For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে নিরাপত্তায় ঘেরা কলকাতা

শুক্রবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে শহর জুড়েই কড়া নিরাপত্তার বন্দোবস্ত। নিরাপত্তার বলয়ে রেডরোড। যেখানেই হবে মূল অনুষ্ঠান। থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী।

  • |
Google Oneindia Bengali News

শুক্রবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে শহর জুড়েই কড়া নিরাপত্তার বন্দোবস্ত। নিরাপত্তার বলয়ে রেডরোড। যেখানেই হবে মূল অনুষ্ঠান। থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী।

 প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে নিরাপত্তায় ঘেরা কলকাতা

লালবাজার সূত্রে কবর, রেড রোড এলাকাকে ১২৫ টি সেক্টরে ভাগ করা হয়েছে। সেখানে মোতায়েন তিনহাজার পুলিশকর্মী। রেডরোডে থাকবে ৩টি কুইক রেসপন্স টিমের ভ্যান। নজরদারিতে থাকছে ১০ টি ওয়াচ টাওয়ার এবং ১০ টি বাঙ্কার। বম্ব স্কোয়াডের বাহিনীও থাকছে। এছাড়াও থাকছে ১১টি পুলিশ অ্যাসিট্যান্স বুথ ও ১৪ টি অ্যাম্বুল্যান্স। থাকছে রিভাল পেট্রলিং টিমও।

 প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে নিরাপত্তায় ঘেরা কলকাতা

শহরের বিভিন্ন জায়গাতেও কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। ২২ জন ডিসি পদমর্যাদার অফিসার এবং জয়েন্ট সিপি এবং অতিরিক্ত কমিশনাররা টিমগুলির দায়িত্বে থাকছেন। বিশেষ করে রেলস্টেশন এবং মেট্রো স্টেশনগুলোয় থাকছে নজরদারির বন্দোবস্ত। শপিংমল, রেস্তোরাঁ এবং গেস্ট হাউসগুলোতে থাকছে নিরাপত্তার বন্দোবস্ত।

English summary
Security of Kolkata tightened for Republicday celebration
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X