For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিউ নর্মাল কালীপুজোয় বাজার মাতাচ্ছে পিপিই-কিট পরা রাক্ষস, পটুয়া পাড়ার হট ডিল

নিউ নর্মাল কালীপুজোয় বাজার মাতাচ্ছে পিপিই-কিট পরা রাক্ষস, পটুয়া পাড়ার হট ডিল

Google Oneindia Bengali News

এবারের কালীপুজো অন্যবারের থেকে একেবারেই আলাদা। করোনা আবহে যাকে বলে নিউ নর্মাল উৎসব চলছে গোটা দেশে। বাইরে বেরিয়ে ঠাকুর দেখা, মণ্ডপে ভিড় করা নিষিদ্ধ। বাড়িতে বসে িটভি বা মোবাইলের পর্দায় চোখ রেখেই পুজোর আনন্দে মাতছেন সকলে। এই নিউ নর্মাল কালীপুজো শহরের মণ্ডপগুলিতেও বদল এসেছে। দেখা যাচ্ছে পিপিই কিট পরা রাক্ষস, ভূতদের।

নিউ নর্মাল কালীপুজোয় বাজার মাতাচ্ছে পিপিই-কিট পরা রাক্ষস

পটুয়া পাড়ায় হট ফেভারিট পিপিই কিট পরা রাক্ষস। চাহিদা মেনেই অভিনব সৃষ্টি করেছেন পটুয়া পাড়ার শিল্পীরা। করোনার কোপে এবার তাঁদেরও পকেটে টান পড়েছে। বড় পুজো গুলো কম খরচে নমো নমো করে পুজো সারছে। অনেক বায়না বাতিল হয়েছে। তাই অনেক ভেবে এই পিপিই পরা কিট পরা রাক্ষস তৈরি করেছেন তাঁরা। পিপিই কিটের পাশাপাশি রয়েছে চোখে করোনা প্রোটেকশন চশমাও। এক কথায় সচেতনতাও প্রচার করা হচ্ছে েই রাক্ষসের মূর্তিগুলির মাধ্যমে।

করোনা সংক্রমণের কারণে হাইকোর্টের নির্দেশে নিষিদ্ধ হয়েছে বাজি পোড়ানো। দুর্গাপুজোর মতোই কালীপুজোর মণ্ডপেও দর্শক প্রবেশ নিষিদ্ধ। অনুমতি সাপেক্ষে ক্লাবের কয়েকজনই একমাত্র সেখানে প্রবেশ করতে পারবেন। শোভা যাত্রা করে বিসর্জন করা যাবে না নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে।

English summary
PPE kit rakhas populer in New Normal Kali Puja at Kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X