For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এগোচ্ছে ফণী, প্রায় ১ দিন বন্ধ থাকবে কলকাতা বিমানবন্দর! মধ্যরাত থেকে বন্ধ ভুবনেশ্বর বিমানবন্দর

ফণীতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কলকাতা বিমানবন্দরে বিমান চলাচল প্রায় একদিনের জন্য বন্ধ করে দেওয়ার কথা জানানো হল। শুক্রবার সাত সাড়ে নটাথেকে শনিবার সন্ধে ছটা পর্যন্ত সব বিমান বাতিল করে দেওয়া হয়েছে।

Google Oneindia Bengali News

ফণীতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কলকাতা বিমানবন্দরে বিমান চলাচল প্রায় একদিনের জন্য বন্ধ করে দেওয়ার কথা জানানো হল। শুক্রবার সাত সাড়ে নটা থেকে শনিবার সন্ধে ছটা পর্যন্ত সব বিমান বাতিল করে দেওয়া হয়েছে। অন্যদিকে বৃহস্পতিবার মধ্যরাত থেকে ওড়িশার বিমানবন্দরে থেকে সব বিমান বাতিল
করে দেওয়া হয়েছে।

বন্ধ ২ বিমানবন্দর

বন্ধ ২ বিমানবন্দর

ভারতীয় বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ এক নির্দেশিকায় জানিয়েছে, যাত্রীদের অসুবিধা দূর করতে, ও নিরাপত্তা বজায় রাখতে বিমান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশিকায় আরও বলা হয়েছে, এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে ছাড়পত্র পাওয়ার পর ফের বিমান চালানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিমান পরিবহণমন্ত্রী আর্জি

অসামরিক বিমান পরিবহণমন্ত্রী সুরেশ প্রভু বলেছেন, সব অথরিটিকে সতর্ক করা হয়েছে। তারা ঘূর্ণিঝড়ের মোকাবিলায় তৈরি বলেও জানিয়েছেন তিনি। তবে সবকটি
এয়ারলাইন্সের কাছে উদ্ধার ও ত্রাণকাজে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার থেকেই বাতিল বহু বিমান

বৃহস্পতিবার থেকেই বাতিল বহু বিমান

দেশের বিভিন্ন বেসরকারি বিমান সংস্থা বৃহস্পতিবার থেকেই তাদের বিমান পরিষেবা বন্ধ করার কথা জানিয়েছে। ইন্ডিগো বিশাখাপত্তনম থেকে বিমান বাতিল করেছে বৃহস্পতিবার। অন্যদিকে ভিস্তু পরিবর্তন কিংবা বাতিলের জন্য যে ফি নেওয়া হয়ে থাকে তা মকুব করে দিয়েছে। ২ মে থেকে ৫ মের মধ্যে কলকাতা ও ভুবনেশ্বরের মধ্যে চলাচলকারী
বিমানের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে। একই পথ নিয়েছে গো-এয়ার। তারা ভুবনেশ্বর, কলকাতা ও রাঁচির বিমানগুলির জন্য এই সুবিধা দিচ্ছে।

English summary
All flights from Kolkata's Netaji Subhas Chandra Bose International Airport will be cancelled from 9.30pm tomorrow till 6pm on Saturday as Cyclone Fani is expected to make landfall Friday morning
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X