For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উচ্চ মাধ্যমিকে প্রথম হুগলির অর্চিস্মান পাণিগ্রাহী, দেখে নিন মেধা তালিকা

উচ্চমাধ্যমিকে সাফল্য পাওয়া ছাত্রছাত্রীদের তালিকায় একেবারে উপরে রয়েছে হুগলি কলেজিয়েট স্কুলের অর্চিস্মান পাণিগ্রাহীর নাম। সে এইবছর উচ্চ মাধ্যমিকে ৯৯.২ শতাংশ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে।

  • |
Google Oneindia Bengali News

উচ্চমাধ্যমিকে সাফল্য পাওয়া ছাত্রছাত্রীদের তালিকায় একেবারে উপরে রয়েছে হুগলি কলেজিয়েট স্কুলের অর্চিস্মান পাণিগ্রাহীর নাম। সে এইবছর উচ্চ মাধ্যমিকে ৯৯.২ শতাংশ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে। আর কোন জেলার কোন স্কুলের ছাত্রছাত্রীরা রয়েছেন মেধাতালিকায়, দেখে নেওয়া যাক একনজরে।[আজ উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ, কোন ওয়েবসাইটে জানবেন ফলাফল?]

উচ্চ মাধ্যমিকের মেধা তালিকা দেখে নিন একনজরে

  • উচ্চমাধ্যমিকে ফের একবার শহর কলকাতাকে পিছনে ফেলে এগিয়ে গেল জেলার স্কুলগুলি। আর এবার প্রথম স্থানাধিকারীর নাম উঠে এল হুগলি থেকে। হুগলি কলেজিয়েট স্কুলের অর্চিস্মান পাণিগ্রাহী ৯৯.২ শতাংশ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে।[প্রকাশিত উচ্চমাধ্যমিকের ফল, ফের কলকাতাকে টেক্কা জেলার, পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর]
  • এরপরে দ্বিতীয় স্থানে রয়েছে দুজন। শ্রীরামকৃষ্ণ বিদ্যালয়ের ময়াঙ্ক চট্টোপাধ্যায় ও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের উপমন্যু চক্রবর্তী। দুজনের প্রাপ্ত নম্বর ৯৮.৪ শতাংশ।
  • তৃতীয় স্থানে রয়েছে হুগলি আরামবাগের শুভম সিনহা ও বাঁকুড়া জেলা স্কুলের সুরজিত লোহার। দুজনেই পেয়েছে ৯৭.৮ শতাংশ নম্বর।
  • এরপরে চতুর্থ স্থানে রয়েছে জলপাইগুড়ির চিন্ময় অধিকারী, আদর্শ আগরওয়াল। দুজনেই পেয়েছে ৯৭.২ শতাংশ নম্বর।
  • পঞ্চম স্থানে ময়নাগুড়ির হিরন্ময় রায়. শমীক দত্ত, আসানসোলের রোহিত কুমার, শুভদীপ সিংহ মহাপাত্র। এরা প্রত্যেকেই ৯৭ শতাংশ নম্বর পেয়েছেন।
  • ষষ্ঠ স্থানে মঞ্জিষ্ঠা সাহা কলকাতায় মেয়েদের মধ্যে প্রথম হয়েছে। মঞ্জিষ্ঠা বিদ্যাভারতী স্কুলের ছাত্রী। এছাড়া নরেন্দ্রপুর মিশনের ধ্রুবজ্যোতি সেনও ষষ্ঠ স্থান পেয়েছেন। দুজনের প্রাপ্ত ৯৬.৮ শতাংশ নম্বর।
  • সপ্তম স্থানে রয়েছে ময়নাগুড়ির সৃজয় মল্লিক, রণদীপ কুমার মাহাতো, রৌনক নন্দী, নরেন্দ্রপুরের অরণ্য দত্ত, ডায়মন্ড হারবারের স্বয়ংপ্রভ সাহু, দমদম কিশোরভারতীর সুপ্রকাশ পাল, বারাসতের ঋত্বিক বিশ্বাস। এরা সকলেই পেয়েছে ৯৬.৬ শতাংশ নম্বর।
  • অষ্টম স্থানে রয়েছে তুফানগঞ্জের দেবাশিস সাহা, কোচবিহারের কৌশিক দাস, আরাঙ্কু পাণ্ডে, মেদিনীপুরের কণ্টাইয়ের নৌরিন হাসান, তমলুকের বৈদ্যুর্য নায়ক, পূর্ব মেদিনীপুরের সৌম্যদীপ মন্ডল, সেন্ট লরেন্স স্কুলের সুপ্রতীম কুণ্ডু, নবনালন্দ স্কুলের ঋদ্ধ মুখার্জী ও টাকী গভর্মেন্ট স্কুলের ওলিপ্রিয়া দাস। এরা সকলেই ৯৬.৪ শতাংশ নম্বর পেয়েছে।
  • নবম স্থানের ছাত্রছাত্রীরা পেয়েছে ৯৬.২ শতাংশ নম্বর। তার মধ্যে রয়েছে জেনকিন্স স্কুলের দেবমাল্য সরকার, শুভদীপ সরকার, ঋদ্ধিমান সাহা, গুহলির অনন্যা নেমো, দীব্যদীপ চ্যাটার্জি, পিনাকি চ্যাটার্জি। এছাড়া বাঁকুড়ার শুভদীপ মন্ডল, দেবজ্যোতি গাঙ্গুলি, অঙ্কিতা শীল, সায়ন্তী কুণ্ডু, মানবেন্দ্র দাস, আফতাব হুসেন।
  • দশম স্থানে যারা রয়েছে তারা পেয়েছে ৯৬ শতাংশ নম্বর। এর মধ্যে রয়েছে দার্জিলিংয়ের কাজী দিলরুবা খানম, রায়গঞ্জ করোনেশন স্কুলের কুশল মোদক, বাঁকুড়ার জয়শ্রী নন্দী, বীরভূমের সৌরীশ ব্যানার্জি, কলকাতার সাউথ পয়েন্ট স্কুলের বৈষ্ণ বিশ্বাস, টাকী স্কুলের রুহু ঘোষ, হাওড়ার ইমান বর্মন, ও রহড়া রামকৃষ্ণ মিশন স্কুলের সৌমিক দাস।
English summary
Higher Secondary results 2017 : See the complete merit list of students
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X