For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বনেদি বাড়ির দুর্গা ২০২০: সখী বেশে জানবাজারের রাণি রাসমণির বাড়ির পুজো করেছিলেন রামকৃষ্ণ

বনেদি বাড়ির দুর্গা ২০২০: সখী বেশে জানবাজারের রাণি রাসমণির বাড়ির পুজো করেছিলেন রামকৃষ্ণ

  • |
Google Oneindia Bengali News

উত্তর থেকে দক্ষিণ, কলকাতার বনেদি বাড়ির দুর্গা পুজোয় লুকিয়ে রয়েছে নানা ইতিহাস। মধ্য কলকাতায় এমনই এক ঐতিহ্যের পুজো জানবাজারের রাণি রাসমণি দেবীর বাড়ির পুজো। কলকাতার এই বনেদি বাড়ির পুজো এবার ২৩১ তম বর্ষে পা দিল।

পুজা শুরুর ইতিহাস

পুজা শুরুর ইতিহাস

১৭৯০ সাল থেকে সাবেক কলকাতায় এই পুজো শুরু। রানি রাসমণির শ্বশুরমশাই প্রিতিরাম দাস মহাশয় এই পুজো শুরু করেছিলেন। প্রিতিরাম বাবুর পর তাঁর ছেলে রাসমণি দেবীর স্বামী বাবু রাজ চন্দ্র দাস এই পুজোর চালিয়ে যান। এই বাবু রাজচন্দ্রের নামেই বাবুঘাটের নামকরণ।

রাণির বাড়ির পুজো

রাণির বাড়ির পুজো

পরবর্তী সময় স্বামী রাজচন্দ্রের মৃত্যুর পর ১৮৩৬ সাল থেকে রানি রাসমণি এই পুজোর দায়িত্ব নিয়েছিলেন। ১৮৬১ সালে রানি রাসমণি দেবীর মৃত্যুর পর তাঁর জামাতা মথুরবাবু পুজোর দায়িত্ব নেন। রানির আমলে রাজবাড়িতে ধুমধাম করে পুজো হত। আজও তাঁর পরিবারের উত্তরসূরিরা নিষ্ঠা ভরে সেই পুজো করে আসছেন।

সখী বেশে রানি রাসমণির বাড়ি পুজো করে যান রামকৃষ্ণ

সখী বেশে রানি রাসমণির বাড়ি পুজো করে যান রামকৃষ্ণ

রানি রাসমণির এই বনেদি পুজোয় লুকিয়ে অনেক ইতিহাস। জানবাজারের এই পুজোয় একবার সখী বেশে রামকৃষ্ণদেব দুর্গা পুজো করে যান। রাসমণির জামাই মথুরবাবুর অনুরোধেই ১৮৬৪ সালে রামকৃষ্ণ দেব উমার আরাধনা করেছিলেন।

দুর্গা পুজোয় এসে জগদ্বাত্রী পুজো সেরে দক্ষিণেশ্বর ফিরেছিলেন রামকৃষ্ণ

দুর্গা পুজোয় এসে জগদ্বাত্রী পুজো সেরে দক্ষিণেশ্বর ফিরেছিলেন রামকৃষ্ণ

পরিবার সূত্রের এবাড়ির পুজোর অনেক ইতিহাস জানা যায়। পরহংস রামকৃষ্ণ দেব সেবার মথুরবাবুর অনুরোধ রাখতে দুর্গাপুজোয় উমার পুজো করে, কালী পুজো কাটিয়ে একেবারে জগদ্বাত্রী পুজোয় চামড় দুলিয়ে তারপর দক্ষিণেশ্বর ফিরে গিয়েছিলেন।

হুগলীতে বড় ভাঙন, বিদ্রোহী সাংসদ অপরূপার সহযোগী, ১০০ জনকে নিয়ে যোগ দিলেন বিজেপিতেহুগলীতে বড় ভাঙন, বিদ্রোহী সাংসদ অপরূপার সহযোগী, ১০০ জনকে নিয়ে যোগ দিলেন বিজেপিতে

দুর্গাপুজোর সমস্ত খবর, ছবি, ভিডিও দেখুন এক ক্লিকে

English summary
Durag puja 2020: History of janbazar's Rani Rashmoni's Bonedi barir puja
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X