For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতা পুরসভা নির্বাচনে ভোট বাড়তে পারে তৃণমূলের, বলছে সমীক্ষা

Google Oneindia Bengali News

কলকাতা, ১২ মার্চ : ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে বিজেপি রাজ্যে ক্ষমতায় আসবে কি না তা তো সময়ই বলবে তবে পুরভোটে যে বিজেপি খুব একটা সুবিধা করতে পারবে না তার ইঙ্গিত মিলেছে ভোট সমীক্ষায়। কলকাতা পুরভোটের আগে এবিপি আনন্দ-এসি নিয়েলসন যৌথভাবে একটি জনমত সমীক্ষা চালিয়েছে। তাতে যে চিত্রটা উঠে এসেছে তা অনেকটা এরকমই।

আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী, শেষবারের লোকসভা নির্বাচনের ফলের চেয়েও ভাল ফল করতে পারে শাসক দল তৃণমূল কংগ্রেস। শহরের ১৪৪টি ওয়ার্ডে তৃণমূলের ভোট বাড়তে পারে প্রায় ৬ সমীক্ষায় উঠে এসেছে ১০১ টি ওয়ার্ডে জয়ী হতে পারে শাসক দল।

কলকাতা পুরসভা নির্বাচনে ভোট বাড়তে পারে তৃণমূলের, বলছে সমীক্ষা

রাজ্যের দুই কেন্দ্রের উপনির্বাচনের সময় বিজেপি দাবি করেছিল তৃণমূল কংগ্রেসে বীতশ্রদ্ধ মানুষ। তাই মানুষই তাদের রায় দেবে। কিন্তু নির্বাচনের ফল প্রকাশের পর দেখা গিয়েছিল বড় ব্যবধানে দুটি কেন্দ্র থেকেই জয়ী হয়েছে তৃণমূল। তবে বিরোধীদের প্রশ্ন, গ্রামাঞ্চল থেকে শহরাঞ্চলের মানুষের মধ্যে তৃণমূল কংগ্রেস নিয়ে ক্ষোভ বেশি। তাই উপনির্বাচনে প্রভাব না পড়লেও কলকাতা পুরভোটে এর প্রভাব নিশ্চয় পড়বে।

সমীক্ষায় আর একটি গুরুত্বতূর্ণ যে বিষয়টি উঠে এসেছে তা হল লোকসভা ভোটের পর রাজ্যে আচমকা যে বিজেপি ঝড়ের দাপট বাড়তে শুরু করেছিল, তার তীব্রতা ক্রমশ কমছে। মোদী ম্যাজিক এরাজ্যে সেভাবে কার্যকরী হচ্ছে না। তার উপর বিজেপি সংগঠনের অভাব রয়েছে। পুরসভার ভোটে বিজেপির ভোট ১৫ শতাংশ কমতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

অন্যদিকে বামফ্রন্টের আসন সংখ্যা ৩২ থেকে কম ২৫ হতে পারে বলে সমীক্ষায় উঠে এসেছে। তবে বামফ্রন্টের একমাত্র স্বস্তি লোকসভা ভোটে যেখানে তৃতীয় স্থানে ২৫ শতাংশ ভোট পেয়েছিল বামেরা, তা কিছুটা হলেও বাড়বে পুরভোটে।

তবে পুরভোটে চমকপ্রদ ফল করতে পারে কংগ্রেস। জনমত সমীক্ষা বলছে ৭ টি ওয়ার্ডে জিততে পারে কংগ্রেস।

English summary
Kolkata Municipal corporation election: pre poll survey indicates TMC will win the race
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X