For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের মুকুলের নিশানায় মমতা! দেহ 'লোপাটে' স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দাবি

জ্ঞানবন্ত সিং এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মৃতদেহ লোপাট করা হয়েছে। পোস্ট মর্টেম হওয়ার পর মৃতের পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়নি। কিন্তু চোরের মতোসেই দেহ বীরভূমে নিয়ে যাওয়া হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

জ্ঞানবন্ত সিং এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মৃতদেহ লোপাট করা হয়েছে। পোস্ট মর্টেম হওয়ার পর মৃতের পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়নি। কিন্তু চোরের মতো সেই দেহ বীরভূমে নিয়ে যাওয়া হয়েছে। এইজন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা হওয়া উচিত। এফআইআর হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।

ফের মুকুলের নিশানায় মমতা! দেহ লোপাটে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দাবি

বীরভূমে আইনের শাসন নেই। নানুরে গুলিতে মৃত বিজেপি নেতা স্বরূপ গড়াইয়ের বাড়িতে গিয়ে এমনটাই বললেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি বলেন, স্বরূপ গড়াইকে খুন করা হয়েছে, সেই জেলাতেই। অপর এক নেতার বাড়িতে হামলা করা হয়েছে। স্বরূপ গড়াইয়ের বাবার ওপর হামলার ঘটনাও উল্লেথ করেন মুকুল রায়।

মুকুল রায় অভিযোগ করেন বলেন, তিনটি শিশুসন্তানকে নিয়ে স্বরূপ গড়াইয়ের স্ত্রী চোরের মতো এদিক ওদিক করে বেড়াচ্ছেন।

মৃত এসএসকেএম থেকে সরানো নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখনই তাঁর দায়িত্ব এড়াতে পারেন না বলেও মন্তব্য করেন মুকুল রায়। এই কাজে এডিজি ল অ্যান্ড অর্ডার জ্ঞানবন্ত সিংও জড়িয়ে রয়েছেন বলেও অভিযোগ করেছেন মুকুল রায়।

[ পর্যটক বোঝাই নৌকা উল্টে গেল গোদাবরী নদীতে, উদ্ধারে বিপর্যয় মোকাবিলা বাহিনী][ পর্যটক বোঝাই নৌকা উল্টে গেল গোদাবরী নদীতে, উদ্ধারে বিপর্যয় মোকাবিলা বাহিনী]

মুকুল রায়ের অভিযোগ, প্রশাসনের উদ্দেশ্য ছিল মৃতদেহটি যেন দিনের বেলায় জেলায় না ঢুকতে পারে। এদিন দুপুরে নানুরের রামকৃষ্ণপুর গ্রামে যান মুকুল রায়। সঙ্গে ছিলেন প্রাক্তন সাংসদ অনুপম হাজরা। পরিবারের অভিযোগ মূল অভিযুক্ত করিম খানকে এখনও গ্রেফতার করা হয়নি।

 [ বালাকোটের 'হামলা' এবার কলকাতায়! দুর্গাপুজোর থিমে অভিনন্দন বর্তমান] [ বালাকোটের 'হামলা' এবার কলকাতায়! দুর্গাপুজোর থিমে অভিনন্দন বর্তমান]

English summary
Mukul Roy targets Mamata Banerjee to see Swarup Garai's family at Nanur in Birbhum. Swarup Garai was murdered by goons some days back
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X