For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকুল রায় 'ম্যাজিক'! এবার দলবদল প্রাক্তন হেভিওয়েট বাম সাংসদের

এবার দলবদল করলেন প্রাক্তন ফরওয়ার্ড ব্লক সাংসদ নরহরি মাহাত। মুকুল রায়ের হাত ধরে তিনি বিজেপিতে যোগ দেন।

  • |
Google Oneindia Bengali News

এবার দলবদল করলেন প্রাক্তন ফরওয়ার্ড ব্লক সাংসদ নরহরি মাহাত। মুকুল রায়ের হাত ধরে তিনি বিজেপিতে যোগ দেন। নরহরি মাহাত বিজেপিতে যোগ দেওয়ায় পুরুলিয়ায় বিজেপি শক্তিশালী হবে বলেই অভিমত রাজনৈতিক মহলের একাংশের। ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে বলা হয়েছে, ওই নেতা দলত্যাগ করায় দলের কোনও ক্ষতি হবে না।

দায়িত্ব পাওয়ার পরেই তৎপরতা পুরোদমে

দায়িত্ব পাওয়ার পরেই তৎপরতা পুরোদমে

গোবলয়ে প্রতিষ্ঠান বিরোধী হাওয়ার জেরে বিজেপির পাখির চোখ পশ্চিমবঙ্গ তথা পূর্বাঞ্চল। সেই মতো কাজ শুরু হয়েছে। মুকুল রায়ের দাবি রাজ্য থেকে কমপক্ষে ২৬ টি আসন পাবে বিজেপি। দিন কয়েক আগে দলের রাজ্যের নির্বাচন কমিটির মাথায় মুকুল রায়কে বসান সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। নতুন পদে আসার পর থেকেই তৎপরতা শুরু করে দিয়েছেন মুকুল রায়। কোনও সময় জঙ্গলমহল তো কোনও সময় অভিযেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র। বিরোধী দল থেকে বিজেপিতে যোগ দেওয়ার হিড়িক শুরু হয়েছে। বৃহস্পতিবার মুকুল রায়ের সঙ্গে বৈঠকের পর এবার বিজেপিতে যোগ দিলেন পুরুলিয়ার প্রাক্তন ফরওয়ার্ড ব্লক সাংসদ নরহরি মাহাত।

নরহরি মাহাতোর পরিচিতি

নরহরি মাহাতোর পরিচিতি

বাম রাজনীতিতে পুরুলিয়ার পরিচিত মুখ নরহরি মাহাত। ১২ বছর ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক ছিলেন তিনি। ২০০৬ সালে পুরুলিয়া কেন্দ্র থেকে উপনির্বাচনে জয়ী হয়ে লোকসভায় যান। ২০০৯ সালেও ওই কেন্দ্র থেকেই জেতেন তিনি। তবে ব্যবধান অনেকটাই কমে গিয়েছিল। তবে ২০১৪-র নির্বাচনের তৃণমূলের কাছে হেরে যান তিনি।

তৃণমূলের পাশাপাশি যোগাযোগ বাম মহলেও

তৃণমূলের পাশাপাশি যোগাযোগ বাম মহলেও

তৃণমূলের ৮-১০ জনের সঙ্গে মুকুল রায়ের যোগাযোগের ইঙ্গিত করেছিলেন তৃণমূল নেত্রী মুকুল রায়। জবাবে তিনি বলেছিলেন, সাংসদ-মন্ত্রী-সহ কমপক্ষে ২০-২২ জনের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছে। আর নরহরি মাহাতোকে বিজেপিতে আনার পর মুকুল রায় স্পষ্ট করে দিলেন, শুধু তৃণমূলই নয়, বামদলগুলির নেতাদের সঙ্গেও তাঁর সমান যোগাযোগ রয়েছে।

দলের ক্ষতি হবে না, দাবি ফরওয়ার্ড ব্লকের

দলের ক্ষতি হবে না, দাবি ফরওয়ার্ড ব্লকের

ফরওয়ার্ড ব্লকের দাবি, নরহরি মাহাত বিজেপিতে যোগ দেওয়ায় তাদের কোনও ক্ষতি হবে না। তিনি আদর্শচ্যুত বলে বাদি করেছে ফরওয়ার্ড ব্লক। দলীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি জেলা সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল নরহরি মাহাতকে।

English summary
Ex Forward Block MP Narahari Mahato joined BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X