For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জোড়া খুনের ঘটনার সমাধান হয়ে গিয়েছে, কয়েকজনকে গ্রেফতার বাকি! রহস্যভেদ করেই জানালেন সৌমেন মিত্র

বুধবার সকালেই ডায়মন্ডহারবারের মহিলা মিঠু হালদারকে আটক করে লালবাজারে নিয়ে আসা হয়। সকাল থেকে দফায় দফায় জেরা শেষে গ্রেফতার মিঠু। তবে ঘটনায় প্রধান অভিযুক্ত হিসেবে খুঁজছে এই মহিলার ছেলে ভিকি হালদারকে।

  • |
Google Oneindia Bengali News

কাঁকুলিয়ায় কর্পোরেট কর্তা সুবীর চাকি (Subir Chaki) এবং তাঁর গাড়ির চালক খুনের ঘটনায় ৭২ ঘন্টায় সাফল্য পেল কলকাতা পুলিশ (Kolkata Police)।

বুধবার সকালেই ডায়মন্ডহারবারের মহিলা মিঠু হালদারকে আটক করে লালবাজারে নিয়ে আসা হয়। সকাল থেকে দফায় দফায় জেরা শেষে গ্রেফতার মিঠু। তবে ঘটনায় প্রধান অভিযুক্ত হিসেবে খুঁজছে এই মহিলার ছেলে ভিকি হালদারকে।

শুধু তাই নয়, এই ঘটনাতে আরও বেশ কয়েকজনকে গ্রেফতার করা হবে বলে জানা যাচ্ছে। এব্যাপারে পুলিশের কাজে লেগেছে উল্টোদিকের বাড়িতে থাকা সিসিটিভি।

খুনের ঘটনায় সমাধান করেছে

খুনের ঘটনায় সমাধান করেছে

শুধু তাই নয়, তিনি জানিয়েছেন, ''আমাদের গোয়েন্দা বিভাগ এবং অন্য অফিসাররা মিলে গড়িয়াহাটের জোড়া খুনের ঘটনায় সমাধান করেছে। তবে আরও কয়েকজনকে গ্রেফতার করা বাকি।''তবে মূল অভিযুক্তকে গ্রেফতার করা সময়ের অপেক্ষা বলে জানিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার। মনে করা হচ্ছে, মহিলার ছেলে ভিকি হালদারই মূল অভিযুক্ত। তাঁকে গ্রেফতার করে ফেললেই কেল্লাফতে বলে মনে করা হচ্ছে!

ওই বাড়ির দিকে নজর

ওই বাড়ির দিকে নজর

উল্লেখ্য, তদন্তে পুলিশ জানতে পারে কয়েকমাস আগে সুবীর চাকি অনলাইনে কাঁকুলিয়ার বাড়ি বিক্রির জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন। তা চোখে পড়ে ভিকি হালদারের। আর সেই সময় থেকেই ওই বাড়ির দিকে নজর। কিন্তু বাড়ির দাম দেড় কোটি টাকা হওয়াতে আর বিশেষ মাথা ঘামায়নি ভিকি। কিন্তু পরবর্তীকালে সম্পত্তির জন্যে বাবাকেও খুন করার চেষ্টা করে সে। এমনকি সেই কারনে জেলেও যেতে হয় তাঁকে। সম্প্রতি জেল থেকে ছাড়া পায় সে।

কলকাতায় আসে ভিকি হালদার

কলকাতায় আসে ভিকি হালদার

জেল থেকে ছাড়া পাওয়ার পরে কাজের সূত্রে কলকাতায় আসে ভিকি হালদার। জানতে পারে সুবীর বাবুর বাড়ি এখনও বিক্রি হয়নি। আর এরপরেই বন্ধুদের নিয়ে সুবীর হালদারের থেকে টাকা আদায় করবে বলে ঠিক করে ফেলে ভিকি। সেই মতো রবিবার বিকেলে সুবীর চাকিকে ডেকে পাঠায়। দোতলার ঘরে কথা চলার সময়ই সুবীর চাকিকে ভয় দেখায় ভিকি হালদার এবং তার দলবল। সেই সময় সুবীর চাকি ভিকি হালদারকে চিনে ফেলেন বলে পুলিশ সূত্রে খবর। ওই পরিস্থিতি ঘাবড়ে গিয়ে যে ছুরি এনেছিল ভয় দেখাতে, তা দিয়েই সুবীর চাকিকে খুন করে বলে পুলিশ সূত্রে খবর। পরে গাড়ির চালকেও খুন করে ভিকি ও তার দলবল। পরে গাড়িতে করে বাড়িও চলে যায় ভিকি। মাকে সব ঘটনা খুলে বলে বাড়ি থেকে বেপাত্তা হয়ে যায়।

English summary
kolkata police commissioner soumen mitra reaction on gariahat murder case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X