For Quick Alerts
For Daily Alerts
করোনা নিয় গুজব ছড়ানোর অভিযোগ, গ্রেফতার ১ মহিলা
করোনা নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার হলেন এক মহিলা। পুলিশ সূত্রের খবর পল্লবী শিবানী নামে ওই মহিলা স্মার্ট জুনিয়রস নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য।

তিনি সেখানে পোস্ট করেন নিউ আলিপুরে ১৫ জন করোনা পজিটিভ রোগীর তথ্য গোপন করছে প্রশাসন। পল্লবী ক্যাঙারু কিডস নাম নিয়ে গ্রুপে ছিলেন তিনি। অভিযোগ পাওয়ার পর নিউ আলিপুরের ক্যাঙারু কিডস নামের প্লে স্কুলে যোগাযোগ করে নিউ আলিপুর থানার পুলিশ। কিন্তু স্কুল বন্ধ থাকায় তার কোনও হদিশ পাওয়া যায় নি।
এরপর ওই স্কুলের অভিভাবকদের কাছে জিজ্ঞাসাবাদ করা হয়। খোজ পাওয়া যায় পল্লবীর মোবাইল নম্বর। এরপর তাঁকে বেহালার জ্যোতিষ রায় রোড থেকে গ্রেফতার করে পুলিশ।