For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশের নামও পাল্টে দিতে পারেন মোদী! বিজেপির রাজত্বে শঙ্কিত মমতা

বিজেপি নেতা সঙ্গীত সোম মন্তব্য করেছিলেন- ‘তাজমহল দেশের কলঙ্ক, কারণ তাজমহল তৈরি হয়েছিল বিশ্বাসঘাতকের হাতে।’ এরপরই দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। তাতেই নয়া মাত্র যোগ করলেন মমতা।

Google Oneindia Bengali News

তাজমহল বিতর্কে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দলকে 'কাঠগড়া'য় দাঁড় করালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতা সঙ্গীত সোমের করা তাজমহল-মন্তব্যে পরিপ্রেক্ষিতে বাংলার মুখ্যমন্ত্রীর আশঙ্কা- 'কবে না দেশটার নামই বদল করে দেন মোদীজিরা।' তিনি আশঙ্কা প্রকাশ করেন, 'সেদিন বোধহয় আর বেশি দেরি নয়, যেদিন ভারতবর্ষ নাম পরিবর্তন করে বিজেপি নতুন করে ইতিহাস লিখবে।'

[আরও পড়ুন:চলতি মাসেই তাজমহল যাবেন যোগী আদিত্যনাথ, কড়া জবাব সঙ্গীত সোমকেও][আরও পড়ুন:চলতি মাসেই তাজমহল যাবেন যোগী আদিত্যনাথ, কড়া জবাব সঙ্গীত সোমকেও]

দেশের নামও পাল্টে দিতে পারেন মোদী! বিজেপির রাজত্বে শঙ্কিত মমতা

বিজেপি নেতা সঙ্গীত সোম মন্তব্য করেছিলেন- 'তাজমহল দেশের কলঙ্ক, কারণ তাজমহল তৈরি হয়েছিল বিশ্বাসঘাতকের হাতে।' এরপরই দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। মোদী সরকারেক বিঁধে তির্যক মন্তব্য উড়ে আসতে থাকে। সেই তালিকায় এবার নয়া মাত্রা যোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজেপিকে একহাত নিয়ে তিনি বলেন, 'কেন্দ্রের শাসকদল যা করছে তাকে একনায়কতন্ত্র বললেও অত্যুক্তি হয় না। এই কাণ্ডকারখানা গণতান্ত্রিক সরকারের নমুনা নয়। কী করে রাজনৈতিক নেতারা এ ধরনের মন্তব্য করতে পারেন! প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।'

তিনি বলেন, 'বিজেপি নেতারা এখন বিচার করছেন কোনটি মুসলিমের তৈরি, কোনটি খ্রিস্টানের তৈরি। এ ধরনের মন্তব্য দেশের একতার পরিপন্থী। বিজেপি রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই পরিকল্পিতভাবে এ ধরনের মন্তব্য করছেন। দেশের পক্ষে এ ধরনের মন্তব্য মোটেই সুখকর নয়।'

মমতার কথায়, 'সর্বক্ষণ বিষ ছড়াচ্ছেন বিজেপি নেতারা। বিভেদমূলক মন্তব্য করে দেশে আগুন জ্বালানোর চেষ্টা করছেন। উন্নয়ন করা এঁদের লক্ষ নয়, বিদ্বেষ ছড়িয়ে ভোটে জেতাই এঁদের লক্ষ্য। তাই বিজেপিকে নিয়ে যত কম কথা বলা যায় ততই মঙ্গল।'

English summary
Mamata Banerjee attacks Narendra Modi in Taj Mahal debate. She fears that BJP can change the name of the country.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X