে যাবে, কারণ এই বইয়ে সাতটি পরিবারের প্রাচীন
ইতিহাস রয়েছে এবং একইসঙ্গে দুর্গাপুজো
সম্পর্কে এতিহাসিক তথ্য রয়েছে।

শুভদীপ বলেন, সেই তালিকায় আছে শোভাবাজার রাজবাড়ি, সাবর্ণ রায় চৌধুরী বাড়ি, বাগবাজার হালদার বাড়ি, হাটখোলার দত্ত বাড়ি, সাদার্ন এভিনিউ এর বনেদি বাড়ি। বইতে দুর্গার ধ্যান ও স্তোত্র বর্ণিত রয়েছে। আশা করি বইটি সাধারণ মানুষজন এবং গবেষকদের ভালো লাগবে' ।

শারদীয়া

শারদীয়া

এই বছরে শারদীয়া নবরাত্রি ২৬ সেপ্টেম্বর শুরু হবে এবং ৫ অক্টোবর পর্যন্ত চলবে। প্রতিপদ তিথি ২৬ সেপ্টেম্বর সকাল ৩টে ২৪ মিনিট থেকে ২৭ সেপ্টেম্বর সকাল ৩টে ৮ মিনিট পর্যন্ত হবে। ২৬ সেপ্টেম্বর সকাল ৬টা ২০ মিনিট থেকে ১০ টা ১৯ মিনিট পর্যন্ত হবে ঘটস্থাপনের শুভ মুহূর্ত। অন্যদিকে, অভিজিৎ মুহুর্তা ২৬ সেপ্টেম্বর সকাল ১১ টা ৫৪ মিনিট থেকে ১২টা ৪২ মিনিট পর্যন্ত চলবে হবে।

প্রথম দিন ২৬ সেপ্টেম্বর মা শৈলপুত্রী পুজো।দ্বিতীয় দিন ২৭ সেপ্টেম্বর মা ব্রহ্মচারিণী পূজা।তৃতীয় দিন ২৮ সেপ্টেম্বর মা চন্দ্রঘন্টা পুজো। চতুর্থ দিন ২৯ সেপ্টেম্বর মা কুষ্মাণ্ডা পুজোপঞ্চম দিন ৩০ সেপ্টেম্বর মা স্কন্দমাতা পূজা। ষষ্ঠ দিন পয়লা অক্টোবর মাতা কাত্যায়নী পুজো। সপ্তম দিন অক্টোবর ২, মা কালরাত্রি পুজো। অষ্টম দিন ৩ অক্টোবর দুর্গা অষ্টমী, মহাগৌরী পুজো মহানবমী। নবম দিন ৪ অক্টোবর মহানবমী, শারদীয়া নবরাত্রির পারণ। দশম দিন ৫ অক্টোবর দশমী, দুর্গা বিসর্জন এবং বিজয়াদশমী

মহালয়ার আগেই চক্ষুদান, নয়ন মেলে তাকালেন এক টনের দুর্গা মহালয়ার আগেই চক্ষুদান, নয়ন মেলে তাকালেন এক টনের দুর্গা

English summary
The book about durga puja
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X