For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, জোকার ইএসআই হাসপাতালে ব্যাপক ভাঙচুর

চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে উত্তাল জোকার ইএসআই হাসপাতাল। রোগী মৃত্যুর পর ব্যাপক ভাঙচুর হাসপাতালের জরুরি বিভাগ এবং আইসিইউতে। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

  • By Oneindiastaff
  • |
Google Oneindia Bengali News

চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে উত্তাল জোকার ইএসআই হাসপাতাল। রোগী মৃত্যুর পর ব্যাপক ভাঙচুর হাসপাতালের জরুরি বিভাগ এবং আইসিইউতে। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চিকিৎসা না পাওয়ার অভিযোগ, রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা জোকার ইএসআই হাসপাতালে

মৃতের পরিবারের দাবি, শুক্রবার তারাতলার বাসিন্দা জ্বরে আক্রান্ত বিবেক সরকারকে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। জ্বরের ওষুধ দিয়েই ছেড়ে দেওয়া হয়েছিল ওই কিশোরকে। শনিবারও একই কাণ্ড ঘটে। রবিবার সকালে ওই কিশোরের অবস্থার অবনতি হওয়ায় ফের নিয়ে যাওয়া হয় ওই হাসপাতালেই। জ্বরের সঙ্গে প্রবল শ্বাসকষ্ট হলেও, দীর্ঘক্ষণ অক্সিজেন ছাড়াই ফেলে রাখা হয় বলে অভিযোগ। এরপর আইসিইউতে নিয়ে যাওয়ার পরেই মারা যায় ওই কিশোর।

কিশোরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে যান প্রতিবেশী ও আত্মীয়রা। অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ করে হাসপাতালে ব্যাপাক ভাঙচুর চালানো হয়। আইসিইউ তছনছ করে দেওয়া হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে অন্য রোগীদের মধ্যেও। জরুরি বিভাগেও ব্যাপাক ভাঙচুর চলে। ভীত-সন্ত্রস্ত চিকিৎসক এবং হাসপাতালকর্মীরা কোনওক্রমে পালিয়ে বাঁচেন। কিছুক্ষণের জন্য বিপর্যস্ত হয়ে হাসপাতালের পরিষেবা। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও রোগী মৃত্যুর ঘটনায় গাফিলতির অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শনিবারও রোগী মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়িয়েছিল টালিগঞ্জের এমআর বাঙ্গুর হাসপাতালে। চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে সেখানেও ব্যাপক ভাঙচুর করা হয়। শহরে একের পর এক এই ধরনের ঘটনায় চিন্তিত চিকিৎসক মহল। চিন্তিত প্রশাসনও।

English summary
Relatives ransack Joka ESI Hospital Kolkata after the death of a Fever patient. Relatives alleges of not giving proper treatment in that Hospital.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X