For Quick Alerts
For Daily Alerts
(ছবি) কলকাতার জল-ছবি: লেন্সবন্দি নানা মুহূর্ত
কলকাতা, ২৫ জুন: কাঠফাটা গরমের পর এখন ঝেঁপে বৃষ্টি হচ্ছে কলকাতায়। কখনও গুঁড়িগুঁড়ি, কখনও মুষলধারে। কখনও আবার মেঘ-বৃষ্টির লুকোচুরি। টুকরো টুকরো ছবি ধরা পড়ল পিটিআইয়ের ক্যামেরায়।

আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে
হাওড়া ব্রিজের ওপর ঘন কালো মেঘের আনাগোনা। ঝেঁপে বৃষ্টি নামার ঠিক আগে।

হুড়মুড় দুদ্দার
বৃষ্টিতে ট্রেন ঢুকতেই হুড়োহুড়ি শুরু। বিধাননগর রোড স্টেশনে তোলা ছবি।

আজি বরিষণ মুখরিত
বৃষ্টি মাথায় নিয়েই পথ চলা। ধর্মতলা চত্বরে।

এল বৃষ্টি ঝেঁপে
রেলভাড়া বৃদ্ধির বিরুদ্ধে মিছিল করছিলেন। আকাশ ভেঙে নামল বৃষ্টি। ভিজে ঢোল কংগ্রেস নেতা মানস ভুঁইঞা, অধীর চৌধুরী প্রমুখ।

বৃষ্টিতেও ক্ষান্ত নয়
কেন্দ্র ও রাজ্য সরকারের নানা নীতির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি বামফ্রন্টের। ধর্মতলা চত্বরে।

পেটের টানে
বৃষ্টি একটু ধরতেই পেটের টানে ফের বেরিয়ে পড়লেন এই ভিক্ষুকরা।