For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এই জর্জ ফার্নান্ডেজের ইস্তফা চেয়েছিলেন মমতা, আজ অবশ্য শোকজ্ঞাপন করতে ভুললেন না

তখন প্রতিরক্ষামন্ত্রী ছিলেন জর্জ ফার্নান্ডেজ। বিপুল আর্থিক কেলেঙ্কারির স্টিং অপারেশনের ভিডিও প্রকাশ হয়েছিল। তারপরই জর্জের ইস্তফা চেয়েছিলেন তৎকালীন এনডিএ মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য মমতা

  • |
Google Oneindia Bengali News

তখন প্রতিরক্ষামন্ত্রী ছিলেন জর্জ ফার্নান্ডেজ। বিপুল আর্থিক কেলেঙ্কারির স্টিং অপারেশনের ভিডিও প্রকাশ হয়েছিল। তারপরই জর্জের ইস্তফা চেয়েছিলেন তৎকালীন এনডিএ মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য মমতা বন্দ্যোপাধ্যায়। এনডিএ-র বৈঠকের পর পদত্যাগ করেছিলেন জর্জ ফার্নান্ডেজ। তারপরও অবশ্য অটলবিহারী বাজপেয়ীর মন্ত্রিসভা ছেড়ে বেরিয়ে এসেছিলেন বর্তমানে বাংলার মুখ্যমন্ত্রী।

এই জর্জ ফার্নান্ডেজের ইস্তফা চেয়েছিলেন মমতা, আজ অবশ্য শোকজ্ঞাপন করতে ভুললেন না

২০০১ সালের ঘটনা। তেহলকা ডট কম নামে একটি ওয়েবসাইট স্টিং অপারেশন ভিডিও প্রকাশ করেছিল। প্রতিরক্ষামন্ত্রকের বিপুল আর্থিক কেলেঙ্কারির অভিযোগ তোলা হয়েছিল ভিডিওতে। সেই ঘটনায় অভিযোগ উঠেছিল জর্জ ফার্নান্ডেজ, বিজেপি সভাপতি বঙ্গারু লক্ষ্মণ, সমতা পার্টির সভানেত্রী জয়া জেটলির বিরুদ্ধে।

এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পর এনডিও গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছিল। সেই বৈঠকে অবশ্য যোগ দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। আর বৈঠকের পরই জর্জ ফার্নান্ডেজ পদত্যাগ করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ও তা সত্ত্বেও এনডিএ ছেডে দিয়েছিলেন। যেহেতু সরকারের গায়ে দুর্নীতির দাগ লেগেছে, তিনি থাকবেন না সরকারে, যুক্তি দিয়েছিলেন মমতা।

[আরও পড়ুন: জর্জের প্রয়াণে শোকের ছায়া রাজনৈতিক মহলে, মোদী থেকে মমতা শোকজ্ঞাপনে যা বললেন ][আরও পড়ুন: জর্জের প্রয়াণে শোকের ছায়া রাজনৈতিক মহলে, মোদী থেকে মমতা শোকজ্ঞাপনে যা বললেন ]

এদিন অবশ্য জর্জ ফার্নান্ডেজের প্রয়াণে সৌজন্যের রাজনীতিই করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইটারে লেখেন- প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী জর্জ ফার্নান্ডেজের প্রয়াণে আমি গভীর শোকাহত। ট্রেড ইউনিয়নের নেতা হিসেবে তিনি ছিলেন শ্রদ্ধাশীল। আমি তাঁকে কয়েক দশক ধরে চিনি। তাঁর পরিবার এবং গুণমুগ্ধদের জন্য রইল আমার সমবেদনা।

[আরও পড়ুন: প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী জর্জ ফার্নান্ডেজের জীবনাবসান][আরও পড়ুন: প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী জর্জ ফার্নান্ডেজের জীবনাবসান]

English summary
Mamata Banerjee gives condolence for passes away of George Fernandes. She gives reaction and says my condolences to his family and admirers,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X