For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রেসিডেন্সিতে বিক্ষোভের মুখে রাজ্যপাল, ছাত্র-আন্দোলনের কঠোর সমালোচনায় শিক্ষামন্ত্রী

রাজ্যপালের গাড়িকে ঘিরে বিক্ষোভ দেখানোর প্রতিবাদ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘আন্দোলনের একটা শালীনতা থাকা উচিত।’

  • |
Google Oneindia Bengali News

প্রেসিডেন্সিতে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যপাল কেশরানীথ ত্রিপাঠী। আর এই ঘটনায় ছাত্রছাত্রীদের আন্দোলনকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তীব্র সমালোচনা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রাজ্যপালের গাড়িকে ঘিরে বিক্ষোভ দেখানোর প্রতিবাদ করে শিক্ষামন্ত্রী বলেন, 'আন্দোলনের একটা শালীনতা থাকা উচিত। কিন্তু এখন শালীনতা না রেখেই আন্দোলন করা হচ্ছে। এটা ঠিক নয়।'

প্রেসিডেন্সিতে বিক্ষোভের মুখে রাজ্যপাল, ছাত্র-আন্দোলনের কঠোর সমালোচনায় শিক্ষামন্ত্রী

[আরও পড়ুন:নিৃগৃহীতা ছাত্রীর পাশে মমতা, তৃণমূলের চাপেই আত্মসমর্পণ ছাত্র সংসদের জিএসের ][আরও পড়ুন:নিৃগৃহীতা ছাত্রীর পাশে মমতা, তৃণমূলের চাপেই আত্মসমর্পণ ছাত্র সংসদের জিএসের ]

এদিন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল লাইব্রেরির উদ্বাধন করতে এসেছিলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। এই অনুষ্ঠানের আয়োজন সত্ত্বেও ছাত্ররা আন্দোলন ছেড়ে নমনীয় হল না। বিশ্ববিদ্যালয়ে ছাত্রাবাসে আবাসিক ফেরানোর দাবিতে আন্দোলন চলছিল আগে থেকেই। রাজ্যপাল আসতেই তাঁর গাড়ি আটকে বিক্ষোভ দেখানো হয়।

এই ঘটনা শুনেই তীব্র সমালোচনা করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, 'রাজ্যপাল আমাদের সাংবিধানিক প্রধান। তাঁর প্রেসিডেন্সিতে আগমনের দিন এভাবে আন্দোলন করা উচিত হয়নি ছাত্রছাত্রীদের। কলেজ-বিশ্ববিদ্যালয়ের সম্মানের কথা ভেবে তাঁদের এই আন্দোলন থেকে বিরত হওয়া উচিত ছিল।'

উল্লেখ্য, প্রেসিডেন্সির হিন্দু হস্টেলে দীর্ঘদিন ধরে সংস্কার চলছে। প্রথমে বলা হয়েছিল, ১ বছরের মধ্যে হস্টেলে ফেরানো হবে আবাসিকদের। কিন্তু তারপর কেটে গিয়েছে আড়াই বছর। তবু আবাসিকদের ফেরানো হয়নি। আবাসিক ফেরানোর দাবিতেই পড়ুয়ারা আন্দোলনে শামিল হয়। পড়ুয়ারা রাজ্যপালের কাছেও তাঁদের এই আর্জি জানাতে আন্দোলনের মাত্রা বাড়ান। তাতেই বিপত্তি ঘটে। ছাত্রছাত্রীদের আন্দোলন সমালোচনার মুখে পড়ে।

[আরও পড়ুন:দিলীপ ঘোষের পিছনের সারিতে চলে গেলেন মুকুল! তীব্র শ্লেষ 'বাচ্চা-ছেলে'র গলায়][আরও পড়ুন:দিলীপ ঘোষের পিছনের সারিতে চলে গেলেন মুকুল! তীব্র শ্লেষ 'বাচ্চা-ছেলে'র গলায়]

English summary
Governor Kesharinath Tripathi faces protest movement of Presidency Student. Education minister Partha Chatterjee reacts for students
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X