For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মদন মিত্রের ভবানীপুরের বাড়িতে আগুন, ঘটনাস্থলে দমকলের ৩ টি ইঞ্জিন

কামারহাটির তৃণমূল (trinamool congress) বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের (madan mitra) বাড়িতে আগুন (fire)। খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে যায় দমকলের ৩ টি ইঞ্জিন। তবে কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব

Google Oneindia Bengali News

কামারহাটির তৃণমূল (trinamool congress) বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের (madan mitra) বাড়িতে আগুন (fire)। খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে যায় দমকলের ৩ টি ইঞ্জিন। তবে কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে দমকল। মূলত একতলার বসার ঘরেই এই আগুন লেগেছিল। আগুন লাগার কারণ অনুসন্ধান করছে দমকল।

একতলার ঘরে আগুন

একতলার ঘরে আগুন

জানা গিয়েছে, একতলার যে ঘরে আগুন লাগে সেখানে মদন মিত্রের ছেলে থাকতেন। সেঘরে মদন মিত্রের অনেক কাগজপত্র, আসবাব, জামা কাপড়ও ছিল। সব কিছুই আগুন ভস্মীভূত হয়েছে। প্রাথমিক তদন্তে দমকল জানিয়েছেন ওয়াটার পিউরিফায়ারা থেকে আগুন লাগে। প্রথমে একটি কাপড় দিয়ে বাড়ির লোকেরাই আগুন নেভানোর চেষ্টা করলে আগুন আরও ছড়িয়ে পড়ে।

প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান প্রতিবেশীরা

প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান প্রতিবেশীরা

দক্ষিণ কলকাতার ভবানীপুর আক্ষরিক অর্থেই ঘিঞ্জি এলাকা। একটি বাড়ির সঙ্গে পাশের বাড়ি একেবারে প্রায় সঙ্গে লাগোয়া। যার জেরে মদন মিত্রের বাড়িতে আগুন থেকে প্রতিবেশীরা আতঙ্কিত হয়ে পড়েন। আশপাশের সবাই আগুন নেভানোর কাজে হাত লাগান। বাড়ির সবাই বাইরে বেরিয়ে আসেন।

মদন মিত্রের প্রতিক্রিয়া

মদন মিত্রের প্রতিক্রিয়া

এই পরিস্থিতির মধ্যেই অসুস্থ হয়ে হয়ে পড়েন মদন মিত্র। বাড়ির বাইরে তাঁকে বসিয়ে অক্সিজেন দিতে হয়। তিনি বলেন, হঠাৎ ধোঁয়া থেকে তিনিই চেঁচামেচি শুরু করেন। তখনও তিনি বুঝতে পারেননি, আগুন তাঁদের বাড়িতেই লেগেছে। সেই পরিস্থিতিতেও মদন মিত্র সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, বড় দুর্ঘটনা ঘটতে পারত। সবাই ঠিক সময়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন। তিনি বলেন, দেড়শো বছরের পুরনো বাড়ি, আগে কৎনও এরকম হয়নি। তবে তিনি দক্ষিণেশ্বরের ফ্ল্যাটে থাকেন। মিটিং থাকায় তিনি ভবানীপুরের বাড়িতে এসেছিলেন। মদন মিত্র বলেন, নিচের ছেলের সঙ্গে বাড়ির কনিষ্ঠতম সদস্য নাতি থাকত। কিন্তু তিনি আসায় নাতি ছিল তাঁর কাথে। নইলে আরও বড় বিপদ হতে পারত।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ধন্যবাদ

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ধন্যবাদ

আগুন লাগার আঁচ করতেই মদন মিত্র ফোন করেছিলেন দমকল মন্ত্রী সুজিত বসুকে। সঠিক সময়ে দমকল আসায় এবং আগুন সময় মতো নিভে যাওয়ায় বড় ক্ষতি তেমন হয়নি। আগুন সময়মতো নিভে যাওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, পুলিশ ও দমকলকে তিনি ধন্যবাদ জানিয়েছেন।

ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা, মহাত্মা গান্ধীর প্রপৌত্রীর ৭ বছরের জেলের সাজাব্যবসায়ীর সঙ্গে প্রতারণা, মহাত্মা গান্ধীর প্রপৌত্রীর ৭ বছরের জেলের সাজা

English summary
Fire brokes out at TMC MLA Madan Mitra's Bhawanipur residance
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X