For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নীল তিমির আসক্তিতে শীর্ষে কলকাতা, গুগল ট্রেন্ডের তথ্যে আঁতকে উঠবেন আপনিও

নীল তিমির এই মারণ খেলা গ্রাস করেছে দুনিয়াকে। আর নেট দুনিয়ায় এই মারণ খেলার সার্চিংয়ের যে তথ্য সামনে এনেছে গুগল, তা শুনলে আঁতকে উঠতে হয়।

  • |
Google Oneindia Bengali News

ব্লু হোয়েল বা নীল তিমি এখন আর শুধু অনলাইন গেমের নাম নয়। এখন আতঙ্কের অপর নাম হল ব্লু হোয়েল। নীল তিমির এই মারণ খেলা গ্রাস করেছে দুনিয়াকে। আর নেট দুনিয়ায় এই মারণ খেলার সার্চিংয়ের যে তথ্য সামনে এনেছে গুগল, তা শুনলে আঁতকে উঠতে হয়। এবং তা জানলে রাজ্যের মানুষের হৃদকম্প যে আরও বেশ কয়েক গুণ বেড়ে যাবে, তা নিশ্চিত।

নীল তিমির আসক্তিতে শীর্ষে কলকাতা, গুগল ট্রেন্ডের তথ্যে আঁতকে উঠবেন আপনিও

আসলে গুগলের তথ্যেই লুকিয়ে রয়েছে এই আতঙ্কের কারণ। গুগল ট্রেন্ড জানাচ্ছে, বিশ্বের সব থেকে বেশি ব্লু-হোয়েল সার্চ হয়েছে কলকাতা থেকে। শুধু কলকাতাই নয়, বিশ্বের প্রথম ৩০-এর মধ্যে রয়েছে ভারতেরই সাতটি শহর। এমনকী ছোট্ট জেলা শহর হাওড়াও রয়েছে সেই তালিকায়। গুগলের এই তথ্য প্রকাশ্যে আসতেই অভিভাবকরা আতঙ্কে প্রহর গুণতে শুরু করেছেন তাঁদের মোবাইলের-প্রেমী সন্তানদের জন্য।

[আরও পড়ুন:নীল তিমিদের নেশা তাড়াতে বাজারে হাজির গোলাপি তিমি][আরও পড়ুন:নীল তিমিদের নেশা তাড়াতে বাজারে হাজির গোলাপি তিমি]

ব্লু-হোয়েল সার্চিংয়ের বিচারে বিশ্বের ৩০টি প্রধান শহরের নাম উঠে এসেছে গুগল ট্রেন্ডের সমীক্ষায়। সেই সমীক্ষায় দেখা গিয়েছে, এই মারণ খেলার নেশায় তালিকার উপরের দিকে রয়েছে ভারতের সাতটি শহর। আর সবার উপরে রয়েছে শহর কলকাতা। এছাড়াও রয়েছে গুয়াহাটি, চেন্নাই, বেঙ্গালুরু, মুম্বই, দিল্লি এবং হাওড়া।

মুম্বই থেকে শুরু, তারপর একের পর এক পড়ুয়া নীল তিমির মারণ নেশায় আত্মঘাতী হয়েছে। এ রাজ্যের পশ্চিম মেদিনীপুর এবং একের পর এক ঘটনা ঘটেছে কলকাতাতেও। আইআইটি খড়গপুরের ছাত্রীদেরও গ্রাস করেছিল নীল তিমির নেশা। এবার নীল তিমির মারণ খেলার যে তথ্য সামনে এল তা ঘুম কেড়ে নেবে রাজ্যবাসীর।

গুগল ট্রেন্ডে সব থেকে চাঞ্চল্যকর তথ্য, ব্লু-হোয়েলের সার্চিংয়ে কলকাতা পিছনে ফেলে দিয়েছে আমেরিকার একাধিক শহরকেও। গুগল জানিয়েছে, এই গেমের কবলে পড়ছে কিশোর-কিশোরীরাই। গেমের উৎপত্তি হয়েছিল রাশিয়ায়।

এরপর ইউরোপে শতাধিক কিশোর-কিশোরী প্রাণ হারিয়েছে ব্লু-হোয়েলের ছোবলে। ইউরোপের পর এই নীল তিমির নেশা গ্রাস করেছে কলকাতাকে। গুগলে ব্লু-হোয়েল বিষয়ে সার্চ সবথেকে বেশি হয়েছে এই কলকাতাতেই। নীল তিমির অনলাইন গেমে এখন সবার শীর্ষে কলকাতা। আর তাই হয়ে উঠেছে আতঙ্কের কারণ।

English summary
Kolkata is on top in the world in Google search of blue whale game.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X