For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওমর আবদুল্লার আবেদনে 'সাড়া'! কংগ্রেসকে সামনে রেখেই লড়াই শুরু, উঠছে অভিযোগ

আগে থেকে আবেদন করা সত্ত্বেও ১১ অগাস্ট কলকাতার রানি রাসমনি রোডে তাদের সভার অনুমতি দেয়নি পুলিশ। এমনটাই অভিযোগ তুলল রাজ্য বিজেপি। বিষয়টি নিয়ে বিজেপি হাইকোর্টেও যেতে পারে।

  • |
Google Oneindia Bengali News

আগে থেকে আবেদন করা সত্ত্বেও ১১ অগাস্ট কলকাতার রানি রাসমনি রোডে তাদের সভার অনুমতি দেয়নি পুলিশ। এমনটাই অভিযোগ তুলল রাজ্য বিজেপি। বিষয়টি নিয়ে বিজেপি হাইকোর্টেও যেতে পারে। এই সিদ্ধান্ত নিয়ে কটাক্ষও করেছে বিজেপি। কংগ্রেসকে সামনে রেখেই কলকাতা থেকে লড়াই শুরু কিনা তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকেই।

ওমর আবদুল্লার আবেদনে সাড়া! কংগ্রেসকে সামনে রেখেই লড়াই শুরু, উঠছে অভিযোগ

রাজ্য বিজেপির তরফে জানানো হয়েছে, কলকাতা পুলিস জানিয়েছে, রানি রাসমনি রোডে আগে থেকেই সভার জন্য অনুমতি চেয়ে রেখেছিল কংগ্রেস। সেই জন্য বিজেপিকে ওই দিন সভার জন্য অনুমতি দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেওয়া হয়েছে।

হাইকোর্টে যাওয়ার সম্ভাবনার পাশাপাশি, অমিত শাহের সভার জন্য বিকল্প স্থান নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে রাজ্য বিজেপির তরফে। এব্যাপারে শ্যামবাজার পাঁচমাথার মোড়ের কছা ভাবা হয়েছে। তবে সেবিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি।

রাজ্যের রাজনীতিবিদদের একাংশ বলছেন বাম আমলেও, পুলিশকে দিয়ে একই ধরনের কাজ করা হত। বিভিন্ন বাম সংগঠনের নামে বিভিন্ন জায়গা আগে থাকে বুক করে রাখা হত বলে অভিযোগ। তৎকালীন বিরোধীদের কেউ যদি নির্দিষ্ট জায়গার জন্য আাবেদন করতেন তাহলে, দেখানো হত সেই জায়গা আগে থেকেই অন্য কর্মসূচির জন্য নির্ধারিত। সেই ট্র্যাডিশন এখনও চলছে। তবে সেই কাজ এবার কংগ্রেসকে সামনে রেখে তৃণমূল সরকার শুরু করল কিনা তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।

অমিত শাহের রাজ্য সফরের দিন আগেই পরিবর্তিত হয়েছে। ৩ অগাস্টের পরিবর্তে ১১ অগাস্ট তিনি রাজ্যে আসবেন বলে জানানো হয়েছে।
বিজেপি সূত্র খবর, অমিত শাহ ছাড়াও সেই সমাবেশে যুব মোর্চার সভানেত্রী পুনম মহাজন উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। বেকার সমস্যার সমাধান ও সন্ত্রাস মুক্ত বাংলা গঠনের দাবিতে ওই সমাবেশের ডাক দেওয়া হয়েছে। সমাবেশে প্রায় দুলক্ষ যুবক যোগ দেবেন বলে রাজ্য বিজেপি যুব মোর্চার দাবি।

English summary
Kolkata Police allegedly donot give the permission of Amit Shah's at Rashmani Road on 11th August
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X