For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২১-এর লক্ষ্যে শুরু লড়াই! সেলিব্রিটিদের নিয়ে বিশেষ পরিকল্পনা গেরুয়া শিবিরের

২০২১-এর নির্বাচনের লক্ষ্যে একগুচ্ছ পরিকল্পনা রয়েছে বিজেপির। দলের কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা জানিয়েছেন, তাদের দলে শুধু সেলিব্রিটিদের নেওয়াই নয়, তাঁদের বিধানসভা নির্বাচনে টিকিটও দেওয়া হবে।

  • |
Google Oneindia Bengali News

২০২১-এর বিধানসভা নির্বাচনের লক্ষ্যে একগুচ্ছ পরিকল্পনা রয়েছে বিজেপির। দলের কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা জানিয়েছেন, তাদের দলে শুধু সেলিব্রিটিদের নেওয়াই নয়, তাঁদের বিধানসভা নির্বাচনে টিকিটও দেওয়া হবে। এমন কী যদি বিজেপি ক্ষমতায় আসে, তাহলে তাদের মন্ত্রীও করা হবে। যদিও বিজেপির এই বক্তব্যকে একযোগে কটাক্ষ করেছে তৃণমূল, সিপিএম এবং কংগ্রেস।

গেরুয়া পতাকার তলায় আনতে টোপ

গেরুয়া পতাকার তলায় আনতে টোপ

বাঙালি সেলিব্রিটিদের বিজেপির পতাকার তলায় আনতে টোপ দেওয়া শুরু করল বিজেপি শিবির। দলের কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা জানিয়েছেন, দলে শুধু সেলিব্রিটিদের নেওয়াই নয়, তাঁদের বিধানসভা নির্বাচনে টিকিটও দেওয়া হবে। এমন কী যদি বিজেপি ক্ষমতায় আসে, তাহলে তাদের মন্ত্রীও করা হবে।

তৃণমূলের মতোই সেলিব্রিটি চায় বিজেপি

তৃণমূলের মতোই সেলিব্রিটি চায় বিজেপি

রাজ্য থেকে লোকসভায় নির্বাচিত তৃণমূলের সেলিব্রিটি তালিকায় রয়েছেন, দেব, নুসরত, মিমি। বিজেপির তালিকায় লকেট। অন্যদিকে রাজ্যসভায় রয়েছেন, রূপা গঙ্গোপাধ্যায়, জর্জ বেকার। বিধানসভায় রয়েছেন, চিরঞ্জিত চক্রবর্তী, দেবশ্রী রায়ের মতো সেলিব্রিটিরা। কিন্তু বিজেপির বিধায়ক সংখ্যা সবে মাত্র সাত। সেই পরিস্থিতিতে সেই তালিকায় সেলিব্রিটি থাকা সম্ভব না হলেও, ভবিষ্যতে চিত্রটা বদলাতে চায় গেরুয়া শিবির।

লোকসভা নির্বাচনের পরেই একঝাঁক তারকা গেরুয়া শিবিরে

লোকসভা নির্বাচনের পরেই একঝাঁক তারকা গেরুয়া শিবিরে

লোকসভা ভোটের পরেই একঝাঁক সেলিব্রিটিকে গেরুয়া শিবিরে দেখা গিয়েছে। এঁদের মধ্যে অগ্নিমিত্রা পাল যথেষ্টই সক্রিয়। তালিকায় অনেকের নাম নিয়েই জল্পনা শুরু হয়েছে।

রাজভবনের প্রীতি সম্মেলন নিয়ে জল্পনা

রাজভবনের প্রীতি সম্মেলন নিয়ে জল্পনা

মুখ্যমন্ত্রী যেদিন সেলিব্রিটিদের নিয়ে বিজয় সম্মিলনীর আয়োজন করেছিলেন, সেদিনই রাজভবনের তরফে প্রীতি সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি ঘিরে জল্পনা তৈরি হয়।

একযোগে কটাক্ষ তৃণমূল, সিপিএম, কংগ্রেসের

একযোগে কটাক্ষ তৃণমূল, সিপিএম, কংগ্রেসের

তবে বিজেপি-র এই সেলিব্রিটি কৌশলকে গুরুত্ব দিতে নারাজ শাসক তৃণমূল। পার্থ চট্টোপাধ্যায় বলেছেন সেলিব্রিটিদের নিয়ে কিছু করতে পারবে না বিজেপি। তিনি বিজেপির প্রতি কটাক্ষ করে বলেছেন, আগে ওরা সবগুলো আসনে প্রার্থী দিক। অন্যদিকে, কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য মনে করেন লোকে সেলিব্রিটি দেখে ভোট দেবে বলে তাঁর মনে হয় না। সিপিএম নেতা শমিক লাহিড়ী বলেছেন, ২০২১-এ ডুবন্ত নৌকা হয়ে যাবে বিজেপি।

English summary
Rahul Singa explains BJP's stand on celebrities on or after 2021 assembly election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X