For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২০ সালে কলকাতা বিমানবন্দরে দেখা যাবে নতুন এটিসি

২০২০ সালে কলকাতা বিমানবন্দরে দেখা যাবে নতুন এটিসি

Google Oneindia Bengali News

নতুন বছরেই কলকাতা বিমানবন্দর পেতে চলেছে নতুন এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, নতুন টেকনিকাল ব্লকের নির্মাণ প্রায় শেষের পর্যাযে, কাজ শেষ হয়ে যাবে এই ডিসেম্বরেই। অন্যদিকে এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের কাজ সম্পূর্ণ হতে একবছর সময় লাগবে। যদিও এই এটিসি টাওয়ার বসাতে, যোগাযোগ ব্যবস্থা স্থাপন করতে, নজরদারি ও নেভিগেশন সরঞ্জাম সহ এয়ার ট্রাফিক পরিষেবা চালু করতে করতে আরও একবছর সময় লাগবে। তার অর্থ এটা পুরোপুরি চালু হবে ২০২১ সালের ডিসেম্বরে।

২০২০ সালে কলকাতা বিমানবন্দরে দেখা যাবে নতুন এটিসি


বিমানবন্দর কর্তৃপক্ষের পূর্বাঞ্চলীয় অধিকর্তা এস পি যাদব বলেন, '‌মাটির স্থিরতা এবং টাওয়ারের ডিজাইনের জন্য পুনরায় কাজ শুরু করতে হয়, তার জন্য ছ’‌মাস দেরি হয়। তবে প্রকল্পটির কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। ৪০ শতাংশ কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে, শুধু টাওয়ারের বেসমেন্ট এবং টেকনিকাল ব্লকের তিনটি স্তর করা বাকি রয়েছে। চতুর্থ স্তরের কাজ বর্তমানে চলছে। ডিসেম্বেরর মধ্যে এল–আকৃতির ব্লক তৈরি হয় যাবে। অন্যদিকে এটিসি টাওয়ারটি প্রস্তুত হতে আও ১২ মাস সময় লাগবে।’‌ প্রসঙ্গত, ২০১৭ সালের জুলাই মাসে ৫১.‌‌৪ মিটার উঁচু এটিসি টাওয়ার এবং ৩৩.‌২ মিটার উঁচু পাঁচতলা বিশিষ্ট টেকনিকাল ব্লকের কাজ শুরু হয়। উঁচু কোনও নির্মাণকাজ করতে হলে কঠিন সমস্যার সম্মুখীন হতে হয়। এক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। বহুতল ও টাওয়ারের স্থীতিশীলতা নিশ্চিত করার জন্য প্রায় ১৪ থেকে ৩০ মিটার গভীরতায় প্রায় ৭৯৮টি পাইলকে মাটির নীচে নিয়ে যাওয়া হয়।

৪৫৮ কোটি টাকার এটিএস কমপ্লেক্সে চার তারা বিশিষ্ট ঘর থাকছে, যেটি গ্রীণ বিল্ডিং বলে পরিচিত। এর সঙ্গে থাকবে বৃষ্টির জল থেকে উৎপন্ন হওয়া ৯,২০০ কিলো ওয়াট থেকে ৪,৮০০ কিলো ওয়াট বিদ্যুত শক্তি। যেখান থেকে বহুতলের বৈদ্যুতিন জিনিসগুলি চলবে। বহুতলে থাকছে ৩১,০০০ স্কোয়ার ফিটের সবুজ জায়গা। টাওয়ারের উচ্চতা ৩৪মিটার থেকে বাড়িয়ে ৫১.‌‌৪ মিটার করা হয়েছে। টেকনিকাল হাউসে ৭৫০ জনের মতো বসতে পারবে, তাদের মধ্যে অধিকাংশই নিয়ন্ত্রক ও প্রযুক্তিবিদ। ২০০টি গাড়ি ও ১০০টি বাইক পার্ক করার জায়গাও থাকছে।

এমন দূষণ চললে ২০৩০ সালে কোথায় গিয়ে পৌঁছবে বিশ্বের তাপমাত্রা! জানেন কিএমন দূষণ চললে ২০৩০ সালে কোথায় গিয়ে পৌঁছবে বিশ্বের তাপমাত্রা! জানেন কি

English summary
work began on 2017, July 27 with a 51.4 meter high ATC tower and a 33.2 meter high technical block,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X