For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'নমো এগেইন পোশাকে' আপত্তি! জয় শ্রী রাম স্লোগানেও বাধা নিউটাউনের ইকো পার্কে

'নমো এগেইন পোশাকে' আপত্তি! ইকো পার্কের মধ্যে এবার জয় শ্রী রাম স্লোগানে আপত্তি

  • |
Google Oneindia Bengali News

জয় শ্রী রাম বিতর্ক এবার ইকো পার্কেও! ভোটের আগে রাজ্য-রাজনীতিতে জড়িয়ে গিয়েছে রাম নাম। বিশেষ করে ভিক্টোরিয়া মেমোরিয়ালে প্রধানমন্ত্রী মোদীর সামনে মুখ্যমন্ত্রীকে জয় শ্রী রাম স্লোগানের পর থেকেই উত্তাল রাজ্য-রাজনীতি। আর বিধানসভা ভোটের আগে এই বিষয়টিকেই ইস্যু করতে চাইছে বিজেপি। আর তাই রাজ্য নেতারা তো বটেই, বঙ্গ সফরে এসে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডাও মমতার আপত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন। এমনকি, হলদিয়াতেও মোদীর ভাষণে ছিল রামের নাম। মমতাকে এবার রামকার্ডে বাংলার জনতা বিদায় দেবে বলেও মন্তব্য করেছিলেন মোদী। কিন্তু এবার শ্রী রাম আঁচ এসে পড়ল কলকাতার অন্যতম জনপ্রিয় পার্কে।

 নমো এগেইন পোশাকে পার্কের ঢুকতেই আটকানো হয় যুবকদের!

নমো এগেইন পোশাকে পার্কের ঢুকতেই আটকানো হয় যুবকদের!

অভিযোগ ইকো পার্কে যান বেশ কয়েকজন যুবক-যুবতী। সবার পরনেই ছিল গেরুয়া রংয়ের পোশাক। টিশার্টের বুকে তাঁদের লেখা, 'নমো এগেইন'! গত লোকসভা ভোটের আগেও এমন পোশাক পরে বেশ কিছু যুবক-যুবতীর ফ্ল্যাশ-মবের ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। সম্ভবত সেই ভিডিও শ্যুট করতেই হয়তো ইকো পার্কে একদল যুবক-যুবতি গিয়েছিল বলে খবর। কিন্তু তাঁদের ঢুকতেই দেওয়া হল না নিউ টাউনের ইকো পার্কে। পার্কে আসা যুবক-যুবতীদের কিছু প্ল্যাকার্ডও ছিল। কিন্তু পার্কে থাকা নিরাপত্তা কর্মীরা তাঁদের সাফ জানিয়ে দেয় যে এভাবে প্ল্যাকার্ড হাতে ঢোকা যাবে না সেখানে।

 জয় শ্রী রাম স্লোগানেও আপত্তি!

জয় শ্রী রাম স্লোগানেও আপত্তি!

প্ল্যাকার্ড, ফ্লেক্সে আপত্তি থাকলে সঙ্গে সঙ্গেই সমস্ত যুবক-যুবতী তা সরিয়ে দেয়। কিন্তু সেখানে জয় শ্রী রাম স্লোগান দিতেও নিষেধ করা হয় বলে অভিযোগ। এমনকি পুলিশ আধিকারিকরা এসেও তাঁদের বাধা দেয় বলে অভিযোগ। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেই ভিডিও। যেখানে দেখা যাচ্ছে যে পুলিশ আধিকারিকরা যুবক-যুবতীদের বাঁধা দিচ্ছে। এমনকি পোশাক নিয়েও প্রশ্ন তুলছে। ভিডিওতে এক যুবককে বলতেও শোনা যাচ্ছে যে, এটি কোনও রাজনৈতিক দলের পোশাক। প্রধানমন্ত্রীর ছবি থাকা পোশাক পড়তে পারব না আমারা? এক সময়ের নিরাপত্তারক্ষীদের বলতেও শোনা যায় না যে, এখানে কোনও রাজনীতি করা চলবে না। প্রায় ঘন্টাখানেক ধরে চলে এই বচসা। এরপর ঘটনাস্থল ছেড়ে চলে যায় য়ই যুবক-যুবতীদের দল।

ভিডিও পোস্ট করে তৃণমূল সরকারকে সাম্প্রদায়িক বললেন শুভেন্দু!

ভিডিও পোস্ট করে তৃণমূল সরকারকে সাম্প্রদায়িক বললেন শুভেন্দু!

ভিডিও ভাইরাল হওয়ার পরেই তাঁর সোশ্যাল মিডিয়াতে ইকো পার্কের ভিডিওটি পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। গোটা ভিডিওটি টুইট করেন রাজ্যের শাসক দলকে তীব্র আক্রমণ করেন শুভেন্দু। বলেন, এই সরকার '‌সাম্প্রদায়িক'‌ । এমনকি, পুলিশ প্রশাসনকে তৃণমূল সরকার হাতের পুতুল বানিয়ে রেখেছে বলেও অভিযোগ শুভেন্দুর।

বঙ্গ রাজনীতিতে রাম-নামের বাড়বাড়ন্ত!

বঙ্গ রাজনীতিতে রাম-নামের বাড়বাড়ন্ত!

ভিক্টোরিয়ার ঘটনার পর থেকেই বঙ্গ রাজনীতিতে রাম-নামের বাড়বাড়ন্ত আরও বেড়েছে। গত লোকসভা নির্বাচনের আগে একাধিকবার জয় শ্রী রাম স্লোগান শুনলেই রেগে যাওয়ার ছবি কিংবা ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে। কিন্তু সাম্প্রতিক কালে এমন ঘটনা এখনও যায়নি। কিন্তু ভিক্টোরিয়া কান্ডের পর ফের রাজ্য-রাজনীতিতে শ্রী রাম স্লোগান। গত কয়েক সপ্তাহে একাধিক শ্রী রাম স্লোগান দিয়ে বিধানসভা অধিবেশন বয়কট করেছে বিজেপির বিধায়করা। এমনকি, সম্প্রতি বাজেট পড়া কালীন মুখ্যমন্ত্রীর সামনেই ওঠে শ্রী রাম স্লোগান। আর এই স্লোগান এবং মুখ্যমন্ত্রীর আপত্তিকেই এবার বিধানসভা ভোটের আগে ইস্যু করতে চায় বিজেপি। আর তাই রাজ্য নেতারা তো বটেই, বঙ্গ সফরে এসে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডাও মমতার আপত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন। এমনকি, হলদিয়াতেও মোদীর ভাষণে ছিল রামের নাম।

ছবি সৌ:শুভেন্দু অধিকারীর টুইটার

তারাপীঠে ভরল না মাঠ, ঝাড়গ্রামে ফাঁকা থাকল চেয়ার! নাড্ডার বঙ্গ সফর নিয়ে চিন্তায় রাজ্য বিজেপিতারাপীঠে ভরল না মাঠ, ঝাড়গ্রামে ফাঁকা থাকল চেয়ার! নাড্ডার বঙ্গ সফর নিয়ে চিন্তায় রাজ্য বিজেপি

English summary
joy sri ram slogan prob at eco park
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X